ETV Bharat / jagte-raho

ছিনতাইকারীকে ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের - ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের

মোবাইল নিয়ে পালাচ্ছিল ছিনতাইবাজ । তাকে তাড়া করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন এক যুবক । জখম হয়ে তাঁর মৃত্যু হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 3, 2019, 5:15 PM IST

উলুবেড়িয়া, 3 নভেম্বর : স্টেশন থেকে ট্রেন সবে ছেড়েছে । ঠিক তখনই এক যুবকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় ছিনতাইকারী । দুষ্কৃতীকে তাড়া করে ট্রেন থেকে ঝাঁপ দেন ওই যুবকও । আর তাতেই মৃত্যু হয় তাঁর । তাঁর নাম সৌরভ ঘোষ । শনিবার উলুবেড়িয়া স্টেশনের ঘটনা ।

টাটা জামসেদপুরের বাসিন্দা ছিলেন সৌরভ । কাজ করতেন কলকাতার মুকুন্দপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে । প্রতি শনিবার বাড়ি ফিরতেন তিনি । গতকালও বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন । রাত 10 টা নাগাদ আপ সম্বলপুর এক্সপ্রেস টাটা যাওয়ার পথে উলুবেড়িয়া স্টেশনে পৌঁছায় । স্টেশন থেকে ট্রেন যখন ছাড়ছে তখন সৌরভের হাত থেকে আইফোন কেড়ে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় ছিনতাইকারী । তাকে তাড়া করে ট্রেন থেকে ঝাঁপ দেন সৌরভ । ঝাঁপ দিয়ে গুরুতর জখম হন । GRP উদ্ধার করে তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

স্থানীয়দের মতে, দক্ষিণ-পূর্ব শাখার ওই লাইনে এই ধরনের ঘটনা নতুন নয় । কয়েক মাস আগে ট্রেনের মহিলা কামরা থেকে ব্লক ভূমি সংস্কার আধিকারিক সংযুক্তা পালের মোবাইল ছিনতাই হয়েছিল । বাধা দিতে গেলে তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

উলুবেড়িয়া, 3 নভেম্বর : স্টেশন থেকে ট্রেন সবে ছেড়েছে । ঠিক তখনই এক যুবকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় ছিনতাইকারী । দুষ্কৃতীকে তাড়া করে ট্রেন থেকে ঝাঁপ দেন ওই যুবকও । আর তাতেই মৃত্যু হয় তাঁর । তাঁর নাম সৌরভ ঘোষ । শনিবার উলুবেড়িয়া স্টেশনের ঘটনা ।

টাটা জামসেদপুরের বাসিন্দা ছিলেন সৌরভ । কাজ করতেন কলকাতার মুকুন্দপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে । প্রতি শনিবার বাড়ি ফিরতেন তিনি । গতকালও বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন । রাত 10 টা নাগাদ আপ সম্বলপুর এক্সপ্রেস টাটা যাওয়ার পথে উলুবেড়িয়া স্টেশনে পৌঁছায় । স্টেশন থেকে ট্রেন যখন ছাড়ছে তখন সৌরভের হাত থেকে আইফোন কেড়ে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় ছিনতাইকারী । তাকে তাড়া করে ট্রেন থেকে ঝাঁপ দেন সৌরভ । ঝাঁপ দিয়ে গুরুতর জখম হন । GRP উদ্ধার করে তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।

স্থানীয়দের মতে, দক্ষিণ-পূর্ব শাখার ওই লাইনে এই ধরনের ঘটনা নতুন নয় । কয়েক মাস আগে ট্রেনের মহিলা কামরা থেকে ব্লক ভূমি সংস্কার আধিকারিক সংযুক্তা পালের মোবাইল ছিনতাই হয়েছিল । বাধা দিতে গেলে তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

Intro:মোবাইল ছিনতাই বাজকে ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ যুবকের। লাইনে পড়ে মৃত্যু যুবকের। মৃত যুবকের নাম সৌরভ ঘোষ। উলুবেড়িয়া স্টেশন চত্বরের ঘটনা। মৃতের বাড়ি টাটা জামসেদপুরে। কলকাতার মুকুন্দুপুরে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। প্রতি শনিবার বাড়ি ফিরত সৌরভ,
গতকাল রাত ১০ নাগাদ আপ সম্বলপুর এক্সপ্রেসে টাটা যাওয়ার পথে উলুবেড়িয়া স্টেশন ছাড়ার মুখে তার আপেলের ফোন ছিনতাই করে ট্রেন থেকে ঝাঁপ দেয় ছিনতাইকারী, তাকে ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় ওই যুবক, গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া জি আর পি তাকে উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। গতকাল রাতে মৃত্যু হয় ওই যুবকের।
রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন মৃত যুবকের পরিবারের।
Body:তবে দক্ষিণ পূর্ব শাখার ওই লাইনের এই ধরনের ঘটনা নতুন নয়। বেশ কয়েক মাস আগে ট্রেনের মহিলা কামরা থেকে ব্লক ভূমি সংস্কার আধিকারিকের মোবাইল ছিনতাই হয়। বাধা দিতে গেলে ওই আধিকারিককে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সেবার ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার ঘোড়াঘাটা স্টেশনে। ঘটনায় আক্রান্ত আধিকারিকের নাম সংযুক্ত পাল। তিনি নন্দকুমার ব্লকের ভূমি সংস্কার আধিকারিক। বাড়ি হাওড়ায় ইছাপুরে আনন্দময়ীতে। তিনি অভিযোগ করেছিলেন, এদিন তিনি নন্দকুমার থেকে বাসে করে মেচেদা স্টেশন আসেন। সেখান থেকে ডাউন পাঁশকুড়া লোকাল এর মহিলা কামরায় উঠেন। ঘোড়াঘাটা স্টেশনে ট্রেন ঢোকার সময় আধিকারিক এর হাত থেকে মোবাইল ছিনতাই করে ট্রেন থেকে নেবে যেতে চায় এক দুষ্কৃতী। মহিলা আধিকারিক বাধা দিলে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ট্রেন থেকে পড়ে মাথা ফেটে যায় মহিলা আধিকারিকের। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চিকিৎসা করায়। পরে ঘটনাস্থলে আসে বাগনান জিআরপি থানার পুলিশ। আধিকারিকের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেন। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.