ETV Bharat / international

UK Porn Site: শিশুদের ডেটা সুরক্ষার স্বার্থে পর্ন সাইটকে চিলড্রেন কোডে অন্তর্ভুক্ত করল ব্রিটেন

author img

By

Published : Sep 2, 2022, 7:43 PM IST

শিশুদের ডেটা (UK Porn Site) সুরক্ষার স্বার্থে পর্ন সাইটকে চিলড্রেন কোডে অন্তর্ভুক্ত করল ব্রিটেন ৷ গত বছর আনা চিলড্রেন কোডে সংশোধন করা হয়েছে (Better privacy protections)৷

uk-brings-porn-sites-under-children-code-to-protect-kids-data
শিশুদের ডেটা সুরক্ষার স্বার্থে পর্ন সাইটকে চিলড্রেন কোডে অন্তর্ভুক্ত করল ব্রিটেন

লন্ডন, 2 সেপ্টেম্বর: চিলড্রেন কোডে সামান্য সংশোধন আনছে ব্রিটেন (Better privacy protections)৷ গত বছর কার্যকর হয়েছিল এই কোড ৷ সেই কোডকে কিছুটা সংশোধন করে বর্তমানে বলা হয়েছে, এখন থেকে চাইলে পর্ন এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য পরিষেবাগুলির একটা অংশ দেখার সুযোগ থাকছে শিশুদের কোডে (Porn sites under Children Code)৷

এর আগে, কোডের জন্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম, অ্যাপস এবং গেমস-সহ অনলাইন পরিষেবাগুলির প্রয়োজন হত, যাতে শিশুদের জন্য আরও ভালো গোপনীয়তা সুরক্ষা প্রদান করা যায় ৷ তাদের ব্যক্তিগত ডেটা ডিজিটাল বিশ্বের মধ্যে যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করা ছিল (Personal data)।

ব্রিটেনের তথ্য কমিশনার অফিস (আইসিও) একটি বিবৃতিতে বলেছে যে, তারা ক্রমবর্ধমান গবেষণায় দেখেছে যে, শিশুরা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য পরিষেবাগুলি অ্যাক্সেস করতে চাইলে তাদের ডেটা সুরক্ষার ক্ষেত্রে আঘাত আসতে পারে ৷ আইসিও বলেছে, "সেই কারণেই আমরা চিলড্রেন কোড সংশোধন করেছি ৷ ফলে চিলড্রেন কোডে শিশুরা প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট দেখতে চাইলে কিছুক্ষেত্রে তা দেখার সুযোগ থাকবে ৷"

আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোমে বাড়ছে নীলছবির প্রতি আসক্তি, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

তবে এই কোডে এটা স্পষ্ট বলা আছে যে, শিশুরা বড়দের মতো নয় ৷ তাই অনলাইনে তাদের ডেটা সুরক্ষার বিষয়টি অনেক বেশি জরুরি ৷ ইনফরমেশন কমিশনার জন এডওয়ার্ডসের কথায়, "আমরা চাই শিশুরা অনলাইনে পড়াশোনা করুক, শিখুক, গোটা বিশ্বের প্রয়োজনীয় সবকিছুর অভিজ্ঞতা নিক ৷ তবে তাদের ডেটা যেন সুরক্ষিত থাকে ৷"

লন্ডন, 2 সেপ্টেম্বর: চিলড্রেন কোডে সামান্য সংশোধন আনছে ব্রিটেন (Better privacy protections)৷ গত বছর কার্যকর হয়েছিল এই কোড ৷ সেই কোডকে কিছুটা সংশোধন করে বর্তমানে বলা হয়েছে, এখন থেকে চাইলে পর্ন এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য পরিষেবাগুলির একটা অংশ দেখার সুযোগ থাকছে শিশুদের কোডে (Porn sites under Children Code)৷

এর আগে, কোডের জন্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম, অ্যাপস এবং গেমস-সহ অনলাইন পরিষেবাগুলির প্রয়োজন হত, যাতে শিশুদের জন্য আরও ভালো গোপনীয়তা সুরক্ষা প্রদান করা যায় ৷ তাদের ব্যক্তিগত ডেটা ডিজিটাল বিশ্বের মধ্যে যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করা ছিল (Personal data)।

ব্রিটেনের তথ্য কমিশনার অফিস (আইসিও) একটি বিবৃতিতে বলেছে যে, তারা ক্রমবর্ধমান গবেষণায় দেখেছে যে, শিশুরা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য পরিষেবাগুলি অ্যাক্সেস করতে চাইলে তাদের ডেটা সুরক্ষার ক্ষেত্রে আঘাত আসতে পারে ৷ আইসিও বলেছে, "সেই কারণেই আমরা চিলড্রেন কোড সংশোধন করেছি ৷ ফলে চিলড্রেন কোডে শিশুরা প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট দেখতে চাইলে কিছুক্ষেত্রে তা দেখার সুযোগ থাকবে ৷"

আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোমে বাড়ছে নীলছবির প্রতি আসক্তি, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

তবে এই কোডে এটা স্পষ্ট বলা আছে যে, শিশুরা বড়দের মতো নয় ৷ তাই অনলাইনে তাদের ডেটা সুরক্ষার বিষয়টি অনেক বেশি জরুরি ৷ ইনফরমেশন কমিশনার জন এডওয়ার্ডসের কথায়, "আমরা চাই শিশুরা অনলাইনে পড়াশোনা করুক, শিখুক, গোটা বিশ্বের প্রয়োজনীয় সবকিছুর অভিজ্ঞতা নিক ৷ তবে তাদের ডেটা যেন সুরক্ষিত থাকে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.