কলকাতা, 1 জানুয়ারি : স্কুটার চুরির অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার হল একটি স্কুটার ৷ ধৃতদের কাছ থেকে ওই স্কুটারের ডুপ্লিকেট চাবিও পাওয়া গেছে ৷
সার্ভে পার্ক এলাকায় স্কুটার চুরির একাধিক অভিযোগ আসছিল থানায় ৷ স্কুটার চুরির ঘটনা মূলত রাতের দিকে হচ্ছিল ৷ 15 ডিসেম্বর ফের একটি স্কুটার চুরির অভিযোগ আসে সার্ভে পার্ক থানায় । রাত বারোটা থেকে দুটো পনেরোর মধ্যে চুরি হয় স্কুটারটি । ঘটনাস্থান মেট্রোপলিস মলের কাছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সামনে ।
তদন্তে নামে পুলিশ । খতিয়ে দেখা হয় ওই চত্বরের সব CCTV ফুটেজ । সেই সূত্র ধরেই মেট্রোপলিস মলের পশ্চিম দিকে একটি দোকানের পাশে সরু গলিতে সোমবার উদ্ধার হয় স্কুটারটি । কিন্তু চোর কারা? ফের CCTV ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ । দেখা হয় মলের সব CCTV ফুটেজও । তা দেখার পর গ্রেপ্তার করা হয় আবদুল রাহুল পাইক(20) ও শরিফ রিয়াজ নামে দুই যুবককে । রাহুল বারুইপুরের বাসিন্দা । রিয়াজ থাকে সোনারপুরে । তাদের কাছে উদ্ধার হয়েছে ওই স্কুটারের ডুপ্লিকেট চাবি ।
জানা গেছে, স্কুটার-বাইক চুরির পর তারা বানিয়ে ফেলত ডুপ্লিকেট চাবি । তারপর তা সময়-সুযোগমতো বিক্রি করে দিত । কিন্তু কারা কিনত এইসব স্কুটার, বাইক? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । পাশাপাশি কোথা থেকে তারা ডুপ্লিকেট চাবি বানাত সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।