আত্মপ্রকাশ করল গুগল পিক্সেলের দুটো নতুন মডেল। পিক্সেল 3a ও পিক্সেল 3a XL। পিক্সেল সিরিজ়ের সবথেকে কমদামি স্মার্টফোন এই দুটি।
গতকাল গুগল তাদের বার্ষিক ডেভেলপার কনফারেন্স I/O-তে এই দুটি ফোনের আত্মপ্রকাশ ঘটায়। ভারতের বাজারে পিক্সেল 3a ও 3a XL-এর দাম যথাক্রমে 39 হাজার 999 ও 44 হাজার 999 টাকা। 15 মে থেকে ভারতের বাজারে পাওয়া যাবে এই দুই ফোন।
ক্যামেরার দিক থেকে গুগল পিক্সেল বরাবরই প্রথম সারিতে থাকে। এই দুটি ফোনে ডুয়াল ক্যামেরা না থাকলেও থাকবে আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্সির মাধ্যমে ছবি তোলার সুবিধা। ফলে ছবির গুণমান হবে আগের মতই।
তবে এই দুটি মডেলে গুগল ফিরিয়ে এনেছে অডিয়ো জ্যাক। এতে থাকছে 3.5mm অডিয়ো জ্যাক।
-
Hold the phone! The new #Pixel3a has everything you need in a phone, plus a camera that you’ll love. Get all the things you love about Google, for a lot less. #io19 pic.twitter.com/UfTdNfTG0q
— Google (@Google) May 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hold the phone! The new #Pixel3a has everything you need in a phone, plus a camera that you’ll love. Get all the things you love about Google, for a lot less. #io19 pic.twitter.com/UfTdNfTG0q
— Google (@Google) May 7, 2019Hold the phone! The new #Pixel3a has everything you need in a phone, plus a camera that you’ll love. Get all the things you love about Google, for a lot less. #io19 pic.twitter.com/UfTdNfTG0q
— Google (@Google) May 7, 2019
কী কী ফিচার আছে এই ফোনে?
- গুগল পিক্সেলের এই দুটি মডেলে আছে লো লাইট ফিচার। অর্থাৎ অন্ধকারেও ছবি তোলা যাবে
- পিক্সেল 3a ও 3a XL-এ থাকছে ৬৭০ SoC স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪GB RAM, ৬৪GB ROM
- 12.2 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল f/১.৮ রিয়ার ক্যামেরা
- ফোনদুটিতেই থাকছে ফুল HD gOLED ডিসপ্লে
- 3a ও 3a XL-এ থাকবে যথাক্রমে 5.7 ইঞ্চি ও 6 ইঞ্চি ডিসপ্লে
- দুটিতেই স্টিরিও স্পিকার ব্যবহার করেছে গুগল
- 3a ও 3a XL ফোনদুটিতে থাকবে যথাক্রমে 3 হাজার mAh ও 3 হাজার 700 mAh ব্যাটারি