বেজিং, 25 ডিসেম্বর: সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু হতেই করোনার সংক্রমণ সংক্রান্ত প্রতিদিনের তথ্য (Daily Covid Update) প্রকাশ করা বন্ধ করে দিল চিন (China) ! রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে খবর সামনে এসেছে, সেই অনুসারে, এবার থেকে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (National Health Commission) বা এনএইচসি (NHC) আর করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য প্রকাশ করবে না ৷ এতদিন তারাই এই কাজ করে আসছিল ৷
এই বিষয়ে এনএইচসির তরফ থেকে ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "রবিবার থেকে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন আর করোনা সংক্রমণের দৈনিক তথ্য প্রকাশ করবে না ৷ বদলে 'রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধী চিনা কেন্দ্র' (Chinese Center for Disease Control and Prevention) এই কাজ করবে ৷ করোনা সংক্রান্ত বিভিন্ন সমীক্ষা এবং তথ্য এবার থেকে তারাই প্রকাশ করবে ৷" কিন্তু, কবে থেকে সেই প্রক্রিয়া শুরু করা হবে, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ৷
আরও পড়ুন: চিন, জাপান-সহ পাঁচটি দেশ-ফেরৎ বিমানযাত্রীদের আরটি-পিসিআর বাধ্যতামূলক, জানাল স্বাস্থ্যমন্ত্রক
শনিবার শেষবারের মতো করোনা সংক্রান্ত দৈনিক রিপোর্ট প্রকাশ করেছিল এনএইচসি ৷ ওইদিন যে তথ্য প্রকাশ করা হয়েছিল, তা আদতে গত শুক্রবারের রিপোর্ট ৷ সেই অনুসারে, চিনের মূল ভূখণ্ডে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 128 জন ৷ তবে ওই রিপোর্টে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও খবর প্রকাশ করা হয়নি ৷
23 ডিসেম্বর (গত শুক্রবার) চিনের বিভিন্ন হাসপাতাল থেকে মোট 1 হাজার 760 জনকে ছেড়ে দেওয়া হয় ৷ তাঁরা সকলেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের ৷ ওই একই দিনে আরও 28 হাজার 865 জনকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্র এবং পর্যবেক্ষণকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয় ৷ সূত্রের দাবি, ওই 28 হাজার 865 জন করোনায় আক্রান্ত না হলেও আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন ৷ সেই কারণেই তাঁদের নিভৃতবাসে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ 23 তারিখ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন 99 জন ৷
রেডিয়ো ফ্রি এশিয়ার (Radio Free Asia) প্রকাশ করা তথ্য অনুসারে, চিনের সরকার 'শূন্য কোভিড নীতি' (Zero Covid Policy) গ্রহণের মাত্র 20 দিন পরই সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হন 25 কোটি মানুষ ! চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের হিসাব অনুসারে এই রিপোর্ট পেশ করে রেডিয়ো ফ্রি এশিয়া ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এই অবস্থায় ফের একবার ঘরে-বাইরে চাপের মুখে পড়তে হত বেজিংকে ৷ সেই কারণেই করোনার দৈনিক তথ্য প্রকাশের অধিকার এনএইচসির হাত থেকে নিয়ে নেওয়া হয় ! যা নিয়ে ইতিমধ্যেই সরব নানা মহল ৷ তাদের দাবি, চিন সরকার আদতে ফের একবার করোনা সংক্রান্ত তথ্য (Coronavirus in China) ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ৷