ETV Bharat / lifestyle

পিক্সেলের দুটি কমদামি মডেল আনল গুগল

পিক্সেল সিরিজ়ের সব থেকে কমদামি স্মার্টফোন আনল গুগল।

গুগল পিক্সল
author img

By

Published : May 8, 2019, 7:17 PM IST

আত্মপ্রকাশ করল গুগল পিক্সেলের দুটো নতুন মডেল। পিক্সেল 3a ও পিক্সেল 3a XL। পিক্সেল সিরিজ়ের সবথেকে কমদামি স্মার্টফোন এই দুটি।

গতকাল গুগল তাদের বার্ষিক ডেভেলপার কনফারেন্স I/O-তে এই দুটি ফোনের আত্মপ্রকাশ ঘটায়। ভারতের বাজারে পিক্সেল 3a ও 3a XL-এর দাম যথাক্রমে 39 হাজার 999 ও 44 হাজার 999 টাকা। 15 মে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে এই দুই ফোন।

ক্যামেরার দিক থেকে গুগল পিক্সেল বরাবরই প্রথম সারিতে থাকে। এই দুটি ফোনে ডুয়াল ক্যামেরা না থাকলেও থাকবে আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্সির মাধ্যমে ছবি তোলার সুবিধা। ফলে ছবির গুণমান হবে আগের মতই।

তবে এই দুটি মডেলে গুগল ফিরিয়ে এনেছে অডিয়ো জ্যাক। এতে থাকছে 3.5mm অডিয়ো জ্যাক।

কী কী ফিচার আছে এই ফোনে?

  • গুগল পিক্সেলের এই দুটি মডেলে আছে লো লাইট ফিচার। অর্থাৎ অন্ধকারেও ছবি তোলা যাবে
  • পিক্সেল 3a ও 3a XL-এ থাকছে ৬৭০ SoC স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪GB RAM, ৬৪GB ROM
  • 12.2 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল f/১.৮ রিয়ার ক্যামেরা
  • ফোনদুটিতেই থাকছে ফুল HD gOLED ডিসপ্লে
  • 3a ও 3a XL-এ থাকবে যথাক্রমে 5.7 ইঞ্চি ও 6 ইঞ্চি ডিসপ্লে
  • দুটিতেই স্টিরিও স্পিকার ব্যবহার করেছে গুগল
  • 3a ও 3a XL ফোনদুটিতে থাকবে যথাক্রমে 3 হাজার mAh ও 3 হাজার 700 mAh ব্যাটারি

আত্মপ্রকাশ করল গুগল পিক্সেলের দুটো নতুন মডেল। পিক্সেল 3a ও পিক্সেল 3a XL। পিক্সেল সিরিজ়ের সবথেকে কমদামি স্মার্টফোন এই দুটি।

গতকাল গুগল তাদের বার্ষিক ডেভেলপার কনফারেন্স I/O-তে এই দুটি ফোনের আত্মপ্রকাশ ঘটায়। ভারতের বাজারে পিক্সেল 3a ও 3a XL-এর দাম যথাক্রমে 39 হাজার 999 ও 44 হাজার 999 টাকা। 15 মে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে এই দুই ফোন।

ক্যামেরার দিক থেকে গুগল পিক্সেল বরাবরই প্রথম সারিতে থাকে। এই দুটি ফোনে ডুয়াল ক্যামেরা না থাকলেও থাকবে আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্সির মাধ্যমে ছবি তোলার সুবিধা। ফলে ছবির গুণমান হবে আগের মতই।

তবে এই দুটি মডেলে গুগল ফিরিয়ে এনেছে অডিয়ো জ্যাক। এতে থাকছে 3.5mm অডিয়ো জ্যাক।

কী কী ফিচার আছে এই ফোনে?

  • গুগল পিক্সেলের এই দুটি মডেলে আছে লো লাইট ফিচার। অর্থাৎ অন্ধকারেও ছবি তোলা যাবে
  • পিক্সেল 3a ও 3a XL-এ থাকছে ৬৭০ SoC স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪GB RAM, ৬৪GB ROM
  • 12.2 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল f/১.৮ রিয়ার ক্যামেরা
  • ফোনদুটিতেই থাকছে ফুল HD gOLED ডিসপ্লে
  • 3a ও 3a XL-এ থাকবে যথাক্রমে 5.7 ইঞ্চি ও 6 ইঞ্চি ডিসপ্লে
  • দুটিতেই স্টিরিও স্পিকার ব্যবহার করেছে গুগল
  • 3a ও 3a XL ফোনদুটিতে থাকবে যথাক্রমে 3 হাজার mAh ও 3 হাজার 700 mAh ব্যাটারি
Bhopal (MP), May 08 (ANI): Congress leader Digvijaya Singh held a roadshow today in Bhopal. It was alleged that Police personnel were seen in civil uniform wearing saffron scarves at Digvijaya's roadshow. However, allegations were later denied by DIG Bhopal. He said, "We and the organisers of the event had enrolled volunteers, and we have no say in as to what volunteers wear. No police personnel wore scarves of any color."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.