ETV Bharat / jagte-raho

5 নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার 6 - পুদুচেরি

পাঁচ নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে POCSO আইনে ছয়জনকে গ্রেপ্তার করল পুলিশ। নির্যাতিতাদের গত মাসে একজন লোকের কাছে বিক্রি করেছিলেন তাদের বাবা-মা।

POCSO Act
POCSO Act
author img

By

Published : Nov 10, 2020, 7:46 PM IST

পুদুচেরি, 10 নভেম্বর : পাঁচ নাবালিকাকে যৌন নির্যাতনেন অভিযোগে ছয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুদুচেরি পুলিশ। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই নাবালিকাদের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তাদের বাবা-মা। ওই ব্যক্তি নাবালিকাদের তার খামারে শ্রমিকের কাজ করাত। সেখানেই তাদের যৌন নির্যাতন করা হয়।

সূত্র মারফত সেই খবর পেয়ে গতমাসে পুুদুচেরি শিশু কল্যাণ কমিটি প্রথমে দুইজন নাবালিকাকে উদ্ধার করে। কিছু দিন পর বাকিদের। সবকটি নাবালিকাকেই প্রথমে চাইল্ড কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রাজীব গান্ধি সরকারি শিশু হাসপাতলে শারীরিক পরীক্ষা ও চিকিৎসা করা হয়।

পুলিশের ওই আধিকারিক বলেন, নাবালিকারা পুলিশকে জানায় ছয়জন ব্যক্তি তাদের যৌন নির্যাতন করে এবং তাদের জোর করে শ্রমিকের কাজ করানো হত ওই খামারে। তিনি আরও বলেন, তারপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে।

পুদুচেরি, 10 নভেম্বর : পাঁচ নাবালিকাকে যৌন নির্যাতনেন অভিযোগে ছয়জন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুদুচেরি পুলিশ। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই নাবালিকাদের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তাদের বাবা-মা। ওই ব্যক্তি নাবালিকাদের তার খামারে শ্রমিকের কাজ করাত। সেখানেই তাদের যৌন নির্যাতন করা হয়।

সূত্র মারফত সেই খবর পেয়ে গতমাসে পুুদুচেরি শিশু কল্যাণ কমিটি প্রথমে দুইজন নাবালিকাকে উদ্ধার করে। কিছু দিন পর বাকিদের। সবকটি নাবালিকাকেই প্রথমে চাইল্ড কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রাজীব গান্ধি সরকারি শিশু হাসপাতলে শারীরিক পরীক্ষা ও চিকিৎসা করা হয়।

পুলিশের ওই আধিকারিক বলেন, নাবালিকারা পুলিশকে জানায় ছয়জন ব্যক্তি তাদের যৌন নির্যাতন করে এবং তাদের জোর করে শ্রমিকের কাজ করানো হত ওই খামারে। তিনি আরও বলেন, তারপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.