ETV Bharat / international

Youtube New CEO Neel Mohan: ইউটিউবের নয়া সিইও ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন, জানুন তাঁর পরিচয়-বেতন - সুসান ওয়াজসিকি

ইউটিউবের সিইও পদ থেকে পদত্যাগ করেছেন সুসান ওয়াজসিকি । এ বার সেই দায়িত্ব উঠেছে নীল মোহনের কাঁধে । ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন (Youtube New CEO Neel Mohan) ইউটিউবের নতুন সিইও এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন । আসুন জেনে নিই কে এই নীল মোহন ।

Neel Mohan ETV Bharat
নীল মোহন
author img

By

Published : Feb 17, 2023, 12:51 PM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: ইউটিউবের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হচ্ছেন ভারতীয়-আমেরিকান নীল মোহন (Youtube New CEO Neel Mohan)৷ সুসান ওয়াজসিকির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি ৷ বৃহস্পতিবার সুসান ঘোষণা করেন যে, তিনি তাঁর পদ থেকে সরে যাচ্ছেন । এ বার পরিবার ও নিজস্ব কাজেই মন দিতে চান 54 বছরের সুসান ৷ 25 বছর ধরে ইউটিউবের সিইও ছিলেন তিনি । এ বার তাঁর সেই দায়িত্ব সামলাবেন নীল মোহন ৷

ফের শীর্ষে ভারতীয়: যে সংস্থাগুলির প্রভাব বিশ্বজুড়ে সর্বাধিক, সে রকম আরও একটি সংস্থার মাথায় ফের এক ভারতীয় ৷ মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের পর তালিকায় এ বার জুড়ল আরও এক নাম ৷ ইন্দ্রা নুয়ী 2018 সালে পদত্যাগ করার আগে 12 বছর পেপসিকোর সিইও হিসাবে কাজ করেছেন ।

কে এই নীল মোহন ? নীল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন । তিনি তাঁর পূর্বসূরী সুসান ওজসিকির দীর্ঘদিনের সহকর্মী ৷ দুজনেই ডবলক্লিক অধিগ্রহণের মাধ্যমে 2007 সালে গুগলে (Google)-এ যোগ দেন । নীল মোহন 2008 সালে ইউটিউবে যোগ দেন এবং 2013 সালে কোম্পানি তাঁকে 544 কোটি টাকা বোনাস অফার করে ।

আরও পড়ুন: ভারত তাঁর অন্তরের গভীরে রয়েছে, সাক্ষাৎকারে আবেগপ্রবণ গুগল কর্তা

এরপর 2015 সালে ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে নিযুক্ত হন নীল মোহন । যাঁর অধীনে তিনি ইউটিউব শর্টস, মিউজিক এবং সাবস্ক্রিপশন বাড়ানোর দিকে মনোযোগ দেন । পূর্বে মোহন মাইক্রোসফ্টের সঙ্গে কাজ করেছেন এবং স্টিচ ফিক্স, জিনোমিক্স এবং বায়োটেকনোলজি কোম্পানি 23andMe.5-এর বোর্ড সদস্য ছিলেন তিনি ।

পূর্বসূরীকে ধন্যবাদ জানান নীল: নতুন পদ পাওয়ার পর নীল মোহন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন সুসান ওজসিকিকে । তিনি লিখেছেন যে, "বছরের পর বছর ধরে আপনার সঙ্গে কাজ করায় একটা ভালো অভিজ্ঞতা হয়েছে । আপনি ইউটিউবকে স্রষ্টা এবং দর্শকদের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করেছেন । আমি এই কাজ এবং মিশন চালিয়ে যেতে প্রস্তুত ৷ পরবর্তীতে কী হবে, তার জন্য অপেক্ষা করছি...৷"

  • Thank you, @SusanWojcicki. It's been amazing to work with you over the years. You've built YouTube into an extraordinary home for creators and viewers. I'm excited to continue this awesome and important mission. Looking forward to what lies ahead... https://t.co/Rg5jXv1NGb

