ভোপাল, 21 জুলাই : ফের গণপিটুনিতে মৃত্যু ৷ মধ্যপ্রদেশের নিমচ জেলার কুকদেশ্বর থানার অন্তর্গত লাসুদি অন্তরি গ্রামের ঘটনা ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ময়ূর চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান হিরালাল বানছড়া নামে এক ব্যক্তি ৷ বয়স 58 । তাঁর আরও তিন সঙ্গী পালিয়ে গেলেও তাঁকে ধরে ফেলে উত্তেজিত গ্রামবাসীরা । প্রথমে তাঁর পোশাক খুলে নেওয়া হয় ৷ তারপর বেধড়ক মারধর করা হয় ৷
পুলিশে খবর দিয়েছিলেন গ্রামেরই কেউ ৷ ফোন পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সেখানেই মৃত্যু হয় ওই দলিত ব্যক্তির ৷
নিমচের পুলিশ সুপার রাকেশ সাগর জানান, হিরালালকে খুনের ঘটনায় অভিযুক্ত 10 জন ৷ এর মধ্যে ন'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, হিংসা ছড়ানো ছাড়াও তপসিলি জাতি জনজাতির বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধী আইনের আওতায় মামলা করা হয়েছে ।
ভারতীয় দণ্ডবিধিতে ময়ূর শিকার, চুরি বা মারা অপরাধ । এদিকে হিরালালের ছেলে রাহুল ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধেও বন্যপ্রাণ সুরক্ষা আইনের আওতায় মামলা করা হয়েছে ৷ তবে রাহুল ও তাঁর সঙ্গীরা পলাতক বলে জানিয়েছে পুলিশ ।
দেশজুড়ে গণপ্রহারে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ৷ মধ্যপ্রদেশেও ঘটেছে একের পর এক ঘটনা ৷ কয়েকদিন আগেই নিমচ জেলায় ছাগুল চুরিতে অভিযুক্ত তিন জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল ৷ রায়সানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর করার পর ভোপালের হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