ETV Bharat / international

রবিবার বাংলাদেশের ভোট, শনিবার আগুনে পুড়ল দু’টি পোলিং বুথ

Bangladesh Elections: রবিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন ৷ তার আগে সেখানে দু’টি স্কুলে অগ্নিসংযোগ করা হয়েছে ৷ ওই দু’টি পোলিং বুথ করার কথা ৷ বাংলাদেশের পুলিশ তদন্তে নেমেছে ৷

Representative Image
Representative Image
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 8:18 PM IST

ঢাকা, 6 জানুয়ারি: সাধারণ নির্বাচনের আগের দিন উত্তপ্ত বাংলাদেশ ৷ সেখানে শনিবার দু’টি স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কারণ, ওই দু’টি স্কুলে রবিবারের ভোটের জন্য পোলিং বুথ করা হয়েছিল ৷ একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে ৷ দ্বিতীয় ঘটনাটি গাজিপুর শহরের ৷ দু’টি ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে ৷

প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, শনিবার একটি ঘটনাটি ঘটে চট্টগ্রামের পাতেঙ্গা ইপিজেড এলাকায় ৷ ভোর সাড়ে চারটে নাগাদ সেখানকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ সিএমপি পোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার শাকিলা সোলতানা জানিয়েছেন যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয় প্রধানশিক্ষকের ঘরে ৷ সেখানে নতুন বই রাখা ছিল ৷ সেগুলি সব পুড়ে ছাই হয়ে যায় ৷

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজিপুর শহরে ৷ সেখানে পূর্ব চান্দানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে ৷ এই স্কুলের অফিসঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন গাজিপুর দমকল পরিষেবার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল্লা আল আরেফিন ৷

এর আগে বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশের ছ’টি জেলার একই ধরনের ঘটনা ঘটেছে ৷ ওই দু’দিনে পাঁচটি স্কুলে হামলা হয় ৷ প্রত্যেকটি স্কুলেই পোলিং বুথ হওয়ার কথা ৷ এছাড়া ওই জেলাগুলির 10টি নির্বাচনী শিবিরেও হামলা হয়েছে ৷ তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত করছে ৷

উল্লেখ্য, আগামিকাল রবিবার বাংলাদেশে দ্বাদশ সাধারণ নির্বাচন ৷ এই ভোটই ঠিক করবে বাংলাদেশের পরবর্তী সরকার কোন দল তৈরি করবে ৷ যদিও এই নির্বাচনে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নেই ৷ কারণ, তারা চেয়েছিল তদারকি সরকারের অধীনে এই ভোট হোক ৷ সেই দাবি পূরণ না হওয়ায় খালেদা জিয়ার দল এই ভোট বয়কট করেছে ৷ ফলে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের পুনরায় সরকার গঠন প্রায় নিশ্চিত ৷

তবে গত কয়েকদিনে যেভাবে পোলিং বুথগুলিতে হামলার ঘটনা ঘটছে, তাতে রবিবার ভোটের দিন হিংসা ছড়াতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন ৷ তাই বাংলাদেশের ভোট নির্বিঘ্নে মেটে নাকি পশ্চিমবঙ্গের মতো রক্তাক্ত ও হিংসাদীর্ণ হয়ে ওঠে সেটাই দেখার ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. বাংলাদেশে ভোটের আগে ঢাকায় পৌঁছল ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল
  2. বাংলাদেশে ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই চারটি বগি, মৃত 2 শিশু-সহ 4
  3. ধুঁকছে অর্থনীতি, প্রশ্নের মুখে গণতন্ত্রও; কঠিন চ্যালেঞ্জ নিয়েই ফের প্রধানমন্ত্রিত্বের আশায় হাসিনা

ঢাকা, 6 জানুয়ারি: সাধারণ নির্বাচনের আগের দিন উত্তপ্ত বাংলাদেশ ৷ সেখানে শনিবার দু’টি স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ কারণ, ওই দু’টি স্কুলে রবিবারের ভোটের জন্য পোলিং বুথ করা হয়েছিল ৷ একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে ৷ দ্বিতীয় ঘটনাটি গাজিপুর শহরের ৷ দু’টি ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে ৷

প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, শনিবার একটি ঘটনাটি ঘটে চট্টগ্রামের পাতেঙ্গা ইপিজেড এলাকায় ৷ ভোর সাড়ে চারটে নাগাদ সেখানকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ সিএমপি পোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার শাকিলা সোলতানা জানিয়েছেন যে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয় প্রধানশিক্ষকের ঘরে ৷ সেখানে নতুন বই রাখা ছিল ৷ সেগুলি সব পুড়ে ছাই হয়ে যায় ৷

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজিপুর শহরে ৷ সেখানে পূর্ব চান্দানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে ৷ এই স্কুলের অফিসঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন গাজিপুর দমকল পরিষেবার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল্লা আল আরেফিন ৷

এর আগে বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশের ছ’টি জেলার একই ধরনের ঘটনা ঘটেছে ৷ ওই দু’দিনে পাঁচটি স্কুলে হামলা হয় ৷ প্রত্যেকটি স্কুলেই পোলিং বুথ হওয়ার কথা ৷ এছাড়া ওই জেলাগুলির 10টি নির্বাচনী শিবিরেও হামলা হয়েছে ৷ তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ পুলিশ প্রতিটি ঘটনার তদন্ত করছে ৷

উল্লেখ্য, আগামিকাল রবিবার বাংলাদেশে দ্বাদশ সাধারণ নির্বাচন ৷ এই ভোটই ঠিক করবে বাংলাদেশের পরবর্তী সরকার কোন দল তৈরি করবে ৷ যদিও এই নির্বাচনে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নেই ৷ কারণ, তারা চেয়েছিল তদারকি সরকারের অধীনে এই ভোট হোক ৷ সেই দাবি পূরণ না হওয়ায় খালেদা জিয়ার দল এই ভোট বয়কট করেছে ৷ ফলে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের পুনরায় সরকার গঠন প্রায় নিশ্চিত ৷

তবে গত কয়েকদিনে যেভাবে পোলিং বুথগুলিতে হামলার ঘটনা ঘটছে, তাতে রবিবার ভোটের দিন হিংসা ছড়াতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন ৷ তাই বাংলাদেশের ভোট নির্বিঘ্নে মেটে নাকি পশ্চিমবঙ্গের মতো রক্তাক্ত ও হিংসাদীর্ণ হয়ে ওঠে সেটাই দেখার ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. বাংলাদেশে ভোটের আগে ঢাকায় পৌঁছল ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল
  2. বাংলাদেশে ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই চারটি বগি, মৃত 2 শিশু-সহ 4
  3. ধুঁকছে অর্থনীতি, প্রশ্নের মুখে গণতন্ত্রও; কঠিন চ্যালেঞ্জ নিয়েই ফের প্রধানমন্ত্রিত্বের আশায় হাসিনা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.