    — Neal Mohan (@nealmohan) February 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশাল বোনাস দিল গুগল: নীল মোহন চলতি বছরে গুগলে আনুমানিক 7 বিলিয়ন ডলার আয় করার পূর্বাভাস দিয়েছেন । ফার্স্টপোস্টের খবর অনুযায়ী, টুইটার একটি ভালো পদ অফার করেছিল তাঁকে ৷ তাঁকে সেই পদে যাওয়া থেকে বিরত করতে, 100 মিলিয়ন ডলারের বিশাল বোনাস দিয়েছে গুগল ৷ ভারতীয় মুদ্রায় যার বর্তমান মূল্য 828 কোটি টাকারও বেশি ।

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: ইউটিউবের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হচ্ছেন ভারতীয়-আমেরিকান নীল মোহন (Youtube New CEO Neel Mohan)৷ সুসান ওয়াজসিকির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি ৷ বৃহস্পতিবার সুসান ঘোষণা করেন যে, তিনি তাঁর পদ থেকে সরে যাচ্ছেন । এ বার পরিবার ও নিজস্ব কাজেই মন দিতে চান 54 বছরের সুসান ৷ 25 বছর ধরে ইউটিউবের সিইও ছিলেন তিনি । এ বার তাঁর সেই দায়িত্ব সামলাবেন নীল মোহন ৷

ফের শীর্ষে ভারতীয়: যে সংস্থাগুলির প্রভাব বিশ্বজুড়ে সর্বাধিক, সে রকম আরও একটি সংস্থার মাথায় ফের এক ভারতীয় ৷ মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের পর তালিকায় এ বার জুড়ল আরও এক নাম ৷ ইন্দ্রা নুয়ী 2018 সালে পদত্যাগ করার আগে 12 বছর পেপসিকোর সিইও হিসাবে কাজ করেছেন ।

কে এই নীল মোহন ? নীল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেছেন । তিনি তাঁর পূর্বসূরী সুসান ওজসিকির দীর্ঘদিনের সহকর্মী ৷ দুজনেই ডবলক্লিক অধিগ্রহণের মাধ্যমে 2007 সালে গুগলে (Google)-এ যোগ দেন । নীল মোহন 2008 সালে ইউটিউবে যোগ দেন এবং 2013 সালে কোম্পানি তাঁকে 544 কোটি টাকা বোনাস অফার করে ।

আরও পড়ুন: ভারত তাঁর অন্তরের গভীরে রয়েছে, সাক্ষাৎকারে আবেগপ্রবণ গুগল কর্তা

এরপর 2015 সালে ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে নিযুক্ত হন নীল মোহন । যাঁর অধীনে তিনি ইউটিউব শর্টস, মিউজিক এবং সাবস্ক্রিপশন বাড়ানোর দিকে মনোযোগ দেন । পূর্বে মোহন মাইক্রোসফ্টের সঙ্গে কাজ করেছেন এবং স্টিচ ফিক্স, জিনোমিক্স এবং বায়োটেকনোলজি কোম্পানি 23andMe.5-এর বোর্ড সদস্য ছিলেন তিনি ।

পূর্বসূরীকে ধন্যবাদ জানান নীল: নতুন পদ পাওয়ার পর নীল মোহন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন সুসান ওজসিকিকে । তিনি লিখেছেন যে, "বছরের পর বছর ধরে আপনার সঙ্গে কাজ করায় একটা ভালো অভিজ্ঞতা হয়েছে । আপনি ইউটিউবকে স্রষ্টা এবং দর্শকদের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করেছেন । আমি এই কাজ এবং মিশন চালিয়ে যেতে প্রস্তুত ৷ পরবর্তীতে কী হবে, তার জন্য অপেক্ষা করছি...৷"

  • Thank you, @SusanWojcicki. It's been amazing to work with you over the years. You've built YouTube into an extraordinary home for creators and viewers. I'm excited to continue this awesome and important mission. Looking forward to what lies ahead... https://t.co/Rg5jXv1NGb

    — Neal Mohan (@nealmohan) February 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশাল বোনাস দিল গুগল: নীল মোহন চলতি বছরে গুগলে আনুমানিক 7 বিলিয়ন ডলার আয় করার পূর্বাভাস দিয়েছেন । ফার্স্টপোস্টের খবর অনুযায়ী, টুইটার একটি ভালো পদ অফার করেছিল তাঁকে ৷ তাঁকে সেই পদে যাওয়া থেকে বিরত করতে, 100 মিলিয়ন ডলারের বিশাল বোনাস দিয়েছে গুগল ৷ ভারতীয় মুদ্রায় যার বর্তমান মূল্য 828 কোটি টাকারও বেশি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.