ETV Bharat / jagte-raho

পাটুলিতে উদ্ধার মা-ছেলের পচাগলা দেহ

সাতদিন আগে শেষ বার দেখা গিয়েছিল শুভময় মিত্রকে । তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, মৃতদেহগুলি অন্তত সাতদিনের পুরানো । সেই কারণে দেহে পচনের সঙ্গে পোকা পর্যন্ত ধরে গেছে ।

patuli
patuli
author img

By

Published : Oct 16, 2020, 11:46 AM IST

Updated : Oct 16, 2020, 11:56 AM IST

কলকাতা, 16 অক্টোবর : পাটুলির কানুনগো পার্কে উদ্ধার হল জোড়া মৃতদেহ । দুটি দেহেই পচন ধরেছে । রহস্যজনক এই দেহ উদ্ধার নিয়ে তদন্তে নেমেছে পাটুলি থানা । ইতিমধ্যেই দেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।



পুলিশ সূত্রে খবর, গতরাতে পাটুলি থানায় ফোন করেন কানুনগো পার্কের এক বাসিন্দা । জানান, পি 36 কানুনগো পার্কের বাড়ি থেকে আসছে পচা গন্ধ । দ্রুত সেখানে যায় পুলিশ । তখন ওই বাড়ির সামনে ভিড় জমে গেছে । ওই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই পুলিশ দেখতে পায় এক বৃদ্ধের মৃতদেহ পড়ে রয়েছে । জানা যায় তাঁর নাম মঞ্জুশ্রী মিত্র । বয়স 88 বছর । তাঁর শরীরে এতটাই পচন ধরেছে যে, তাতে কিলবিল করছে পোকা। দোতলা বাড়িটি আরও খুঁজে দেখতে পাওয়া যায় আরও একটি দেহ । জানা যায়, মৃতের নাম শুভময় মিত্র । তাঁর বয়স 50 বছর । ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শুভময়কে । মৃত দুজন সম্পর্কে মা-ছেলে ।

স্থানীয় এক বাসিন্দা শংকরানন্দ গুহ এ প্রসঙ্গে জানান, শুভময়ের লেক মার্কেট একটি বইয়ের দোকান ছিল । ভাড়া নিয়ে চালাতেন তিনি ওই দোকান । অবিবাহিত শুভময় থাকতেন মাকে নিয়ে । দোকানের আয়ে মা-ছেলের দিন গুজরান হত । সম্প্রতি সেই দোকান বেদখল হয়ে যায় । তারপর শুভময় কলকাতা কর্পোরেশনের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন । পুরো ঘটনা নিয়ে মানসিক অবসাদ ছিল শুভময়ের ।



স্থানীয়রা জানাচ্ছেন, সাতদিন আগে শেষ বার দেখা গিয়েছিল শুভময়কে । তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, এই দেহগুলি অন্তত সাতদিনের পুরানো । সেই কারণে দেহে পচনের সঙ্গে পোকা পর্যন্ত ধরে গেছে । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দুজনেই আত্মহত্যা করে থাকতে পারেন । আবার মাকে মেরে আত্মঘাতী হতে পারেন শুভময় । এই ঘটনায় তৃতীয় ব্যক্তির কোনও হাত আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 16 অক্টোবর : পাটুলির কানুনগো পার্কে উদ্ধার হল জোড়া মৃতদেহ । দুটি দেহেই পচন ধরেছে । রহস্যজনক এই দেহ উদ্ধার নিয়ে তদন্তে নেমেছে পাটুলি থানা । ইতিমধ্যেই দেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।



পুলিশ সূত্রে খবর, গতরাতে পাটুলি থানায় ফোন করেন কানুনগো পার্কের এক বাসিন্দা । জানান, পি 36 কানুনগো পার্কের বাড়ি থেকে আসছে পচা গন্ধ । দ্রুত সেখানে যায় পুলিশ । তখন ওই বাড়ির সামনে ভিড় জমে গেছে । ওই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই পুলিশ দেখতে পায় এক বৃদ্ধের মৃতদেহ পড়ে রয়েছে । জানা যায় তাঁর নাম মঞ্জুশ্রী মিত্র । বয়স 88 বছর । তাঁর শরীরে এতটাই পচন ধরেছে যে, তাতে কিলবিল করছে পোকা। দোতলা বাড়িটি আরও খুঁজে দেখতে পাওয়া যায় আরও একটি দেহ । জানা যায়, মৃতের নাম শুভময় মিত্র । তাঁর বয়স 50 বছর । ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শুভময়কে । মৃত দুজন সম্পর্কে মা-ছেলে ।

স্থানীয় এক বাসিন্দা শংকরানন্দ গুহ এ প্রসঙ্গে জানান, শুভময়ের লেক মার্কেট একটি বইয়ের দোকান ছিল । ভাড়া নিয়ে চালাতেন তিনি ওই দোকান । অবিবাহিত শুভময় থাকতেন মাকে নিয়ে । দোকানের আয়ে মা-ছেলের দিন গুজরান হত । সম্প্রতি সেই দোকান বেদখল হয়ে যায় । তারপর শুভময় কলকাতা কর্পোরেশনের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন । পুরো ঘটনা নিয়ে মানসিক অবসাদ ছিল শুভময়ের ।



স্থানীয়রা জানাচ্ছেন, সাতদিন আগে শেষ বার দেখা গিয়েছিল শুভময়কে । তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, এই দেহগুলি অন্তত সাতদিনের পুরানো । সেই কারণে দেহে পচনের সঙ্গে পোকা পর্যন্ত ধরে গেছে । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দুজনেই আত্মহত্যা করে থাকতে পারেন । আবার মাকে মেরে আত্মঘাতী হতে পারেন শুভময় । এই ঘটনায় তৃতীয় ব্যক্তির কোনও হাত আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Oct 16, 2020, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.