ETV Bharat / jagte-raho

নদীর ধারে ব্যবসায়ীর ব্যাগ ও বাইক, ডুবুরি নামিয়ে তল্লাশি - undefined

সুভাষ সামন্ত নামে এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ী গতকাল থেকে নিখোঁজ।

নিখোঁজ ব্যবসায়ী
author img

By

Published : Mar 18, 2019, 8:46 PM IST

তারকেশ্বর, ১৮ মার্চ : সুভাষ সামন্ত নামে এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ী গতকাল থেকে নিখোঁজ। তাঁর বাড়ি তারকেশ্বরের আঁকরগড়িয়া গ্রামে। পরিবারের আশঙ্কা তাঁকে খুন করা হয়েছে। তাঁর দেহের খোঁজে ডুবুরি নামিয়ে আজ তল্লাশি চালানো হয় দামোদরে।

গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন সুভাষবাবু। পরিবারের তরফে সুভাষবাবুর পরিচিত দুই ব্যক্তির বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে সম্ভবত সুভাষবাবুকে খুন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আজ বিকাল ৫টা নাগাদ নদীর ধারে একটি ব্যাগ ও বাইক দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেখে ব্যাগ ও বাইকটি সুভাষবাবুর। এরপর পুলিশ সাহাচক মনসাতলা ঘাট এলাকায় দামোদর নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। পরিবারের দাবি, ব্যাগে ২০ হাজার টাকা, ATM কার্ড ছিল। কিন্তু সেগুলি পাওয়া যায়নি।

তারকেশ্বর, ১৮ মার্চ : সুভাষ সামন্ত নামে এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ী গতকাল থেকে নিখোঁজ। তাঁর বাড়ি তারকেশ্বরের আঁকরগড়িয়া গ্রামে। পরিবারের আশঙ্কা তাঁকে খুন করা হয়েছে। তাঁর দেহের খোঁজে ডুবুরি নামিয়ে আজ তল্লাশি চালানো হয় দামোদরে।

গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন সুভাষবাবু। পরিবারের তরফে সুভাষবাবুর পরিচিত দুই ব্যক্তির বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে সম্ভবত সুভাষবাবুকে খুন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আজ বিকাল ৫টা নাগাদ নদীর ধারে একটি ব্যাগ ও বাইক দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেখে ব্যাগ ও বাইকটি সুভাষবাবুর। এরপর পুলিশ সাহাচক মনসাতলা ঘাট এলাকায় দামোদর নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। পরিবারের দাবি, ব্যাগে ২০ হাজার টাকা, ATM কার্ড ছিল। কিন্তু সেগুলি পাওয়া যায়নি।


Shivamogga (Karnataka), Mar 18 (ANI): At one side where people are paying obeisance to Hindu Gods, on the other side the verses of holy Quran are being read.This is not the description of two holy sites but of one site with two different beliefs entering into full communion with each other. Located around 30 kilometres away from Shivmogga district in Bengaluru in the village of Hanagree, the temple of God Butrai and Chandeswari and the shrine of Hazrat Sayyid Sadath are built in the same compound and are thronged by both Hindu and Muslim devotees.It is believed that both the Gods were very close to the saint and thus their place of worship is also built in the same premise.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.