লভিভ (ইউক্রেন), 27 মার্চ : পশ্চিম ইউক্রেনের লিভিভ প্রদেশে রকেট হামলা চালাল রাশিয়া (Rocket Attacks in Lviv City of Ukraine by Russia) ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোল্যান্ড সফরের মধ্যেই ওই হামলা চালিয়েছে রুশবাহিনী ৷ সেই সঙ্গে মস্কোর তরফে আমেরিকাকে একটি বার্তা দেওয়ারও চেষ্টা করা হল বলে মনে করছে কূটনৈতিক মহল ৷ এটাই বুঝিয়ে দেওয়া হল, যতই দাবি করা হোক ইউক্রেনের পূর্ব প্রান্তেই রাশিয়া আক্রমণ করছে ৷ মস্কো চাইলে ইউক্রেনের যে কোনও প্রান্তে হামলা করতে পারে ৷
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অধিকাংশ প্রদেশের প্রায় 2 লক্ষ নাগরিক লিভভে আশ্রয় নিয়েছিল ৷ যেখানে রাশিয়ার সামরিক বিমানের হামলা হয়নি ৷ ফলে কার্যত ইউক্রেনবাসীর কাছে লিভিভ ছিল স্বর্গের মত ৷ কিন্তু, সেই লিভিভ একের পর এক রকেট হামলায় কেঁপে ওঠে (Rocket Attacks in Lviv) ৷ ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে অনেকাংশ লিভিভকে রক্ষা করা সম্ভব হয়েছিল ৷ কিন্তু, সপ্তাহখানেক আগে লিভিভের প্রধান বিমান বন্দরের কাছে সামরিক বিমান মেরামত কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া ৷
খারকিভের আইটি কর্মী এক ইউক্রেনিয়ান জানান, অন্যান্য শরণার্থীদের মত তিনিও লিভিভে আশ্রয় নিয়েছেন ৷ কিন্তু, গত দু‘প্তাহে সামরিক বিমান মেরামতি কেন্দ্রে হামলার পর থেকে সুরক্ষিত মনে হওয়া লিভিভ প্রদেশও বর্তমানে নিরাপদ নয় বলে জানান তিনি ৷ কিন্তু, এখন ইউক্রেনের কোনও শহরই আর নিরাপদ নয় বলে জানান ওই ইউক্রেনিয়ান ৷ তাই এবার লুকিয়ে থাকা ছাড়া তাঁদের কোনও উপায় নেই বলেই মনে করছে লিভিভে আশ্রয় নেওয়া লোকজন ৷
আরও পড়ুন : Russia Ukraine Conflict : ইউক্রেন নয়, হঠাৎ ডনবাসের স্বাধীনতা নিয়ে মাথাব্যথা রাশিয়ার
রাশিয়ার সামরিক অভিযানের আগে লিভিভ শহরে অন্তত 7 লক্ষ মানুষ বসবাস করতেন ৷ তাঁদের অনেকেই এখন আর নিজেদের নিরাপদ মনে করছেন না ৷ তাই তাঁরা ধীরে ধীরে প্রতিবেশী দেশ পোল্যান্ড চলে যাচ্ছেন ৷ শনিবার পোল্যান্ডে শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ সেখানে উপস্থিত শরণার্থীদের প্রতি সমবেদনা জানান বাইডেন ৷