ETV Bharat / jagte-raho

ধানক্ষেতে মহিলার গলার নলি কাটা দেহ - উদ্ধার মহিলার গলার নলি কাটা দেহ

এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার ধানক্ষেতে । অভিযোগ, মহিলার স্বামী তাঁকে গলার নলি কেটে খুন করেছে । ঘটনাটি খণ্ডঘোষ থানার সুলতানপুর এলাকায় । পুলিশ তদন্ত করছে ।

woman dead body rescued
মহিলার গলার নলি কাটা দেহ
author img

By

Published : Jun 8, 2020, 9:57 PM IST

খণ্ডঘোষ, 8 জুন : স্ত্রীর গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। সোমবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সুলতানপুর এলাকার ধানক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার করে খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কানন বাগদি (34)। ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 13 বছর আগে খণ্ডঘোষের গুইর গ্রামের বাসিন্দা কাননের সঙ্গে বিয়ে হয় সুলতানপুরের বাসিন্দা শ্রীমন্ত বাগদির। বিয়ের পরে কানন স্বামীর একাধিক অনৈতিক কাজের প্রতিবাদ করলে সাংসারিক অশান্তি শুরু হয়। ফলে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তাঁর উপর অত্যাচার করতে শুরু করে বলে অভিযোগ। এর মধ্যে ওই গ্রামের এক ব্যক্তির সঙ্গে অভিযুক্তের ঝামেলা হয় । ওই ব্যক্তি বিষয়টি নিয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার প্রতিবাদ করেন কানন। যা নিয়ে পরিবারে অশান্তি চরমে ওঠে। এরপরেই তাঁর গলার নলি কেটে খুন করা হয় বলে স্থানীয়দের অনুমান।

কাননের পরিবারের লোকেদের অভিযোগ , কাননের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কাননের গলার নলি কেটে খুন করেছে। কাননের শ্বশুরবাড়ির আত্মীয় গঙ্গাধর হাজরা বলেন, " তিলক্ষেতে তিল কাটতে গিয়ে দেখলাম এক মহিলার দেহ পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম আমাদের বাড়ির বউমা। এরপরে পাড়ার লোকেদের খবর দিই। " খণ্ডঘোষ থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

খণ্ডঘোষ, 8 জুন : স্ত্রীর গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। সোমবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সুলতানপুর এলাকার ধানক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার করে খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কানন বাগদি (34)। ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 13 বছর আগে খণ্ডঘোষের গুইর গ্রামের বাসিন্দা কাননের সঙ্গে বিয়ে হয় সুলতানপুরের বাসিন্দা শ্রীমন্ত বাগদির। বিয়ের পরে কানন স্বামীর একাধিক অনৈতিক কাজের প্রতিবাদ করলে সাংসারিক অশান্তি শুরু হয়। ফলে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তাঁর উপর অত্যাচার করতে শুরু করে বলে অভিযোগ। এর মধ্যে ওই গ্রামের এক ব্যক্তির সঙ্গে অভিযুক্তের ঝামেলা হয় । ওই ব্যক্তি বিষয়টি নিয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার প্রতিবাদ করেন কানন। যা নিয়ে পরিবারে অশান্তি চরমে ওঠে। এরপরেই তাঁর গলার নলি কেটে খুন করা হয় বলে স্থানীয়দের অনুমান।

কাননের পরিবারের লোকেদের অভিযোগ , কাননের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কাননের গলার নলি কেটে খুন করেছে। কাননের শ্বশুরবাড়ির আত্মীয় গঙ্গাধর হাজরা বলেন, " তিলক্ষেতে তিল কাটতে গিয়ে দেখলাম এক মহিলার দেহ পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম আমাদের বাড়ির বউমা। এরপরে পাড়ার লোকেদের খবর দিই। " খণ্ডঘোষ থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.