ETV Bharat / international

Marijuana Recovered from Venezuela: এক দশকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গাঁজা উদ্ধার ভেনেজুয়েলার সেনাবাহিনীর

ভেনেজুয়েলার সেনাবাহিনী (Venezuela Army) একটি জাহাজ থেকে 2.8 মেট্রিক টন গাঁজা এবং 8 কেজি কোকেন উদ্ধার করেছে ৷ ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলে এগুলি-সহ একটি অতিরিক্ত আউটবোর্ড নৌকা আটক করেন আধিকারিকরা ৷

Venezuela Armed Forces make largest pot bust in a decade
Venezuela Armed Forces make largest pot bust in a decade
author img

By

Published : Sep 6, 2022, 12:35 PM IST

তিরায়া (ভেনেজুয়েলা), 6 সেপ্টেম্বর: গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি গাঁজা উদ্ধার হল বলে ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী (Venezuela Armed Forces) সোমবার ঘোষণা করেছে ৷ শনিবার সেনাবাহিনীর আধিকারিকরা ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলে 3.1 মার্কিন টন (2.8 মেট্রিক টন) গাঁজা, প্রায় 18 পাউন্ড (8 কেজি) কোকেন এবং অতিরিক্ত আউটবোর্ড বহনকারী একটি জাহাজকে আটক করেছে ৷ একথা জানিয়েছেন বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সের অপারেশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের জেনারেল ডমিঙ্গো হার্নন্দেজ (General Domingo Hernandez) ।

তিনি বলেন, "জাহাজটি কলম্বিয়া থেকে মার্টিনিক দ্বীপে যাচ্ছিল । তাতে থাকা 12 জনকে আটক করা হয়েছে । সবাই ভেনেজুয়েলান এবং কলম্বিয়াভিত্তিক গুয়াজিরার কার্টেলের জন্য কাজ করছিলেন । জাহাজ থেকে প্রায় 6 হাজার 293 পাউন্ড (2 হাজার 857 কিলো) গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়াও সাতটি অতিরিক্ত মোটর পাশাপাশি জ্বালানী এবং একটি স্যাটেলাইট ফোন-সহ 33টি বড় স্টোরেজ কন্টেইনার ছিল ।"

ভেনেজুয়েলার সীমান্ত জুড়ে সশস্ত্র বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছিল ৷ তার অংশ হিসাবেই শনিবার এগুলি বাজেয়াপ্ত ও 12 জনকে গ্রেফতার করা হয় । সৈন্যরা এলাকার অস্থায়ী ভবনগুলিও সিল করে দিয়েছে ৷ এইগুলি মাদক পাচারকারীরা ব্যবহার করত বলে জানা গিয়েছে ৷ তারা মূলত এখানে বিমানের জন্য জ্বালানি সঞ্চয় করে রাখত ৷ কাছাকাছি অবৈধ রানওয়েতে নেমে সেখান থেকে জ্বালানি এখানে নিয়ে আসা হত ৷

আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত রুশ দূতাবাসের দুই কর্মী

2012 সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম সবচেয়ে এত বেশি গাঁজা উদ্ধার হল ৷ এছাড়াও 10 বছরে 305টি বিমান নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী ৷ তাদের মধ্যে 27টি এ বছর নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে (Venezuela Armed Forces make largest pot bust in a decade) ৷

তিরায়া (ভেনেজুয়েলা), 6 সেপ্টেম্বর: গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি গাঁজা উদ্ধার হল বলে ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী (Venezuela Armed Forces) সোমবার ঘোষণা করেছে ৷ শনিবার সেনাবাহিনীর আধিকারিকরা ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলে 3.1 মার্কিন টন (2.8 মেট্রিক টন) গাঁজা, প্রায় 18 পাউন্ড (8 কেজি) কোকেন এবং অতিরিক্ত আউটবোর্ড বহনকারী একটি জাহাজকে আটক করেছে ৷ একথা জানিয়েছেন বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সের অপারেশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের জেনারেল ডমিঙ্গো হার্নন্দেজ (General Domingo Hernandez) ।

তিনি বলেন, "জাহাজটি কলম্বিয়া থেকে মার্টিনিক দ্বীপে যাচ্ছিল । তাতে থাকা 12 জনকে আটক করা হয়েছে । সবাই ভেনেজুয়েলান এবং কলম্বিয়াভিত্তিক গুয়াজিরার কার্টেলের জন্য কাজ করছিলেন । জাহাজ থেকে প্রায় 6 হাজার 293 পাউন্ড (2 হাজার 857 কিলো) গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এছাড়াও সাতটি অতিরিক্ত মোটর পাশাপাশি জ্বালানী এবং একটি স্যাটেলাইট ফোন-সহ 33টি বড় স্টোরেজ কন্টেইনার ছিল ।"

ভেনেজুয়েলার সীমান্ত জুড়ে সশস্ত্র বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছিল ৷ তার অংশ হিসাবেই শনিবার এগুলি বাজেয়াপ্ত ও 12 জনকে গ্রেফতার করা হয় । সৈন্যরা এলাকার অস্থায়ী ভবনগুলিও সিল করে দিয়েছে ৷ এইগুলি মাদক পাচারকারীরা ব্যবহার করত বলে জানা গিয়েছে ৷ তারা মূলত এখানে বিমানের জন্য জ্বালানি সঞ্চয় করে রাখত ৷ কাছাকাছি অবৈধ রানওয়েতে নেমে সেখান থেকে জ্বালানি এখানে নিয়ে আসা হত ৷

আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত রুশ দূতাবাসের দুই কর্মী

2012 সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম সবচেয়ে এত বেশি গাঁজা উদ্ধার হল ৷ এছাড়াও 10 বছরে 305টি বিমান নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী ৷ তাদের মধ্যে 27টি এ বছর নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে (Venezuela Armed Forces make largest pot bust in a decade) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.