তারকেশ্বর, ১৮ মার্চ : সুভাষ সামন্ত নামে এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ী গতকাল থেকে নিখোঁজ। তাঁর বাড়ি তারকেশ্বরের আঁকরগড়িয়া গ্রামে। পরিবারের আশঙ্কা তাঁকে খুন করা হয়েছে। তাঁর দেহের খোঁজে ডুবুরি নামিয়ে আজ তল্লাশি চালানো হয় দামোদরে।
গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন সুভাষবাবু। পরিবারের তরফে সুভাষবাবুর পরিচিত দুই ব্যক্তির বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে সম্ভবত সুভাষবাবুকে খুন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আজ বিকাল ৫টা নাগাদ নদীর ধারে একটি ব্যাগ ও বাইক দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেখে ব্যাগ ও বাইকটি সুভাষবাবুর। এরপর পুলিশ সাহাচক মনসাতলা ঘাট এলাকায় দামোদর নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। পরিবারের দাবি, ব্যাগে ২০ হাজার টাকা, ATM কার্ড ছিল। কিন্তু সেগুলি পাওয়া যায়নি।