কাবুল, 21 ডিসেম্বর: কথা রাখল না তালিবান প্রশাসন ৷ আফগানিস্তানে মেয়েদের লেখাপড়ার উপরে কোপ পড়ল ৷ মঙ্গলবার তালিবান প্রশাসন ঘোষণা করল, এখন থেকে মেয়েরা আর বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন না । শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব এই নির্দেশ কার্যকর করতে বলেছে আফগানিস্তানের সরকার (Taliban bans Women Education in Universities in Afghanistan) ৷
2001 সালের 9 সেপ্টেম্বর ওসামা বিন লাদেনের নেতৃত্বে আলকায়েদা জঙ্গি গোষ্ঠী আমেরিকার নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-সহ পাঁচটি জায়গায় বিমান হামলা চালায় ৷ ধ্বংসস্তূপে পরিণত হয় ট্রেড সেন্টার ৷ এই ঘটনায় প্রায় 3 হাজার মানুষ প্রাণ হারায় ৷ এর বদলা নিতে সেবছরই আফগানিস্তানের দখল নেয় আমেরিকা ৷ সেখানে মার্কিন সামরিক শাসন বজায় ছিল 2021-এর অগস্ট পর্যন্ত ৷ মার্কিন সেনা সরতেই 14 অগস্ট কাবুল কবজা করে তালিবানরা ৷ আফগানিস্তানে ফিরে আসে তালিবান গোষ্ঠী ৷ আমেরিকার সৈন্যরা আফগানিস্তান ছেড়ে দেশে ফিরে যায় ৷ ক্ষমতায় আসীন হয় তালিবান ৷ তারা প্রতিশ্রুতি দিয়েছিল শারিয়াত মেনে মহিলাদের শিক্ষা-সহ অন্য সব অধিকার ফিরিয়ে দেওয়া হবে ৷
-
From today's noon briefing: it's difficult to imagine how a country can develop, can deal with all of the challenges that it has without the active participation of women and the education of women. pic.twitter.com/viKHS73cYG
— UN Spokesperson (@UN_Spokesperson) December 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From today's noon briefing: it's difficult to imagine how a country can develop, can deal with all of the challenges that it has without the active participation of women and the education of women. pic.twitter.com/viKHS73cYG
— UN Spokesperson (@UN_Spokesperson) December 20, 2022From today's noon briefing: it's difficult to imagine how a country can develop, can deal with all of the challenges that it has without the active participation of women and the education of women. pic.twitter.com/viKHS73cYG
— UN Spokesperson (@UN_Spokesperson) December 20, 2022
আরও পড়ুন: ফাইনালে হারের পর অশান্ত প্যারিস, সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ
তালিবানরা প্রথম থেকেই ইসলামিক আইন অর্থাৎ শারিয়া মেনে দেশ শাসন করছিল ৷ এদিন একটি বৈঠকে সরকার এই সিদ্ধান্ত নিয়ে উচ্চশিক্ষা মন্ত্রকের মুখপাত্রকে একটি চিঠি দেয় ৷ সরকারের মুখপাত্র জিয়াউল্লাহ হাসমি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে যত দ্রুত সম্ভব এই তালিবান প্রশাসনের ফতোয়া কার্যকরের নির্দেশ দেন ৷ তিনি সেই চিঠিটি টুইট করেন এবং একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে চিঠির বিষয়বস্তু জানান ৷ এরপর তিনি আর যোগাযোগ করেননি বলে জানা গিয়েছে ৷ এছাড়া জানানো হয়েছে, মেয়েরা রাস্তায় বেরলে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে বেরবে ৷ পার্ক, জিমে ইতিমধ্যেই মহিলাদের যাতায়াত নিষিদ্ধ হয়েছে (Women in Afghanistan) সে দেশে ৷
স্বভাবতই এমন আকস্মিক ঘোষণায় হতাশায় আফগানিস্তানের নারীরা ৷ তালিবানদের এমন ফতোয়ার কড়া সমালোচনা করেছেন রাষ্ট্রসংঘের সাধারণ সচিব আন্তোনিও গুতেরেস । তিনি জানিয়েছেন তাঁর মুখপাত্র ৷ তিনি বলেন, "ফের প্রতিশ্রুতি ভাঙল তালিবান ৷ এটা ভাবা যায় না, কী ভাবে একটা দেশ উন্নতি করবে ? যেখানে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নেই এবং মহিলারা শিক্ষা থেকে বঞ্চিত ৷ সাধারণ সচিব আন্তোনিও গুতেরেস এই খবরে গভীরভাবে আহত হয়েছেন যে, তালিবানরা মেয়ে ও মহিলাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে ৷"