ইসলামাবাদ, 8 জানুয়ারি: ফের পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা বিস্ফোরণ ৷ এবার পুলিশের গাড়িকে লক্ষ্য করে ছোঁড়া হল বোমা ৷ ঘটনায় পাঁচ পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 22 জন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার মামুন্দ এলাকায় ৷ বাজাউর পুলিশের মুখপাত্র ইসরার আহমেদ আধিকারিকদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ।
খার জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ওয়াজির খান সাফি জানিয়েছেন, আহত 22 জনের মধ্যে 12 জনের হাসপাতালে চিকিৎসা চলছে । এছাড়াও গুরুতর আহত আরও 10 জনকে পেশোয়ারের একটি হাসপাতালে রেফার করা হয়েছে । মালাকান্দ বিভাগের কমিশনার সাকিব রাজা বলেন, "ওই এলাকায় পোলিও অভিযান চলছিল ৷ বিস্ফোরণের পর পোলিও অভিযান স্থগিত করা হয়েছে । গুরুতর আহত ব্যক্তিদের পেশোয়ারে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে এবং বিস্ফোণের পর ঘিরে রাখা হয়েছে এলাকাটিকে ৷" উদ্ধারকারী দলগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে ।
খাইবার পাখতুনখোয়ায় তদারকি সরকারের মুখ্যমন্ত্রী বিচারপতি আরশাদ হুসেন শাহ এই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং পুলিশ আধিকারিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন । তিনি আহতদের দ্রুত আরোগ্যের কামনা করেন এবং তাদের সবরকম সাহায্য করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন । আরশাদ হুসেন শাহ বলেন, "এ ধরনের ঘটনা দিয়ে পুলিশের মনোবল নষ্ট হবে না ৷ খাইবার পাখতুনখোয়া পুলিশ মানুষের জীবন রক্ষার জন্য সবসময় বলিদান দিয়েছে ৷ শোকাহত পরিবারগুলিকে সকল সম্ভাব্য সহায়তা করা হবে ।"
এর আগে নভেম্বরের শুরুতে পাকিস্তানের ট্যাঙ্কের কারি শাহ নূর এলাকায় পুলিশের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয় ৷ সেই ঘটনায় একজন স্টেশন হাউস অফিসার (এসএইচও)-সহ তিনজন পুলিশ কর্মী নিহত এবং একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট-সহ পাঁচজন আহত হন । পুলিশের মুখপাত্র জানিয়েছিলেন, ডিএসপি চান শাহ নূর গ্রামে এক মহিলাকে অপহরণকারীদের গ্রেফতার করতে পুলিশ দলের নেতৃত্ব দিচ্ছিলেন ৷ তখন অজ্ঞাত পরিচয় হামলাকারীরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় । (সংবাদ সংস্থা- এএনআই)
আরও পড়ুন: