ETV Bharat / international

Turkey Earthquake Updates: তখন 7.7 তীব্রতায় কাঁপছে তুরস্কের হাসপাতাল, জীবনের ঝুঁকি নিয়ে সদ্য়োজাতদের রক্ষা নার্সদের

তুরস্কের দুই নার্সের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে, ভূমিকম্পের (Turkey Earthquake Updates) সময় গাজিয়ানটেপের একটি হাসপাতালে কীভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের বাঁচিয়েছেন ওই দুই নার্স (Nurses risk lives to protect newborns)৷

Turkey Earthquake Updates ETv Bharat
সদ্য়োজাতদের রক্ষা নার্সদের
author img

By

Published : Feb 12, 2023, 7:59 PM IST

তুরস্কে ভূমিকম্পের সময়ের সিসিটিভি ফুটেজ

গাজিয়ানটেপ (তুরস্ক), 12 ফেব্রুয়ারি: তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ৷ গত সোমবার 7.8 মাত্রার কম্পনে 28,000 জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে গোটা দেশ । ঘটনার দিনে তুরস্কের দুই নার্সের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে ৷ যেখানে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সদ্যোজাতদের রক্ষা ও উদ্ধার করতে দেখা গিয়েছে সেই নার্সদের ৷ গাজিয়ানটেপে (Earthquake in Turkey Gaziantep) 7.7 মাত্রার আফটারশক তখন নাড়িয়ে দিয়েছিল একটি হাসপাতালের ভিত ৷

ভিডিয়োটি তুরস্কের রাজনীতিবিদ ফাতমা সাহিন টুইটারে পোস্ট করেছেন ৷ সেখানে নার্সদের (Nurses risk lives to protect newborns) ভূমিকম্পের মধ্যেই আইসিইউতে ছুটে যেতে দেখা যায় এবং দু জন নার্স বেবি ইনকিউবেটরগুলিকে শক্তভাবে আঁকড়ে ধরেছেন যাতে ইনকিউবেটরগুলি ছিটকে যেতে না পারে । ওই দুই নার্সের নাম ডেভলেট নিজাম এবং গাজল ক্যালিস্কান ৷ বিল্ডিং থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে নিজেদের জীবন বাঁচানোর পরিবর্তে শিশুদের প্রাণ বাঁচানোর প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা ৷

সোমবারের ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়া জুড়ে মৃতের সংখ্যা শনিবার (স্থানীয় সময়) 28,192 এ পৌঁছেছে বলে জানিয়েছে সিএনএন । তুরস্কে মৃতের সংখ্যা 24,617 ৷ সে দেশের তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন । হোয়াইট হেলমেট সিভিল ডিফেন্স গ্রুপ জানিয়েছে, সিরিয়ায় মোট নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 3,575, যার মধ্যে 2,167 জন উত্তর-পশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রয়েছেন ৷ সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের মতে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে অতিরিক্ত 1,408 জনের মৃত্যুর খবর মিলেছে ৷

আরও পড়ুন: তুরস্কের ভূকম্পে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার ভারতীয়র দেহ

এ দিকে, 6 ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ একজন ভারতীয় নাগরিককে মালতয়ার একটি হোটেলের ধ্বংসাবশেষের নীচে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ তুরস্কের ভারতীয় দূতাবাস শনিবার একটি টুইট বার্তায় এ কথা জানিয়েছে । নিহত বিজয় কুমার তুরস্কে ব্যবসায়িক সফরে ছিলেন । তাঁর আত্মীয় গৌরব কালা বলেন, "আমরা গতকাল একটি রিপোর্ট পেয়েছি যে তাঁর লাগেজ এবং পাসপোর্ট পাওয়া গিয়েছে কিন্তু মৃতদেহ মেলেনি । আমরা তাঁর সুস্থতার জন্য আশা করছিলাম । তাঁর বাবা প্রায় এক মাস আগে মারা গিয়েছেন এবং এখন এই ঘটনা ।"

তুরস্কে ভূমিকম্পের সময়ের সিসিটিভি ফুটেজ

গাজিয়ানটেপ (তুরস্ক), 12 ফেব্রুয়ারি: তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ৷ গত সোমবার 7.8 মাত্রার কম্পনে 28,000 জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে গোটা দেশ । ঘটনার দিনে তুরস্কের দুই নার্সের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে ৷ যেখানে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সদ্যোজাতদের রক্ষা ও উদ্ধার করতে দেখা গিয়েছে সেই নার্সদের ৷ গাজিয়ানটেপে (Earthquake in Turkey Gaziantep) 7.7 মাত্রার আফটারশক তখন নাড়িয়ে দিয়েছিল একটি হাসপাতালের ভিত ৷

ভিডিয়োটি তুরস্কের রাজনীতিবিদ ফাতমা সাহিন টুইটারে পোস্ট করেছেন ৷ সেখানে নার্সদের (Nurses risk lives to protect newborns) ভূমিকম্পের মধ্যেই আইসিইউতে ছুটে যেতে দেখা যায় এবং দু জন নার্স বেবি ইনকিউবেটরগুলিকে শক্তভাবে আঁকড়ে ধরেছেন যাতে ইনকিউবেটরগুলি ছিটকে যেতে না পারে । ওই দুই নার্সের নাম ডেভলেট নিজাম এবং গাজল ক্যালিস্কান ৷ বিল্ডিং থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে নিজেদের জীবন বাঁচানোর পরিবর্তে শিশুদের প্রাণ বাঁচানোর প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা ৷

সোমবারের ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়া জুড়ে মৃতের সংখ্যা শনিবার (স্থানীয় সময়) 28,192 এ পৌঁছেছে বলে জানিয়েছে সিএনএন । তুরস্কে মৃতের সংখ্যা 24,617 ৷ সে দেশের তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন । হোয়াইট হেলমেট সিভিল ডিফেন্স গ্রুপ জানিয়েছে, সিরিয়ায় মোট নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 3,575, যার মধ্যে 2,167 জন উত্তর-পশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রয়েছেন ৷ সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের মতে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে অতিরিক্ত 1,408 জনের মৃত্যুর খবর মিলেছে ৷

আরও পড়ুন: তুরস্কের ভূকম্পে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার ভারতীয়র দেহ

এ দিকে, 6 ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ একজন ভারতীয় নাগরিককে মালতয়ার একটি হোটেলের ধ্বংসাবশেষের নীচে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ তুরস্কের ভারতীয় দূতাবাস শনিবার একটি টুইট বার্তায় এ কথা জানিয়েছে । নিহত বিজয় কুমার তুরস্কে ব্যবসায়িক সফরে ছিলেন । তাঁর আত্মীয় গৌরব কালা বলেন, "আমরা গতকাল একটি রিপোর্ট পেয়েছি যে তাঁর লাগেজ এবং পাসপোর্ট পাওয়া গিয়েছে কিন্তু মৃতদেহ মেলেনি । আমরা তাঁর সুস্থতার জন্য আশা করছিলাম । তাঁর বাবা প্রায় এক মাস আগে মারা গিয়েছেন এবং এখন এই ঘটনা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.