ETV Bharat / jagte-raho

মুর্শিদাবাদে বেআইনি অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধারে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। গতরাতে তিনটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১০ কেজি বিস্ফোরকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ছবি সৌজন্যে : Pixabay
author img

By

Published : Feb 20, 2019, 6:05 PM IST

সুতি, ২০ ফেব্রুয়ারি : ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। গতরাতে তিনটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১০ কেজি বিস্ফোরকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। ধৃতদের নাম নাজির হোসেন, আকবর শেখ ও নাবিরুল শেখ। তাদের বাড়ি সুতি থানা এলাকায়। আজ তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। কী কারণে বিস্ফোরক মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সুতির চাঁদমারি এলাকার বাসিন্দা নাবিরুল শেখের বাড়িতে মজুত রাখা হয়েছিল অস্ত্র ও বোমা তৈরির মশলা। গোপন সূত্রে খবর পেয়ে নাবিরুলের বাড়িতে গতরাতে যায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিনটি ইমপ্রোভাইস পিস্তল, দশ রাউন্ড গুলি ও দশ কেজি বোমা তৈরির মশলা। ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করা হয় তিন দুষ্কৃতিকে।

আজসুতি থানায় জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, গোপন খবরের ভিত্তিতে সুতি থানার চাঁদমারি এলাকার নাবিরুল শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে অস্ত্র ও বারুদ গুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে। কোথা থেকে অস্ত্রগুলো নিয়ে এসে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ আদালতে তুলে পাঁচদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে।

undefined
শুনুন বক্তব্য

সুতি, ২০ ফেব্রুয়ারি : ফের অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। গতরাতে তিনটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১০ কেজি বিস্ফোরকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। ধৃতদের নাম নাজির হোসেন, আকবর শেখ ও নাবিরুল শেখ। তাদের বাড়ি সুতি থানা এলাকায়। আজ তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। কী কারণে বিস্ফোরক মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সুতির চাঁদমারি এলাকার বাসিন্দা নাবিরুল শেখের বাড়িতে মজুত রাখা হয়েছিল অস্ত্র ও বোমা তৈরির মশলা। গোপন সূত্রে খবর পেয়ে নাবিরুলের বাড়িতে গতরাতে যায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিনটি ইমপ্রোভাইস পিস্তল, দশ রাউন্ড গুলি ও দশ কেজি বোমা তৈরির মশলা। ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করা হয় তিন দুষ্কৃতিকে।

আজসুতি থানায় জঙ্গিপুরের SDPO প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, গোপন খবরের ভিত্তিতে সুতি থানার চাঁদমারি এলাকার নাবিরুল শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে অস্ত্র ও বারুদ গুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে। কোথা থেকে অস্ত্রগুলো নিয়ে এসে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ আদালতে তুলে পাঁচদিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে।

undefined
শুনুন বক্তব্য

New Delhi, Feb 20 (ANI): Saudi Arabia Crown Prince Mohammed bin Salman met Prime Minister Narendra Modi in Delhi today. He is on a one-day state visit to India and reached New Delhi on Tuesday night. Prime Minister Narendra Modi received him at the airport, signifying the importance India attaches to this visit by one of the most powerful leader in the Arab world. Prime Minister Narendra Modi and Salman are expected to look at ways for enhancing defence ties, including having a joint naval exercise. The visit gains significance because before visiting India, the Saudi Crown Prince visited Pakistan and committed massive investments. PM Modi is expected to raise the issue of Pakistan not acting against terror outfits based on its soil and attacking India. The Pulwama terror attack on the CRPF last week may also come up for discussion.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.