ETV Bharat / jagte-raho

ময়ূর চুরির অভিযোগ, মধ্যপ্রদেশে পিটিয়ে খুন ব্যক্তিকে

মধ্যপ্রদেশে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির ৷ অভিযোগ ছিল ময়ূর চুরির

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 21, 2019, 8:36 AM IST

ভোপাল, 21 জুলাই : ফের গণপিটুনিতে মৃত্যু ৷ মধ্যপ্রদেশের নিমচ জেলার কুকদেশ্বর থানার অন্তর্গত লাসুদি অন্তরি গ্রামের ঘটনা ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ময়ূর চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান হিরালাল বানছড়া নামে এক ব্যক্তি ৷ বয়স 58 । তাঁর আরও তিন সঙ্গী পালিয়ে গেলেও তাঁকে ধরে ফেলে উত্তেজিত গ্রামবাসীরা । প্রথমে তাঁর পোশাক খুলে নেওয়া হয় ৷ তারপর বেধড়ক মারধর করা হয় ৷

পুলিশে খবর দিয়েছিলেন গ্রামেরই কেউ ৷ ফোন পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সেখানেই মৃত্যু হয় ওই দলিত ব্যক্তির ৷

নিমচের পুলিশ সুপার রাকেশ সাগর জানান, হিরালালকে খুনের ঘটনায় অভিযুক্ত 10 জন ৷ এর মধ্যে ন'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, হিংসা ছড়ানো ছাড়াও তপসিলি জাতি জনজাতির বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধী আইনের আওতায় মামলা করা হয়েছে ।

ভারতীয় দণ্ডবিধিতে ময়ূর শিকার, চুরি বা মারা অপরাধ । এদিকে হিরালালের ছেলে রাহুল ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধেও বন্যপ্রাণ সুরক্ষা আইনের আওতায় মামলা করা হয়েছে ৷ তবে রাহুল ও তাঁর সঙ্গীরা পলাতক বলে জানিয়েছে পুলিশ ।

দেশজুড়ে গণপ্রহারে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ৷ মধ্যপ্রদেশেও ঘটেছে একের পর এক ঘটনা ৷ কয়েকদিন আগেই নিমচ জেলায় ছাগুল চুরিতে অভিযুক্ত তিন জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল ৷ রায়সানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর করার পর ভোপালের হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

ভোপাল, 21 জুলাই : ফের গণপিটুনিতে মৃত্যু ৷ মধ্যপ্রদেশের নিমচ জেলার কুকদেশ্বর থানার অন্তর্গত লাসুদি অন্তরি গ্রামের ঘটনা ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ময়ূর চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান হিরালাল বানছড়া নামে এক ব্যক্তি ৷ বয়স 58 । তাঁর আরও তিন সঙ্গী পালিয়ে গেলেও তাঁকে ধরে ফেলে উত্তেজিত গ্রামবাসীরা । প্রথমে তাঁর পোশাক খুলে নেওয়া হয় ৷ তারপর বেধড়ক মারধর করা হয় ৷

পুলিশে খবর দিয়েছিলেন গ্রামেরই কেউ ৷ ফোন পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সেখানেই মৃত্যু হয় ওই দলিত ব্যক্তির ৷

নিমচের পুলিশ সুপার রাকেশ সাগর জানান, হিরালালকে খুনের ঘটনায় অভিযুক্ত 10 জন ৷ এর মধ্যে ন'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, হিংসা ছড়ানো ছাড়াও তপসিলি জাতি জনজাতির বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধী আইনের আওতায় মামলা করা হয়েছে ।

ভারতীয় দণ্ডবিধিতে ময়ূর শিকার, চুরি বা মারা অপরাধ । এদিকে হিরালালের ছেলে রাহুল ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধেও বন্যপ্রাণ সুরক্ষা আইনের আওতায় মামলা করা হয়েছে ৷ তবে রাহুল ও তাঁর সঙ্গীরা পলাতক বলে জানিয়েছে পুলিশ ।

দেশজুড়ে গণপ্রহারে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে ৷ মধ্যপ্রদেশেও ঘটেছে একের পর এক ঘটনা ৷ কয়েকদিন আগেই নিমচ জেলায় ছাগুল চুরিতে অভিযুক্ত তিন জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল ৷ রায়সানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর করার পর ভোপালের হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

Dharbhanga (Bihar), Jul 21 (ANI): Residents of Dhadhiya village have lost everything in recent flood in Bihar's Dharbhanga district. Entire village is forced to move to safe place with their belongings. Many people have lost their houses, cattles and other possessions. They are using temporary arrangements to keep their family and cattles safe. Floods in Bihar have, reportedly, killed more than 90 people and displaced 11.5 million people. The state government has said that the relief and rehabilitation program is in full swing. The monsoon brings heavy rains to South Asia between June and October, often triggering floods later in the season.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.