ETV Bharat / international

Joe Biden: দিল্লিতে জি-20 সম্মেলনে জিনপিংয়ের অনুপস্থিতির খবরে হতাশ বাইডেন - শি জিনপিং

US President Joe Biden Disappoints on Xi Jinping News: জি-20 সামিটে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের না আসার খবরে হতাশ মার্কিন প্রেসি়ডেন্ট ৷

Image Courtesy: Joe Biden Twitter
Image Courtesy: Joe Biden Twitter
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 11:23 AM IST

Updated : Sep 4, 2023, 11:33 AM IST

ওয়াশিংটন, 4 সেপ্টেম্বর: জি-20 সামিটে উপস্থিত থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ এই খবরে হতাশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ জি-20 সম্মেলনে অংশ নিতে 7 সেপ্টেম্বর দিল্লি আসছেন বাইডেন ৷ ভারতে আসার আগে মার্কিন প্রেসিডেন্ট একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ সেখানেই চিনের প্রেসিডেন্টের ভারতে না আসা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ৷ জি-20 সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আগামী 8 সেপ্টেম্বর দ্বিপাক্ষিক বৈঠক করবেন আমেরিকার প্রথম নাগরিক ৷

আগামী 9 ও 10 সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে জি-20 সম্মেলনের অংশ নেবে 20টি দেশ ৷ তবে, এই সম্মেলনে উপস্থিত থাকবেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ কূটনৈতিকমহলের মতে, সম্প্রতি এলএসি-তে সীমান্ত এবং মানচিত্র নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই ইস্যুতে জি-20 সম্মলনে প্রশ্নের মুখে পড়তে পারেন চিনের প্রেসিডেন্ট ৷ সেই অস্বস্তি এডাতেই সম্মেলনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তবে, তাঁর অনুপস্থিতি কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাইডেন ৷

মার্কিন প্রেসিডেন্টের কথায়, "আমি হতাশ ৷ কিন্তু, আমি জিনপিংকে দিল্লিতে দেখতে চাই ৷" তবে, শুধু চিনের প্রেসিডেন্ট নন, সাম্প্রতিক সময় ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইউরোপ তথা মার্কিন মুকুলের বিরাগভাজন হয়েছে রাশিয়াও ৷ এই পরিস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-20 সম্মেলনে উপস্থিত থাকছেন না ৷ সম্মেলনের স্পেশাল সেক্রেটারি মুক্তেশ প্রদেশ জানিয়েছেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং যে আসবেন না, তার লিখিত নিশ্চয়তার জন্য অপেক্ষ করছে ভারত ৷

আরও পড়ুন: জি-20 সম্মেলন, মানচিত্র বিতর্কের আবহে ভারত সফর এড়িয়ে যেতে পারেন জিনপিং

তিনি বলেন, "আমরা কিছু সংবাদপত্রে এ নিয়ে বেশ কিছু লেখা দেখেছি ৷ তবে, আমরা চিনের তরফে লিখিত নিশ্চয়তা চাই ৷ আর আমরা এখনও সেরকম কিছু পাইনি ৷ আর যতক্ষণ তা না পাচ্ছি, আমি কোনও কিছু বলার পরিস্থিতিতে নেই ৷" তবে, চিনের ডেপুটি প্রাইম মিনিস্টার লি কুইয়াংকে জি-20 সম্মেলনের জন্য চিন পাঠাবে বলে শোনা যাচ্ছে ৷ তিনি জাকার্তায় আয়োজিত পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নিয়ে তার পর ভারতে জি-20 সম্মেলনে যোগ দিতে পারেন ৷

ওয়াশিংটন, 4 সেপ্টেম্বর: জি-20 সামিটে উপস্থিত থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ এই খবরে হতাশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ জি-20 সম্মেলনে অংশ নিতে 7 সেপ্টেম্বর দিল্লি আসছেন বাইডেন ৷ ভারতে আসার আগে মার্কিন প্রেসিডেন্ট একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ সেখানেই চিনের প্রেসিডেন্টের ভারতে না আসা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ৷ জি-20 সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আগামী 8 সেপ্টেম্বর দ্বিপাক্ষিক বৈঠক করবেন আমেরিকার প্রথম নাগরিক ৷

আগামী 9 ও 10 সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে জি-20 সম্মেলনের অংশ নেবে 20টি দেশ ৷ তবে, এই সম্মেলনে উপস্থিত থাকবেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷ কূটনৈতিকমহলের মতে, সম্প্রতি এলএসি-তে সীমান্ত এবং মানচিত্র নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই ইস্যুতে জি-20 সম্মলনে প্রশ্নের মুখে পড়তে পারেন চিনের প্রেসিডেন্ট ৷ সেই অস্বস্তি এডাতেই সম্মেলনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ তবে, তাঁর অনুপস্থিতি কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাইডেন ৷

মার্কিন প্রেসিডেন্টের কথায়, "আমি হতাশ ৷ কিন্তু, আমি জিনপিংকে দিল্লিতে দেখতে চাই ৷" তবে, শুধু চিনের প্রেসিডেন্ট নন, সাম্প্রতিক সময় ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইউরোপ তথা মার্কিন মুকুলের বিরাগভাজন হয়েছে রাশিয়াও ৷ এই পরিস্থিতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-20 সম্মেলনে উপস্থিত থাকছেন না ৷ সম্মেলনের স্পেশাল সেক্রেটারি মুক্তেশ প্রদেশ জানিয়েছেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং যে আসবেন না, তার লিখিত নিশ্চয়তার জন্য অপেক্ষ করছে ভারত ৷

আরও পড়ুন: জি-20 সম্মেলন, মানচিত্র বিতর্কের আবহে ভারত সফর এড়িয়ে যেতে পারেন জিনপিং

তিনি বলেন, "আমরা কিছু সংবাদপত্রে এ নিয়ে বেশ কিছু লেখা দেখেছি ৷ তবে, আমরা চিনের তরফে লিখিত নিশ্চয়তা চাই ৷ আর আমরা এখনও সেরকম কিছু পাইনি ৷ আর যতক্ষণ তা না পাচ্ছি, আমি কোনও কিছু বলার পরিস্থিতিতে নেই ৷" তবে, চিনের ডেপুটি প্রাইম মিনিস্টার লি কুইয়াংকে জি-20 সম্মেলনের জন্য চিন পাঠাবে বলে শোনা যাচ্ছে ৷ তিনি জাকার্তায় আয়োজিত পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নিয়ে তার পর ভারতে জি-20 সম্মেলনে যোগ দিতে পারেন ৷

Last Updated : Sep 4, 2023, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.