ETV Bharat / jagte-raho

ভাড়াটে খুনি দিয়ে নিমতায় তৃণমূল নেতা খুন - BJP Leader

নিমতায় তৃণমূল নেতাকে খুনের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করল ব্যারাকপুর থানার পুলিশ । ধৃতদের একজন সুমন কুণ্ডু BJP কর্মী হিসেবে এলাকায় পরিচিত ।

তৃণমূল নেতা নির্মল কুণ্ডু
author img

By

Published : Jun 5, 2019, 11:55 PM IST

নিমতা, 5 জুন: উত্তর দমদমের 6 নম্বর ওয়ার্ডের পাটনা ঠাকুরতলার তৃণমূল নেতা নির্মল কুণ্ডু খুনের ঘটনায় BJP কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ । তাঁর সঙ্গেই গ্রেপ্তার করা হয় একজন ভাড়াটে খুনিকে ।

হুগলির উত্তরপাড়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের থেকে একটি পিস্তল ও 3 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ । ধৃতরা হল সুমন কুণ্ডু ও সুজয় দাস ।

আজ দুপুর আড়াইটে নাগাদ অভিযুক্তদের গ্রেপ্তার করে ব্যারাকপুর থানার পুলিশ । ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের DC (জ়োন 2) আনন্দ রায় বলেন, " তৃণমূল নেতার খুনের ঘটনার তদন্তে নেমে উত্তরপাড়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় । ধৃত সুমন কুণ্ডু নিমতারই বাসিন্দা । খুনের ঘটনার মূল চক্রী সুমন । আর ধৃত সুজয় ভাড়াটে খুনি ।" পুলিশ সূত্রের খবর, ব্যক্তিগত শত্রুতার পাশাপাশি রাজনৈতিক শত্রুতার জেরেই খুন হন নির্মল কুণ্ডু । খুনের আগে গোটা এলাকায় রেইকি করা হয় । এমন কী ওই এলাকায় ভাড়াটে খুনি সুজয়ের থাকারও ব্যবস্থা করা হয় । সুমনের ফোন ট্র্যাক করেই ধৃতদের গ্রেপ্তার করা হয় ।

BJP
ধৃত BJP কর্মী সুমন কুণ্ডু

জানা গেছে, উত্তর দমদম শহর তৃণমূল সভাপতি বিধান বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন নির্মল কুণ্ডু। বিধান বিশ্বাসের শক্তি খর্ব করতেই নির্মল কুণ্ডুকে খুন করা হয় । জানা গেছে, নির্মলের সঙ্গে মাস ছয়েক আগে ঝামেলা হয় সুমনের । তারপরই শিবির বদল করে BJP-তে যোগদান করেন সুমন। দিন কয়েক আগেই নিমতায় BJP কর্মীদের বিধান বিশ্বাসের নেতৃত্বে হামলা চালায় অভিযুক্ত ছিল নির্মল কুণ্ডু-সহ বেশ কয়েকজন । সেই ঘটনার প্রেক্ষিতেই নির্মলকে খুন করা হয়েছে বলে অনুমান ।

নিমতা, 5 জুন: উত্তর দমদমের 6 নম্বর ওয়ার্ডের পাটনা ঠাকুরতলার তৃণমূল নেতা নির্মল কুণ্ডু খুনের ঘটনায় BJP কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ । তাঁর সঙ্গেই গ্রেপ্তার করা হয় একজন ভাড়াটে খুনিকে ।

হুগলির উত্তরপাড়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের থেকে একটি পিস্তল ও 3 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ । ধৃতরা হল সুমন কুণ্ডু ও সুজয় দাস ।

আজ দুপুর আড়াইটে নাগাদ অভিযুক্তদের গ্রেপ্তার করে ব্যারাকপুর থানার পুলিশ । ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের DC (জ়োন 2) আনন্দ রায় বলেন, " তৃণমূল নেতার খুনের ঘটনার তদন্তে নেমে উত্তরপাড়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় । ধৃত সুমন কুণ্ডু নিমতারই বাসিন্দা । খুনের ঘটনার মূল চক্রী সুমন । আর ধৃত সুজয় ভাড়াটে খুনি ।" পুলিশ সূত্রের খবর, ব্যক্তিগত শত্রুতার পাশাপাশি রাজনৈতিক শত্রুতার জেরেই খুন হন নির্মল কুণ্ডু । খুনের আগে গোটা এলাকায় রেইকি করা হয় । এমন কী ওই এলাকায় ভাড়াটে খুনি সুজয়ের থাকারও ব্যবস্থা করা হয় । সুমনের ফোন ট্র্যাক করেই ধৃতদের গ্রেপ্তার করা হয় ।

BJP
ধৃত BJP কর্মী সুমন কুণ্ডু

জানা গেছে, উত্তর দমদম শহর তৃণমূল সভাপতি বিধান বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন নির্মল কুণ্ডু। বিধান বিশ্বাসের শক্তি খর্ব করতেই নির্মল কুণ্ডুকে খুন করা হয় । জানা গেছে, নির্মলের সঙ্গে মাস ছয়েক আগে ঝামেলা হয় সুমনের । তারপরই শিবির বদল করে BJP-তে যোগদান করেন সুমন। দিন কয়েক আগেই নিমতায় BJP কর্মীদের বিধান বিশ্বাসের নেতৃত্বে হামলা চালায় অভিযুক্ত ছিল নির্মল কুণ্ডু-সহ বেশ কয়েকজন । সেই ঘটনার প্রেক্ষিতেই নির্মলকে খুন করা হয়েছে বলে অনুমান ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.