ETV Bharat / jagte-raho

বাগুইআটিতে বধূর অস্বাভাবিক মৃত্যু - undefined

বাগুইআটি থানার তেঘরিয়া এলাকায় আজ দুপুরে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাম ফুলু দেবী(40)।

বাগুইআটিতে বধূর অস্বাভাবিক মৃত্যু
author img

By

Published : Mar 31, 2019, 12:09 AM IST

বাগুইআটি, 30 মার্চ : বাগুইআটি থানার তেঘরিয়া এলাকায় আজ দুপুরে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাম ফুলুদেবী (40) জানা গেছে। গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ফুলু তাঁর স্বামী এবং তিন সন্তানের সঙ্গে থাকত। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে তাকে। ফুলুর স্বামী কালীচন্দ্র যাদব পলাতক। বিহারের বাসিন্দা কালীচন্দ্র গত পাঁচ বছর ধরে তেঘরিয়াতে ভাড়া থাকত।

বাগুইআটিতে বধূর অস্বাভাবিক মৃত্যু

আজ সকালে ওই বাড়ির মালকিনের কাছে ফুলুদেবীর এক সন্তান এসে জানায় যে, তার মা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এর পরেই বাড়ির মালকিন ঘরে ঢুকে দেখতে পান ফুলুর মৃতদেহ খাটে পড়ে রয়েছে। গলায় কালসিটে।
বাগুইআটি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠায়। মৃতের স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বাগুইআটি, 30 মার্চ : বাগুইআটি থানার তেঘরিয়া এলাকায় আজ দুপুরে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাম ফুলুদেবী (40) জানা গেছে। গৃহবধূর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ফুলু তাঁর স্বামী এবং তিন সন্তানের সঙ্গে থাকত। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে তাকে। ফুলুর স্বামী কালীচন্দ্র যাদব পলাতক। বিহারের বাসিন্দা কালীচন্দ্র গত পাঁচ বছর ধরে তেঘরিয়াতে ভাড়া থাকত।

বাগুইআটিতে বধূর অস্বাভাবিক মৃত্যু

আজ সকালে ওই বাড়ির মালকিনের কাছে ফুলুদেবীর এক সন্তান এসে জানায় যে, তার মা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। এর পরেই বাড়ির মালকিন ঘরে ঢুকে দেখতে পান ফুলুর মৃতদেহ খাটে পড়ে রয়েছে। গলায় কালসিটে।
বাগুইআটি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠায়। মৃতের স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Intro:সৌগত রায়ের সমর্থনে বিরাটি তে মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে কয়েক হাজার মহিলা কর্মীরা মিছিলে পা মেলায়। মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


Body:তিনি বলেন দমদম থেকে সৌগত রায়ের জয় নিশ্চিত। মহিলা পুরুষ বয়স নির্বিশেষে সৌগত রায়ের সমর্থনে নেমেছে। বিরাটি পাঠান পুর মোড় থেকে মহাজাতি অব্দি প্রায় দুই কিলোমিটার মিছিলে পা মেলান কয়েক হাজার মহিলা ও পুরুষ। মহাজাতি মাঠে এদিন মিছিল শেষে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সেই সভায় বক্তব্য রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য সৌগত রায় প্রমূখ।


Conclusion:গতকাল দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য এর উপর হামলা করা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই মিছিলে হামলা চালায় । এ বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন গতকাল আমি অযোধ্যায় ছিলাম সেখানেই খবর পেয়েছি খোঁজ নিয়ে দেখছি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.