ETV Bharat / jagte-raho

2 কোটি টাকা পুরস্কার দেওয়ার নামে প্রতারণার জাল, গ্রেপ্তার নাইজেরিয়ান - Naijerian

15 জুলাই রাতে দিল্লির টিগরি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রতারণা চক্রের পাণ্ডা এক নাইজেরিয়ানকে। ধৃতের নাম জন ইফে ওরফে সিমন। আজ তাকে 28 জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক৷

Naijerian
Naijerian
author img

By

Published : Jul 17, 2020, 11:40 PM IST

কলকাতা, 17 জুলাই : 2 কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে সোশাল মিডিয়াকে কাজে লাগিয়ে চলছিল প্রতারণা । 26 জুন এই রকম অভিযোগ দায়ের হয় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায়। সেই অভিযোগের ভিত্তিতে এক নাইজেরিয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জন ইফে ওরফে সিমন। 15 জুলাই রাতে তাকে দিল্লির টিগরি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । দিল্লির আদালতে পেশ করার পর ট্রানজ়িট রিমান্ডে তাকে কলকাতায় আনা হয় । আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক 28 জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।

অভিযোগকারী ভুল বুঝে ওই মেইলে যোগাযোগ করলে তাকে নাম-ঠিকানা, মোবাইল নম্বর, বয়স- সমস্ত ডিটেলস পাঠাতে বলা হয়৷ যদিও মেইলের ধরন দেখে সন্দেহ হয় অভিযোগকারীর। তিনি পুরো বিষয়টি লালবাজারের সাইবার ক্রাইম থানায় জানান। দ্রুত তদন্তে নামে কলকাতা পুলিশ। বোঝা যায়, চক্রটি দিল্লি থেকে অপারেট হচ্ছে। টেকনোলজিকে কাজে লাগিয়ে শুরু হয় ওই চক্রের পান্ডার খোঁজ। তারপরেই গ্রেপ্তার করা হয় সিমনকে।

ইন্টারনেটকে কাজে লাগিয়ে প্রতারণায় নেমেছে নাইজেরিয়ার একটি গ্রুপ৷ পৃথিবীজুড়ে সেই ক্রাইমের নাম দেওয়া হয়েছে নাইজেরিয়ান ফ্রড। ভারতীয় দণ্ডবিধিতে প্রতারণা সংক্রান্ত বিষয়ের উল্লেখ রয়েছে 420 ধারায়। নাইজেরিয়ায় সেটি 419।

কলকাতা, 17 জুলাই : 2 কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে সোশাল মিডিয়াকে কাজে লাগিয়ে চলছিল প্রতারণা । 26 জুন এই রকম অভিযোগ দায়ের হয় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায়। সেই অভিযোগের ভিত্তিতে এক নাইজেরিয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জন ইফে ওরফে সিমন। 15 জুলাই রাতে তাকে দিল্লির টিগরি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । দিল্লির আদালতে পেশ করার পর ট্রানজ়িট রিমান্ডে তাকে কলকাতায় আনা হয় । আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক 28 জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।

অভিযোগকারী ভুল বুঝে ওই মেইলে যোগাযোগ করলে তাকে নাম-ঠিকানা, মোবাইল নম্বর, বয়স- সমস্ত ডিটেলস পাঠাতে বলা হয়৷ যদিও মেইলের ধরন দেখে সন্দেহ হয় অভিযোগকারীর। তিনি পুরো বিষয়টি লালবাজারের সাইবার ক্রাইম থানায় জানান। দ্রুত তদন্তে নামে কলকাতা পুলিশ। বোঝা যায়, চক্রটি দিল্লি থেকে অপারেট হচ্ছে। টেকনোলজিকে কাজে লাগিয়ে শুরু হয় ওই চক্রের পান্ডার খোঁজ। তারপরেই গ্রেপ্তার করা হয় সিমনকে।

ইন্টারনেটকে কাজে লাগিয়ে প্রতারণায় নেমেছে নাইজেরিয়ার একটি গ্রুপ৷ পৃথিবীজুড়ে সেই ক্রাইমের নাম দেওয়া হয়েছে নাইজেরিয়ান ফ্রড। ভারতীয় দণ্ডবিধিতে প্রতারণা সংক্রান্ত বিষয়ের উল্লেখ রয়েছে 420 ধারায়। নাইজেরিয়ায় সেটি 419।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.