ETV Bharat / international

Sri lanka block social media: দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্ল্যাকআউট শ্রীলঙ্কায়

জরুরি অবস্থার (Sri Lanka crisis) মধ্যেই এবার শ্রীলঙ্কায় ব্ল্যাকআউট (Sri lanka block social media) করে দেওয়া হল সোশ্যাল মিডিয়া (Sri Lanka imposes nationwide social media blackout) ৷ তার জেরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ-সহ সব প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷

author img

By

Published : Apr 3, 2022, 1:27 PM IST

sri-lanka crisis-country imposes-nationwide-social-media-blackout
দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্ল্যাকআউট শ্রীলঙ্কায়

কলম্বো, 3 এপ্রিল: শ্রীলঙ্কায় ব্ল্যাকআউট হয়ে গেল সোশ্যাল মিডিয়া (Sri Lanka imposes nationwide social media blackout) ৷ ইন্টারনেট অবজারভেটরির তরফে জানানো হয়েছে, শনিবার মাঝরাত থেকেই দেশজুড়ে যাবতীয় সোশ্যাল মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে ৷ এর প্রভাব পড়েছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউ টিউব, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রাম-সহ দু‘ডজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর (Sri lanka block social media)৷

নেটব্লকস টুইটে জানিয়েছে, "কনফার্মড: রিয়েল টাইম নেটওয়ার্ক ডেটা বলছে যে, শ্রীলঙ্কায় দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে ৷ তীব্র প্রতিবাদ রুখতে জরুরি অবস্থা জারি হওয়ার পরই টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷"

আরও পড়ুন: Sri Lanka Economic Crisis : শ্রীলঙ্কায় বাহিনী যাচ্ছে না, ভুয়ো খবর উড়িয়ে জানাল দিল্লি

রবিবার দেশজুড়ে বড়সড় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন নাগরিকরা ৷ সেই কারণে তার আগেই সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট করা ছাড়াও শনিবার থেকে সোমবার পর্যন্ত দ্বীপরাষ্ট্রে 36 ঘণ্টার কার্ফু জারি করা হয়েছে ৷

কোভিড 19-এর জেরে প্রবল মন্দার মুখে শ্রীলঙ্কার অর্থনীতি (Sri Lanka crisis) ৷ রোজ প্রায় 13 ঘণ্টার উপর প্রতি ঘরে থাকছে লোডশেডিং ৷ ভেঙে পড়েছে পর্যটন শিল্প ৷ এর জন্য প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে সে দেশে ৷ কলম্বোয় তুমুল বিক্ষোভ ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর দেশে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি (Sri Lanka imposed an emergency) ৷

আরও পড়ুন: State of Emergency in Sri Lanka : আর্থিক সঙ্কটে উত্তাল দ্বীপরাষ্ট্র, জরুরি অবস্থা ঘোষণা প্রেসিডেন্টের

কলম্বো, 3 এপ্রিল: শ্রীলঙ্কায় ব্ল্যাকআউট হয়ে গেল সোশ্যাল মিডিয়া (Sri Lanka imposes nationwide social media blackout) ৷ ইন্টারনেট অবজারভেটরির তরফে জানানো হয়েছে, শনিবার মাঝরাত থেকেই দেশজুড়ে যাবতীয় সোশ্যাল মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে ৷ এর প্রভাব পড়েছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউ টিউব, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রাম-সহ দু‘ডজন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর (Sri lanka block social media)৷

নেটব্লকস টুইটে জানিয়েছে, "কনফার্মড: রিয়েল টাইম নেটওয়ার্ক ডেটা বলছে যে, শ্রীলঙ্কায় দেশজুড়ে সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে ৷ তীব্র প্রতিবাদ রুখতে জরুরি অবস্থা জারি হওয়ার পরই টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷"

আরও পড়ুন: Sri Lanka Economic Crisis : শ্রীলঙ্কায় বাহিনী যাচ্ছে না, ভুয়ো খবর উড়িয়ে জানাল দিল্লি

রবিবার দেশজুড়ে বড়সড় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন নাগরিকরা ৷ সেই কারণে তার আগেই সোশ্যাল মিডিয়া ব্ল্যাক আউট করা ছাড়াও শনিবার থেকে সোমবার পর্যন্ত দ্বীপরাষ্ট্রে 36 ঘণ্টার কার্ফু জারি করা হয়েছে ৷

কোভিড 19-এর জেরে প্রবল মন্দার মুখে শ্রীলঙ্কার অর্থনীতি (Sri Lanka crisis) ৷ রোজ প্রায় 13 ঘণ্টার উপর প্রতি ঘরে থাকছে লোডশেডিং ৷ ভেঙে পড়েছে পর্যটন শিল্প ৷ এর জন্য প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে সে দেশে ৷ কলম্বোয় তুমুল বিক্ষোভ ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর দেশে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি (Sri Lanka imposed an emergency) ৷

আরও পড়ুন: State of Emergency in Sri Lanka : আর্থিক সঙ্কটে উত্তাল দ্বীপরাষ্ট্র, জরুরি অবস্থা ঘোষণা প্রেসিডেন্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.