সোনারপুর,1 মার্চ : সোনারপুরে ছেলের হাতে খুন মা ৷ নিহতের নাম কাননবালা কর্মকার (81) । আজ সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার অন্তর্গত কামরাবাদ শরৎ সরণী দক্ষিণ পাড়ায় । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনায় অভিযুক্ত বৃদ্ধার বড় ছেলে তারকনাথ কর্মকার । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তারকনাথ । এ নিয়ে পরিবারে সদস্যদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তেন তিনি । এদিন সকালে মায়ের সঙ্গে বচসা শুরু হলে ধারালো দাঁ দিয়ে আচমকাই মাকে কোপ মারে অভিযুক্ত । ঘটনাস্থানেই মৃত্যু হয় কাননবালা দেবীর । খবর দেওয়া হয় সোনারপুর থানায়৷ সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । তদন্ত শুরু হয়েছে ৷
মৃত বৃদ্ধার নাত-বৌ পূজা কর্মকার বলেন, ‘‘ঘটনায় আমরা আতঙ্কিত ৷ আমি চাই আমার জ্যাঠাশ্বশুরের শাস্তি হোক ৷’’