ETV Bharat / international

Volodymyr Zelenskyy: যুদ্ধ লড়ে বর্ষসেরা জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টকে অনন্য সম্মান - Time Magazine

ইউক্রেনের প্রেসিডেন্ট (President of Ukraine) ভলোদেমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) অনন্য খেতাব দিল টাইম (Time) পত্রিকা ৷ তাঁকে চলতি বছরের (2022) 'পার্সন অফ দ্যা ইয়ার' (Person of the Year) ঘোষণা করা হল ৷

Volodymyr Zelenskyy becomes Person of the Year by Time Magazine
Volodymyr Zelenskyy: যুদ্ধ লড়ে বর্ষসেরা জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টকে অনন্য সম্মান
author img

By

Published : Dec 7, 2022, 7:38 PM IST

Updated : Dec 7, 2022, 7:54 PM IST

নিউইয়র্ক, 7 ডিসেম্বর: ইউক্রেনের প্রেসিডেন্ট (President of Ukraine) ভলোদেমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) অনন্য সম্মান জ্ঞাপন ৷ তাঁকে বিশ্বের বর্ষসেরা ব্যক্তির শিরোপা দিল টাইম (Time) পত্রিকা ৷ জেলেনস্কি হলেন টাইম পত্রিকার চলতি বছরের (2022) 'পার্সন অফ দ্যা ইয়ার' (Person of the Year) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশাপাশি 'দ্য স্পিরিট অফ ইউক্রেন'কেও একই খেতাবে সম্মানিত করা হয়েছে ৷

প্রসঙ্গত, প্রতি বছরই বিশ্ববিখ্য়াত মার্কিন পত্রিকা টাইমের পক্ষ থেকে বর্ষসেরা ব্যক্তিদের নির্বাচন করা হয় ৷ এক্ষেত্রে সেই ব্যক্তিকেই সম্মানিত করা হয়, যিনি শেষ 12 মাসে সারা বিশ্বে সবথেকে বেশি প্রভাব ফেলেছেন ৷ উল্লেখ্য, এর আগে পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল, "যিনি খবর এবং আমাদের জীবনকে সবথেকে বেশি প্রভাবিত করেছেন, আমাদের ভালোর জন্য, অথবা আমাদের খারাপের জন্য" তাঁকেই 'পার্সন অফ দ্য ইয়ার' ঘোষণা করা হবে ৷

আরও পড়ুন: জমি ফেরত নিচ্ছে ইউক্রেন ! 3 হাজার বর্গকিলোমিটার পুনরুদ্ধার জেলেনস্কির সেনার

গত ফেব্রুয়ারি মাসে পড়শি ইউক্রেনের উপর হামলা চালায় রাশিয়া (Ukraine Russia War) ৷ তারপর অনেকেরই মনে হয়েছিল, খুব সহজেই ইউক্রেনকে গুঁড়িয়ে দেবে পুতিনের সেনা ৷ কিন্তু, বাস্তবে তেমনটা হয়নি ৷ বরং রুশবাহিনীকে নাস্তানাবুদ করে ছেড়েছে ইউক্রেনের সেনা ৷ আর সামনে থেকে সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন ভলোদেমির জেলেনস্কি ৷

যুদ্ধ চলাকালীন বহুবার ভলোদেমির জেলেনস্কি ও তাঁর পরিবারকে দেশ ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মহল ৷ তাঁদের কোনও নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল ৷ কিন্তু, ইউক্রেনের প্রেসিডেন্ট তাতে রাজি হননি ৷ বরং যুদ্ধবিধ্বস্ত দেশে থেকেই লড়াই করে গিয়েছেন ৷ তাঁর এই নেতৃত্বকে কুর্নিশ জানাতেই তাঁকে 'পার্সন অফ দ্যা ইয়ার' সম্মানে ভূষিত করল টাইম পত্রিকা ৷

নিউইয়র্ক, 7 ডিসেম্বর: ইউক্রেনের প্রেসিডেন্ট (President of Ukraine) ভলোদেমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) অনন্য সম্মান জ্ঞাপন ৷ তাঁকে বিশ্বের বর্ষসেরা ব্যক্তির শিরোপা দিল টাইম (Time) পত্রিকা ৷ জেলেনস্কি হলেন টাইম পত্রিকার চলতি বছরের (2022) 'পার্সন অফ দ্যা ইয়ার' (Person of the Year) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশাপাশি 'দ্য স্পিরিট অফ ইউক্রেন'কেও একই খেতাবে সম্মানিত করা হয়েছে ৷

প্রসঙ্গত, প্রতি বছরই বিশ্ববিখ্য়াত মার্কিন পত্রিকা টাইমের পক্ষ থেকে বর্ষসেরা ব্যক্তিদের নির্বাচন করা হয় ৷ এক্ষেত্রে সেই ব্যক্তিকেই সম্মানিত করা হয়, যিনি শেষ 12 মাসে সারা বিশ্বে সবথেকে বেশি প্রভাব ফেলেছেন ৷ উল্লেখ্য, এর আগে পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল, "যিনি খবর এবং আমাদের জীবনকে সবথেকে বেশি প্রভাবিত করেছেন, আমাদের ভালোর জন্য, অথবা আমাদের খারাপের জন্য" তাঁকেই 'পার্সন অফ দ্য ইয়ার' ঘোষণা করা হবে ৷

আরও পড়ুন: জমি ফেরত নিচ্ছে ইউক্রেন ! 3 হাজার বর্গকিলোমিটার পুনরুদ্ধার জেলেনস্কির সেনার

গত ফেব্রুয়ারি মাসে পড়শি ইউক্রেনের উপর হামলা চালায় রাশিয়া (Ukraine Russia War) ৷ তারপর অনেকেরই মনে হয়েছিল, খুব সহজেই ইউক্রেনকে গুঁড়িয়ে দেবে পুতিনের সেনা ৷ কিন্তু, বাস্তবে তেমনটা হয়নি ৷ বরং রুশবাহিনীকে নাস্তানাবুদ করে ছেড়েছে ইউক্রেনের সেনা ৷ আর সামনে থেকে সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন ভলোদেমির জেলেনস্কি ৷

যুদ্ধ চলাকালীন বহুবার ভলোদেমির জেলেনস্কি ও তাঁর পরিবারকে দেশ ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মহল ৷ তাঁদের কোনও নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল ৷ কিন্তু, ইউক্রেনের প্রেসিডেন্ট তাতে রাজি হননি ৷ বরং যুদ্ধবিধ্বস্ত দেশে থেকেই লড়াই করে গিয়েছেন ৷ তাঁর এই নেতৃত্বকে কুর্নিশ জানাতেই তাঁকে 'পার্সন অফ দ্যা ইয়ার' সম্মানে ভূষিত করল টাইম পত্রিকা ৷

Last Updated : Dec 7, 2022, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.