ETV Bharat / international

Sri Lanka Arrests Indian Fishermen শ্রীলঙ্কার বায়ুসেনার হাতে গ্রেফতার 6 ভারতীয় মৎস্যজীবী

চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার ৷ ফের শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেফতার হলেন 6 জন ভারতীয় মৎস্যজীবী (Sri Lanka Arrests Indian Fishermen)৷ তাঁদের বিরুদ্ধে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পাচারের অভিযোগ আনা হয়েছে (Indian fishermen arrested)৷

Six Indian fishermen arrested by Sri Lanka Navy
শ্রীলঙ্কার বায়ুসেনার হাতে গ্রেফতার 6 ভারতীয় মৎস্যজীবী
author img

By

Published : Aug 28, 2022, 12:55 PM IST

কলম্বো, 28 অগস্ট: 6 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার (Indian fishermen arrested) করল শ্রীলঙ্কার নৌসেনা ৷ পাচারের উদ্দেশ্যে তাদের দেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের ৷ তাঁদের ট্রলারও আটক করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে শ্রীলঙ্কার বায়ুসেনা (Sri Lankan Navy)৷

শ্রীলঙ্কার বায়ুসেনার (Sri Lanka Arrests Indian Fishermen) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শনিবার মান্নার দ্বীপের উত্তর-পশ্চিম উপকূল এলাকা থেকে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের রাখা হয়েছে তালাইমান্নারে ৷ মান্নারে মৎস্যজীবীদের ইনস্পেক্টরের হাতে তাঁদের তুলে দেওয়া হবে ৷

চলতি মাসে এমন ঘটনা তৃতীয়বার ঘটল ৷ গত 22 অগস্ট শ্রীলঙ্কার জলসীমা থেকে পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল 10 জন ভারতীয় মৎস্যজীবীকে (Indian fishermen arrested)৷ তার আগে গত 10 অগস্টও একই ঘটনা ঘটে ৷ তামিলনাড়ুর 9 জন মৎস্যজীবী-সহ একটি নৌকাকে আটক করে শ্রীলঙ্কার বায়ুসেনা ৷

এই দুই ঘটনার পর ধৃত মৎস্যজীবীদের মুক্তি চেয়ে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে কোঅর্ডিনেটর ও পন্নীরসেলভাম (O Panneerselvam) বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) কাছে আর্জি জানান ৷ তিনি জানান, "তামিলনাড়ুর মৎস্যজীবীদের প্রায়ই ধরে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা বায়ুসেনা ৷ এর ফলে মৎস্যজীবীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করে আমি এই চিঠি লিখেছি ৷" এই ঘটনাগুলি ঘটায় মৎস্যজীবীদের ঐতিহ্যবাহী পেশা চালিয়ে নিয়ে যাওয়া মুশকিল হবে বলেও উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে 24 ঘণ্টায় পাকিস্তানের হাতে অপহৃত 78 মৎস্যজীবী

ভারত ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় কাঁটা এই মৎস্যজীবীর সমস্যা ৷ পক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি চালানো ও তাঁদের নৌকা বাজেয়াপ্ত করে নেওয়ার ঘটনাও ঘটিয়েছে শ্রীলঙ্কার নৌসেনা ৷ দ্বীপরাষ্ট্রের জলসীমায় বেআইনি ভাবে ঢুকে পাচারের অভিযোগ আনা হয় ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে ৷

শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুকে বিচ্ছিন্নকারী সংকীর্ণ জলস্থল পক প্রণালী দু দেশের মৎস্যজীবীদের জন্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা ৷ ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন পেরিয়ে শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে বারবার সে দেশের বায়ুসেনার হাতে ধরা পড়তে হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের ৷ সে রকমই আরও একটি ঘটনা ঘটল শনিবার ৷

কলম্বো, 28 অগস্ট: 6 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার (Indian fishermen arrested) করল শ্রীলঙ্কার নৌসেনা ৷ পাচারের উদ্দেশ্যে তাদের দেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের ৷ তাঁদের ট্রলারও আটক করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে শ্রীলঙ্কার বায়ুসেনা (Sri Lankan Navy)৷

শ্রীলঙ্কার বায়ুসেনার (Sri Lanka Arrests Indian Fishermen) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শনিবার মান্নার দ্বীপের উত্তর-পশ্চিম উপকূল এলাকা থেকে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের রাখা হয়েছে তালাইমান্নারে ৷ মান্নারে মৎস্যজীবীদের ইনস্পেক্টরের হাতে তাঁদের তুলে দেওয়া হবে ৷

চলতি মাসে এমন ঘটনা তৃতীয়বার ঘটল ৷ গত 22 অগস্ট শ্রীলঙ্কার জলসীমা থেকে পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল 10 জন ভারতীয় মৎস্যজীবীকে (Indian fishermen arrested)৷ তার আগে গত 10 অগস্টও একই ঘটনা ঘটে ৷ তামিলনাড়ুর 9 জন মৎস্যজীবী-সহ একটি নৌকাকে আটক করে শ্রীলঙ্কার বায়ুসেনা ৷

এই দুই ঘটনার পর ধৃত মৎস্যজীবীদের মুক্তি চেয়ে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে কোঅর্ডিনেটর ও পন্নীরসেলভাম (O Panneerselvam) বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) কাছে আর্জি জানান ৷ তিনি জানান, "তামিলনাড়ুর মৎস্যজীবীদের প্রায়ই ধরে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা বায়ুসেনা ৷ এর ফলে মৎস্যজীবীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করে আমি এই চিঠি লিখেছি ৷" এই ঘটনাগুলি ঘটায় মৎস্যজীবীদের ঐতিহ্যবাহী পেশা চালিয়ে নিয়ে যাওয়া মুশকিল হবে বলেও উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে 24 ঘণ্টায় পাকিস্তানের হাতে অপহৃত 78 মৎস্যজীবী

ভারত ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় কাঁটা এই মৎস্যজীবীর সমস্যা ৷ পক প্রণালীতে ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি চালানো ও তাঁদের নৌকা বাজেয়াপ্ত করে নেওয়ার ঘটনাও ঘটিয়েছে শ্রীলঙ্কার নৌসেনা ৷ দ্বীপরাষ্ট্রের জলসীমায় বেআইনি ভাবে ঢুকে পাচারের অভিযোগ আনা হয় ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে ৷

শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুকে বিচ্ছিন্নকারী সংকীর্ণ জলস্থল পক প্রণালী দু দেশের মৎস্যজীবীদের জন্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা ৷ ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন পেরিয়ে শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরার অভিযোগে বারবার সে দেশের বায়ুসেনার হাতে ধরা পড়তে হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের ৷ সে রকমই আরও একটি ঘটনা ঘটল শনিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.