ETV Bharat / jagte-raho

স্কুটার চুরিতে গ্রেপ্তার 2

স্কুটার-বাইক চুরির পর তারা বানিয়ে ফেলত ডুপ্লিকেট চাবি । তারপর তা সময়-সুযোগমতো বিক্রি করে দিত । কিন্তু কারা কিনত এইসব স্কুটার, বাইক? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

theft
উদ্ধার হওয়া বাইক
author img

By

Published : Jan 1, 2020, 6:35 AM IST

কলকাতা, 1 জানুয়ারি : স্কুটার চুরির অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার হল একটি স্কুটার ৷ ধৃতদের কাছ থেকে ওই স্কুটারের ডুপ্লিকেট চাবিও পাওয়া গেছে ৷

সার্ভে পার্ক এলাকায় স্কুটার চুরির একাধিক অভিযোগ আসছিল থানায় ৷ স্কুটার চুরির ঘটনা মূলত রাতের দিকে হচ্ছিল ৷ 15 ডিসেম্বর ফের একটি স্কুটার চুরির অভিযোগ আসে সার্ভে পার্ক থানায় । রাত বারোটা থেকে দুটো পনেরোর মধ্যে চুরি হয় স্কুটারটি । ঘটনাস্থান মেট্রোপলিস মলের কাছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সামনে ।

তদন্তে নামে পুলিশ । খতিয়ে দেখা হয় ওই চত্বরের সব CCTV ফুটেজ । সেই সূত্র ধরেই মেট্রোপলিস মলের পশ্চিম দিকে একটি দোকানের পাশে সরু গলিতে সোমবার উদ্ধার হয় স্কুটারটি । কিন্তু চোর কারা? ফের CCTV ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ । দেখা হয় মলের সব CCTV ফুটেজও । তা দেখার পর গ্রেপ্তার করা হয় আবদুল রাহুল পাইক(20) ও শরিফ রিয়াজ নামে দুই যুবককে । রাহুল বারুইপুরের বাসিন্দা । রিয়াজ থাকে সোনারপুরে । তাদের কাছে উদ্ধার হয়েছে ওই স্কুটারের ডুপ্লিকেট চাবি ।

জানা গেছে, স্কুটার-বাইক চুরির পর তারা বানিয়ে ফেলত ডুপ্লিকেট চাবি । তারপর তা সময়-সুযোগমতো বিক্রি করে দিত । কিন্তু কারা কিনত এইসব স্কুটার, বাইক? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । পাশাপাশি কোথা থেকে তারা ডুপ্লিকেট চাবি বানাত সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

কলকাতা, 1 জানুয়ারি : স্কুটার চুরির অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার হল একটি স্কুটার ৷ ধৃতদের কাছ থেকে ওই স্কুটারের ডুপ্লিকেট চাবিও পাওয়া গেছে ৷

সার্ভে পার্ক এলাকায় স্কুটার চুরির একাধিক অভিযোগ আসছিল থানায় ৷ স্কুটার চুরির ঘটনা মূলত রাতের দিকে হচ্ছিল ৷ 15 ডিসেম্বর ফের একটি স্কুটার চুরির অভিযোগ আসে সার্ভে পার্ক থানায় । রাত বারোটা থেকে দুটো পনেরোর মধ্যে চুরি হয় স্কুটারটি । ঘটনাস্থান মেট্রোপলিস মলের কাছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সামনে ।

তদন্তে নামে পুলিশ । খতিয়ে দেখা হয় ওই চত্বরের সব CCTV ফুটেজ । সেই সূত্র ধরেই মেট্রোপলিস মলের পশ্চিম দিকে একটি দোকানের পাশে সরু গলিতে সোমবার উদ্ধার হয় স্কুটারটি । কিন্তু চোর কারা? ফের CCTV ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ । দেখা হয় মলের সব CCTV ফুটেজও । তা দেখার পর গ্রেপ্তার করা হয় আবদুল রাহুল পাইক(20) ও শরিফ রিয়াজ নামে দুই যুবককে । রাহুল বারুইপুরের বাসিন্দা । রিয়াজ থাকে সোনারপুরে । তাদের কাছে উদ্ধার হয়েছে ওই স্কুটারের ডুপ্লিকেট চাবি ।

জানা গেছে, স্কুটার-বাইক চুরির পর তারা বানিয়ে ফেলত ডুপ্লিকেট চাবি । তারপর তা সময়-সুযোগমতো বিক্রি করে দিত । কিন্তু কারা কিনত এইসব স্কুটার, বাইক? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । পাশাপাশি কোথা থেকে তারা ডুপ্লিকেট চাবি বানাত সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

Intro:কলকাতা, 31 ডিসেম্বর: বাইপাস এলাকায় সক্রিয় হয়েছিল চক্র। উধাও হয়ে যাচ্ছিল স্কুটি,বাইক। মূলত রাতের দিকে চালানো হচ্ছিল অপারেশন। একের পর এক অভিযোগ আসছিল সার্ভে পার্ক এলাকা থেকে। অবশেষে পর্দা ফাঁস হলো চক্রের। গ্রেপ্তার করা হলো দুজনকে।



Body:গত 15 ডিসেম্বর ফের স্কুটি চুরির অভিযোগ আসে সার্ভে পার্ক থানায়। রাত বারোটা থেকে দুটো পনেরোর মধ্যে চুরি হয় স্কুটি। ঘটনাস্থল মেট্রোপলিস মলের কাছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের সামনে। তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় ওই চত্বরের সব সিসিটিভি ফুটেজ। সেই সূত্র ধরেই মেট্রোপলিস মলের পশ্চিম দিকে একটি দোকানের পাশে সরু গলিতে গতকাল উদ্ধার হয় স্কুটি। কিন্তু চোর কারা? ফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ। দেখা হয় মলের সব সিসিটিভি ফুটেজও। সেই সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে আব্দুল রাহুল পাইক(20), এবং শরীফ রিয়াজকে। রাহুল বারুইপুরের বাসিন্দা। রিয়াজ থাকে সোনারপুরে। তাদের কাছে উদ্ধার হয়েছে ওই স্কুটির ডুপ্লিকেট চাবি।


Conclusion:জানা গেছে, বাইক চুরির পর তারা বানিয়ে ফেলত ডুপ্লিকেট চাবি। তারপর তা সময়-সুযোগমতো বিক্রি করে দিত। কিন্তু কারা কিন্তু এইসব স্কুটার,বাইক? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কোথা থেকে তারা ডুপ্লিকেট চাবি বানাত সেটিও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.