কলকাতা, 21 অগাস্ট : খুনের পর দেওয়ালে লেখা হয়েছিল কয়েকটি শব্দ । সেটাই গোয়েন্দাদের কাছে ছিল একমাত্র ক্লু । পরে ওই গোডাউন থেকে উদ্ধার হয় একটি ওয়ার্ড বুক । তার পাতায় পাতায় গানের লাইন । সেই ওয়ার্ড বুক হয়ে উঠল উলটোডাঙায় ডালের গোডাউনে যুবক খুনের কিনারার সূত্র । ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে । পুলিশের দাবি, অভিযুক্ত নিজের দোষ মেনে নিয়েছে । ধৃতকে আজ শিয়ালদা আদালতে তোলা হয় ৷ তাকে 30 অগাস্ট পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷
উলটোডাঙা থানা এলাকার মুচিবাজারে রয়েছে বেশকিছু ডালের গোডাউন । খালপাড় লাগোয়া ওই এলাকাটিকে ডালপট্টি নামেও ডাকা হয় । সেখানে স্থানীয় এবং বাইরের বহু যুবক কাজ করে । বুধবার তেমনই এক গোডাউনের ভেতর রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখেন এক কর্মী । তিনি দ্রুত বিষয়টি জানান সবাইকে । খবর দেওয়া হয় উলটোডাঙা থানায় । প্রাথমিকভাবে জানা যায়, ওই যুবকের নাম রাকেশ সাউ । বয়স 30 । যদিও পরে জানা যায়, তিনি রাকেশ সাউ নয়, তাঁর পদবী গুপ্তা । বাড়ি নৈহাটির গৌরীপুর এলাকায় । এই খুনের ঘটনায় ডালের গোডাউনের মালিক পরেশনাথ জয়সওয়াল মামলা দায়ের করেন ।
গোডাউনের দেওয়ালে কয়েকটি শব্দ লেখা ছিল । সেটা পুলিশের নজর এড়ায়নি । পরে গোডাউন থেকে উদ্ধার হয় একটি ওয়ার্ড বুক। এক ঝলকেই বোঝা যায় ওই ওয়ার্ড বুকের হাতের লেখা, আর দেওয়ালের লেখা একই ব্যক্তির । গোডাউনের অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই ওয়ার্ড বুক সুমন শেখ ওরফে শাকিল খানের । বয়স 29 বছর । সে ওই গোডাউনের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত । বাড়ি বীরভূমের মুরারই থানা এলাকার শ্রীরামপুর গ্রামে ।
সুমনের খোঁজ শুরু করে পুলিশ । গতরাত সাড়ে বারোটা নাগাদ দেশবন্ধু পার্ক থেকে সুমনকে আটক করা হয় । তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে কিছু বলতে চায় না সে । পরে অবশ্য নিজের দোষ মেনে নেয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাকেশ গুপ্তার সঙ্গে এর আগে ঝগড়া হয়েছিল শাকিল খানের ৷ ঘটনার দিন গোডাউনের দরজা খোলা দেখে ঢুকে পড়ে শাকিল ৷ তার কিছু টাকার দরকার ছিল ৷ গোডাউনে ঢুকে সে দেখে, রাকেশ ঘুমিয়ে রয়েছে ৷ তখন তার পকেট থেকে টাকা বের করার চেষ্টা করে শাকিল ৷ ঘুম ভেঙে যায় রাকেশের ৷ তখনই ছুরি দিয়ে কুপিয়ে তাকে খুন করে ধৃত যুবক ৷