ETV Bharat / jagte-raho

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিদেশি

প্রোফাইলে ভুয়ো ছবি দিয়ে, অভিযুক্ত নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয় । তারপর শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে যুবতিকে ফোন করে মোট 80 হাজারের বেশি টাকা নেয় ।

প্রতারণা
প্রতারণা
author img

By

Published : Dec 21, 2020, 10:08 AM IST

বিধাননগর, 21 ডিসেম্বর : ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নাইজেরিয়ান ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । ধৃতের নাম ইডইউন নাগস্টেইন আনিদে । সোশাল মিডিয়ায় নিউটাউনের বাসিন্দা এক যুবতির সঙ্গে যোগাযোগ হয় অভিযুক্তের । প্রোফাইলে ভুয়ো ছবি দিয়ে, নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয় সে । যুবতিকে বিয়ের প্রস্তাবও দেয় ওই ব্যক্তি ।

তারপর থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ শুরু হয় দুইজনের । ওই নাইজেরিয়ান ব্যক্তি যুবতিকে জানায় তার জন্য গয়না পাঠাচ্ছে । এরপর দিল্লি বিমানবন্দর থেকে শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে যুবতিকে ফোন করে ওই নাইজেরিয়ান ব্যক্তি । এবং জানায়, তার একটি পার্সেল এসেছে যেটা নেওয়ার জন্য তাকে টাকা দিতে হবে। সব মিলিয়ে চারবারে 80 হাজার 800 টাকা নেয় । এরপর শুল্ক দপ্তরের আধিকারিক পরিচয় দেওয়া ব্যক্তির ফোন নম্বর বন্ধ হয়ে যায় । সন্দেহ হতে ওই যুবতি বিধান নগর সাইবার ক্রাইম থানায় 1 আগস্ট লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগের ভিত্তিতে গতকাল হরিয়ানার ফরিদাবাদ থেকে নাইজেরিয়ান ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ মনে করছে অন্তর্দেশীয় চক্র এর পিছনে কাজ করছে । তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

বিধাননগর, 21 ডিসেম্বর : ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নাইজেরিয়ান ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । ধৃতের নাম ইডইউন নাগস্টেইন আনিদে । সোশাল মিডিয়ায় নিউটাউনের বাসিন্দা এক যুবতির সঙ্গে যোগাযোগ হয় অভিযুক্তের । প্রোফাইলে ভুয়ো ছবি দিয়ে, নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয় সে । যুবতিকে বিয়ের প্রস্তাবও দেয় ওই ব্যক্তি ।

তারপর থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ শুরু হয় দুইজনের । ওই নাইজেরিয়ান ব্যক্তি যুবতিকে জানায় তার জন্য গয়না পাঠাচ্ছে । এরপর দিল্লি বিমানবন্দর থেকে শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে যুবতিকে ফোন করে ওই নাইজেরিয়ান ব্যক্তি । এবং জানায়, তার একটি পার্সেল এসেছে যেটা নেওয়ার জন্য তাকে টাকা দিতে হবে। সব মিলিয়ে চারবারে 80 হাজার 800 টাকা নেয় । এরপর শুল্ক দপ্তরের আধিকারিক পরিচয় দেওয়া ব্যক্তির ফোন নম্বর বন্ধ হয়ে যায় । সন্দেহ হতে ওই যুবতি বিধান নগর সাইবার ক্রাইম থানায় 1 আগস্ট লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগের ভিত্তিতে গতকাল হরিয়ানার ফরিদাবাদ থেকে নাইজেরিয়ান ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ মনে করছে অন্তর্দেশীয় চক্র এর পিছনে কাজ করছে । তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.