ETV Bharat / international

Modi Pays Tribute to Abe: মহান নেতা আবে, বন্ধুকে শেষশ্রদ্ধা জানিয়ে আবেগী মোদি - শিনজো আবে

টোকিয়োয় শিনজো আবেকে (Funeral of Shinzo Abe) শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ তিনি টুইটে সেই ছবি পোস্ট করে লিখেছেন, একজন মহান নেতা ছিলেন শিনজো আবে (Shinzo Abe)৷ তিনি ছিলেন একজন অভূতপূর্ব ব্যক্তিত্ব (Modi Pays Tribute to Abe)৷

Shinzo Abe was 'phenomenal', believed in India-Japan friendship, recalls PM Modi as he pays tribute
মহান নেতা আবে, বন্ধুকে শেষশ্রদ্ধা জানিয়ে আবেগী মোদি
author img

By

Published : Sep 27, 2022, 6:10 PM IST

টোকিয়ো, 27 সেপ্টেম্বর: একজন মহান নেতা ছিলেন শিনজো আবে (Shinzo Abe)৷ তিনি ছিলেন একজন অভূতপূর্ব ব্যক্তিত্ব ৷ টোকিয়োতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে 'বন্ধু'কে এ ভাবেই স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ শিনজো আবে ভারত ও জাপানের বন্ধুত্বেও বিশ্বাসী ছিলেন বলে মত নমোর (Modi Pays Tribute to Abe)৷

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শোকপালনের আয়োজনে উপস্থিত ছিলেন শতাধিক দেশের প্রতিনিধি (India Japan friendship)৷ তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছেন 20টিরও বেশি রাষ্ট্রের প্রধান ৷ ভারতের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ককে নয়া শিখরে নিয়ে যাওয়া বন্ধু আবেকে শেষশ্রদ্ধা জানাতে সকালেই টোকিয়োয় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আবেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন তিনি ৷ ক্যাপশনে মোদি লিখেছেন, "চলতি বছরের শুরুর দিকে যখন টোকিয়োতে এসেছিলাম, কখনও ভাবতে পেরেছি যে প্রাক্তন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় শোকপালনে অংশ নিতে এখানে আবার ফিরে আসব ! তিনি একজন মহান নেতা ছিলেন, একজন অভূতপূর্ব ব্যক্তিত্ব ছিলেন ৷ এবং তিনি ভারত-জাপান বন্ধুত্বে বিশ্বাসী ছিলেন ৷ লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে থেকে যাবেন তিনি ৷"

  • When I was in Tokyo earlier this year, little did I imagine I would be back for the solemn programme of former PM Abe’s state funeral. He was a great leader, a phenomenal individual and someone who believed in India-Japan friendship. He shall live on in the hearts of millions! pic.twitter.com/VwN5iufP6g

    — Narendra Modi (@narendramodi) September 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে বিদেশমন্ত্রক টুইট করে জানিয়েছে যে, টোকিয়োর নিপ্পোন বুদোকানে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে জাপানে মোদি, সাক্ষাৎ কিশিদার সঙ্গেও

মোদির পাশাপাশি এ দিন 700-রও বেশি বিদেশি অতিথি শিনজো আবেকে শ্রদ্ধা জানিয়েছেন ৷ সেই তালিকায় ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাচ ৷ শেষকৃত্যের সময় প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান বহু মানুষ ৷ গত 8 জুলাই দক্ষিণ জাপানের শহর নারাতে একটি সভাস্থলে বক্তব্য রাখার সময় গুলি করে হত্যা করা হয় 67 বছরের শিনজো আবেকে ৷

টোকিয়ো, 27 সেপ্টেম্বর: একজন মহান নেতা ছিলেন শিনজো আবে (Shinzo Abe)৷ তিনি ছিলেন একজন অভূতপূর্ব ব্যক্তিত্ব ৷ টোকিয়োতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে 'বন্ধু'কে এ ভাবেই স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ শিনজো আবে ভারত ও জাপানের বন্ধুত্বেও বিশ্বাসী ছিলেন বলে মত নমোর (Modi Pays Tribute to Abe)৷

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শোকপালনের আয়োজনে উপস্থিত ছিলেন শতাধিক দেশের প্রতিনিধি (India Japan friendship)৷ তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছেন 20টিরও বেশি রাষ্ট্রের প্রধান ৷ ভারতের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ককে নয়া শিখরে নিয়ে যাওয়া বন্ধু আবেকে শেষশ্রদ্ধা জানাতে সকালেই টোকিয়োয় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আবেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন তিনি ৷ ক্যাপশনে মোদি লিখেছেন, "চলতি বছরের শুরুর দিকে যখন টোকিয়োতে এসেছিলাম, কখনও ভাবতে পেরেছি যে প্রাক্তন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় শোকপালনে অংশ নিতে এখানে আবার ফিরে আসব ! তিনি একজন মহান নেতা ছিলেন, একজন অভূতপূর্ব ব্যক্তিত্ব ছিলেন ৷ এবং তিনি ভারত-জাপান বন্ধুত্বে বিশ্বাসী ছিলেন ৷ লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে থেকে যাবেন তিনি ৷"

  • When I was in Tokyo earlier this year, little did I imagine I would be back for the solemn programme of former PM Abe’s state funeral. He was a great leader, a phenomenal individual and someone who believed in India-Japan friendship. He shall live on in the hearts of millions! pic.twitter.com/VwN5iufP6g

    — Narendra Modi (@narendramodi) September 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে বিদেশমন্ত্রক টুইট করে জানিয়েছে যে, টোকিয়োর নিপ্পোন বুদোকানে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে জাপানে মোদি, সাক্ষাৎ কিশিদার সঙ্গেও

মোদির পাশাপাশি এ দিন 700-রও বেশি বিদেশি অতিথি শিনজো আবেকে শ্রদ্ধা জানিয়েছেন ৷ সেই তালিকায় ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাচ ৷ শেষকৃত্যের সময় প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান বহু মানুষ ৷ গত 8 জুলাই দক্ষিণ জাপানের শহর নারাতে একটি সভাস্থলে বক্তব্য রাখার সময় গুলি করে হত্যা করা হয় 67 বছরের শিনজো আবেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.