ETV Bharat / international

132 মিলিয়ন মানুষ অনাহারের শিকার হতে পারে, আশঙ্কা রাষ্ট্রসংঘের - কোরোনার কারণে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়তে পারে

রিপোর্টে বলা হয়েছে 2019 সালে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল প্রায় 690 মিলিয়ন । 2018 সালের নিরিখে যা প্রায় 10 মিলিয়ন বেশি । কোরোনা প্যানডেমিকের কারণে এ বছর এই সংখ্যাটা 132 মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে ।

Un warns , covid 19 pandemic
Un warns , covid 19 pandemic
author img

By

Published : Jul 15, 2020, 5:48 PM IST

রোম, 15 জুলাই : কোরোনা প্যানডেমিকের কারণে এ বছর আরও বেশি সংখ্যাক মানুষ অনাহারের শিকার হতে পারেন । সোমবার একটি ভিডিয়ো বার্তায় এই আশঙ্কা প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ।

গতকাল রাষ্ট্রসংঘের মহাসচিব বিশ্বজুড়ে খাদ্য সুরক্ষা ও পুষ্টি সংক্রান্ত এবছরের একটি রিপোর্ট প্রকাশ্যে আনেন । বলেন, "রিপোর্টে দেওয়া তথ্য ভাবাচ্ছে । বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে ।" রিপোর্টে বলা হয়েছে 2019 সালে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল প্রায় 690 মিলিয়ন । 2018 সালের নিরিখে যা প্রায় 10 মিলিয়ন বেশি । কোরোনা প্যানডেমিকের কারণে এ বছর এই সংখ্যাটা 132 মিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

রাষ্ট্রসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ও অন্য আরও কয়েকটি সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই রিপোর্টে বলা হয়েছে, যেভাবে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে তাতে 2030 সালের লক্ষ্যমাত্রা (বিশ্বে কেউ অনাহারে থাকবে না) পূরণ করা আরও কঠিন হবে । "যদি এভাবেই চলতে থাকে তাহলে 2030 পর্যন্ত বিশ্বে প্রায় 840 মিলিয়ন মানুষ অনাহার, অপুষ্টির শিকার হবে ।" আশঙ্কা প্রকাশ অর্গানাইজেশনের প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরোর ।

পাশাপাশি রিপোর্টে এও বলা হয়েছে ভারতে অপুষ্টির শিকার এ রকম মানুষের সংখ্যা 60 মিলিয়ন কমেছে । যেখানে 2004-06 সালে দেশের জনসংখ্যার 21.7 শতাংশ অপুষ্টির শিকার ছিল, সেখানে 2017-19 সালে সেটা ছিল মোট জনসংখ্যার 14 শতাংশ ।

রোম, 15 জুলাই : কোরোনা প্যানডেমিকের কারণে এ বছর আরও বেশি সংখ্যাক মানুষ অনাহারের শিকার হতে পারেন । সোমবার একটি ভিডিয়ো বার্তায় এই আশঙ্কা প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ।

গতকাল রাষ্ট্রসংঘের মহাসচিব বিশ্বজুড়ে খাদ্য সুরক্ষা ও পুষ্টি সংক্রান্ত এবছরের একটি রিপোর্ট প্রকাশ্যে আনেন । বলেন, "রিপোর্টে দেওয়া তথ্য ভাবাচ্ছে । বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে ।" রিপোর্টে বলা হয়েছে 2019 সালে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল প্রায় 690 মিলিয়ন । 2018 সালের নিরিখে যা প্রায় 10 মিলিয়ন বেশি । কোরোনা প্যানডেমিকের কারণে এ বছর এই সংখ্যাটা 132 মিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

রাষ্ট্রসংঘের ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ও অন্য আরও কয়েকটি সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই রিপোর্টে বলা হয়েছে, যেভাবে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে তাতে 2030 সালের লক্ষ্যমাত্রা (বিশ্বে কেউ অনাহারে থাকবে না) পূরণ করা আরও কঠিন হবে । "যদি এভাবেই চলতে থাকে তাহলে 2030 পর্যন্ত বিশ্বে প্রায় 840 মিলিয়ন মানুষ অনাহার, অপুষ্টির শিকার হবে ।" আশঙ্কা প্রকাশ অর্গানাইজেশনের প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরোর ।

পাশাপাশি রিপোর্টে এও বলা হয়েছে ভারতে অপুষ্টির শিকার এ রকম মানুষের সংখ্যা 60 মিলিয়ন কমেছে । যেখানে 2004-06 সালে দেশের জনসংখ্যার 21.7 শতাংশ অপুষ্টির শিকার ছিল, সেখানে 2017-19 সালে সেটা ছিল মোট জনসংখ্যার 14 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.