ETV Bharat / jagte-raho

গাড়ি ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্তরা - crime

শেষ রক্ষা হল না। ধরা পড়তে হল পুলিশের হাতে । গাড়ি ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার গাড়ি এবং গ্রেপ্তার হল তিন অভিযুক্ত । ঘটনাটি জলপাইগুড়ির ।

থানায় অভিযুক্তরা
author img

By

Published : May 21, 2019, 4:28 AM IST

Updated : May 21, 2019, 10:48 AM IST

জলপাইগুড়ি, 21 মে : গাড়ি ছিনতাই করেও শেষ রক্ষা হল না। ধরা পড়তে হল পুলিশের হাতে । ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার গাড়ি এবং গ্রেপ্তার হল তিন অভিযুক্ত ।

গ্রেপ্তার তিন অভিযুক্ত

নাগরাকাটা থানায় জয়গাঁ এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন রবিবার পুলিশের কাছে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন । সাদ্দাম গাড়ির ব্যবসা করেন । তাঁর অভিযোগ, রবিবার সকালে এক ব্যক্তি মেটেলি যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে । সাদ্দাম ওই ব্যক্তি ও তার তিন সঙ্গীকে মেটেলি নিয়ে যায় । সারাদিন তারা মেটেলির বিভিন্ন এলাকায় ঘোরার পর ফেরার পথে খুনিয়া মোড় এলাকায় সাদ্দামকে ধারালো অস্ত্র দেখিয়ে গাড়িটি ছিনতাই করে ।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। এরপর উদ্ধার হয় গাড়িটি এবং গ্রেপ্তার হয় তিন অভিযুক্ত । তাদের নাম আনন্দ সুব্বা (২৬), প্রকাশ লিম্বু (৩০) ও রঘু গোডবা (৪৫) । আনন্দ আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া চা বাগান এলাকার বাসিন্দা । প্রকাশ দলসিং পাড়া এলাকার ও রঘু মালবাজারের মিনগ্লাস চা বাগান এলাকার বাসিন্দা ।

পুলিশ জানিয়েছে, গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ধৃতদের জেরা করা হচ্ছে ।

জলপাইগুড়ি, 21 মে : গাড়ি ছিনতাই করেও শেষ রক্ষা হল না। ধরা পড়তে হল পুলিশের হাতে । ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার গাড়ি এবং গ্রেপ্তার হল তিন অভিযুক্ত ।

গ্রেপ্তার তিন অভিযুক্ত

নাগরাকাটা থানায় জয়গাঁ এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন রবিবার পুলিশের কাছে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন । সাদ্দাম গাড়ির ব্যবসা করেন । তাঁর অভিযোগ, রবিবার সকালে এক ব্যক্তি মেটেলি যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে । সাদ্দাম ওই ব্যক্তি ও তার তিন সঙ্গীকে মেটেলি নিয়ে যায় । সারাদিন তারা মেটেলির বিভিন্ন এলাকায় ঘোরার পর ফেরার পথে খুনিয়া মোড় এলাকায় সাদ্দামকে ধারালো অস্ত্র দেখিয়ে গাড়িটি ছিনতাই করে ।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। এরপর উদ্ধার হয় গাড়িটি এবং গ্রেপ্তার হয় তিন অভিযুক্ত । তাদের নাম আনন্দ সুব্বা (২৬), প্রকাশ লিম্বু (৩০) ও রঘু গোডবা (৪৫) । আনন্দ আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া চা বাগান এলাকার বাসিন্দা । প্রকাশ দলসিং পাড়া এলাকার ও রঘু মালবাজারের মিনগ্লাস চা বাগান এলাকার বাসিন্দা ।

পুলিশ জানিয়েছে, গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ধৃতদের জেরা করা হচ্ছে ।

Intro:nullBody:গাড়ি ছিনতাই করেও রেহাই মিলল না।ছিনতাইয়ের কিছুক্ষনের মধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার গাড়ি।গ্রেফতার তিন অভিযুক্ত। রবিবার নাগরাকাটা থানায় জয়গাঁ এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি একটি অভিযোগ দায়ের করে। তার অভিযোগ রবিবার সকালে এক ব্যক্তি তার কাছে আসে এবং গাড়ি ভাড়া করে মেটেলিতে যাবার কথা বলে।এরপর গাড়িটি তিন জনকে মেটেলি এলাকায় নিয়ে আসে এবং বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে ফেরার পথে গাড়িতে থাকা তিন জনই গাড়ির চালককে ধারালো অস্ত্র দেখিয়ে গাড়িটি ছিনতাই করে খুনিয়া মোড় এলাকায়।থানায় অভিযোগ দায়ের করতেই পুলিশ ঘটনার তদন্তে নামে। উদ্ধার হয় গাড়িটি এবং গ্রেফতার গাড়িতে থাকা ঐ তিন অভিযুক্ত।ধৃতদের নাম আনন্দ সুব্বা(২৬),প্রকাশ লিম্বু(৩০),রঘু গোডবা(৪৫)।ধৃতদের মধ্যে আনন্দ সুব্বা আলিপুরদুয়ার জেলার লঙ্কা পাড়া চা বাগান এলাকার বাসিন্দা,প্রকাশ লিম্বু দলসিংহ পাড়া এলাকার বাসিন্দা এবং রঘু গোডবা মালবাজার থানার মিনগ্লাস চা বাগানের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানানো হয়েছে গাড়িটিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ধৃতদের জিঞ্জাসাবাদ চালানো হচ্ছে।Conclusion:null
Last Updated : May 21, 2019, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.