সামশেরগঞ্জ, 24 অক্টোবর : প্রায় সাড়ে চার লাখ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ । গ্রেপ্তার তিনজন । তিনজনকে 34 নম্বর জাতীয় সড়কের উপর সাজুরমোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নাম প্রসেনজিৎ মণ্ডল , ফিটু সেখ ও কবিরুল ইসলাম ।
ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করে সামশেরগঞ্জের পুলিশ । তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।
প্রাথমিক জেরা করে সামশেরগঞ্জ থানার পুলিশ । ধৃতরা মালদার কালিয়াচক থেকে নিষিদ্ধ কাফ শিরাপগুলি আনছিল । সেগুলি বাংলাদেশ পাচারের পরিকল্পনা ছিল । তবে তার আগেই গোপন সূত্রে খবর পায় পুলিশ । সাজুরমোড় থেকে তিনজনকে গ্রেপ্তার করে ।
তাদের থেকে বাজেয়াপ্ত হয়েছে দেড় হাজার বোতল নিষিদ্ধ কাফ শিরাপ । প্রসেনজিৎ ও ফিটু যথাক্রমে সামশেরগঞ্জ ও সুতি থানা এলাকার বাসিন্দা । কবিরুলের বাড়ি মালদার বৈষ্ণবনগরে । ধৃতদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না খতিয়ে দেখছে পুলিশ ।