ETV Bharat / international

Queen Elizabeth II Demise: 70 বছরের রাজত্বের অবসান, প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

বৃহস্পতিবার তাঁর শারীরিক অসুস্থতার কথা ছড়িয়ে পড়েছিল ৷ চিকিৎসকেরাও উদ্বিগ্ন ছিলেন ৷ শেষ রক্ষা হল না ৷ চলে গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II passes away) ৷ তাঁকে দেখতে পৌঁছন প্রিন্স চার্লস (Prince of Wales, Charles) ৷ এখন তিনিই ব্রিটেনের রাজা ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 9, 2022, 6:33 AM IST

Updated : Sep 9, 2022, 7:34 AM IST

লন্ডন, 9 সেপ্টেম্বর: প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময়, 70 বছর ধরে সিংহাসনে আসীন ছিলেন ৷ বৃহস্পতিবার 96 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 10 দিন ধরে জাতীয় শোকপালন হবে (Queen Elizabeth II longest-serving monarch in British history passed away at 96) ৷

সন্ধে সাড়ে 6টা নাগাদ বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace)-এর তরফে বলা হয় রানি দুপুর নাগাদ বালমোরাল প্রাসাদে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ৷ দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রীতি অনুযায়ী তাঁর 4 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ 'প্রিন্স অফ ওয়েলস' চার্লস (Prince of Wales) রাজা হয়েছেন ৷ এখন তাঁর বয়স 73 ৷

আরও পড়ুন: সঙ্কটজনক রানি দ্বিতীয় এলিজাবেথ, উদ্বিগ্ব চিকিৎসকেরা

বৃহস্পতিবারই চিকিৎসকরা রানি শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে তাঁকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন ৷ তারপরই মিলল এই দুঃসংবাদ ৷ তাঁর 4 সন্তান- রাজপুত্র চার্লস (72), প্রিন্সেস অ্যান (72), প্রিন্স অ্যান্ড্রিউ (62), প্রিন্স এডওয়ার্ড (58) খবর পাওয়া মাত্র বালমোরালের স্কটিশ হাইল্যান্ডে পৌঁছন ৷ আসেন চার্লসের দুই পুত্র উইলিয়াম এবং প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাওয়া হ্যারিও ৷ দু'দিন আগেই রানি লিজ ট্রাসকে দেশের 15তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন ৷

1926 সালের 21 এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন এলিজাবেথ আলেক্সজান্ডার মেরি উইন্ডসর (Elizabeth Alexandra Mary Windsor) ৷ তাঁর বাবা ডিউক অফ ইয়র্ক অ্যালবার্টের (Albert, Duke of York) প্রথম কন্যা সন্তান তিনি ৷ তাঁর মা লেডি এলিজাবেথ বাওয়েস-লায়ন (Lady Elizabeth Bowes-Lyon) ৷ রানি দ্বিতীয় এলিজাবেথের বোন মার্গারেট রোস 1930 সালে জন্মগ্রহণ করেন ৷ তাঁরা দাদু রাজা পঞ্চম জর্জের খুব প্রিয় ছিলেন ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ৷ 1952 সালে রানি দ্বিতীয় এলিজাবেথ মাত্র 25 বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে বসেন ৷ সেই সময় চিনে মাও জেদং (China's Mao Zedong), সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্তালিন (Joseph Stalin) এবং আমেরিকায় প্রেসিডেন্ট ডি ওয়াইসেনহাওয়ারের (US president Dwight D. Eisenhower) শাসন চলছে ৷

2021-এ অর্থাৎ গত বছরের এপ্রিলে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ 'ডিউক অফ এডিনবার্গ' (Prince Philip, Duke of Edinburgh) মারা যান ৷ তাঁরা 73 বছর একসঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন ৷

লন্ডন, 9 সেপ্টেম্বর: প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘ সময়, 70 বছর ধরে সিংহাসনে আসীন ছিলেন ৷ বৃহস্পতিবার 96 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 10 দিন ধরে জাতীয় শোকপালন হবে (Queen Elizabeth II longest-serving monarch in British history passed away at 96) ৷

সন্ধে সাড়ে 6টা নাগাদ বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace)-এর তরফে বলা হয় রানি দুপুর নাগাদ বালমোরাল প্রাসাদে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ৷ দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রীতি অনুযায়ী তাঁর 4 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ 'প্রিন্স অফ ওয়েলস' চার্লস (Prince of Wales) রাজা হয়েছেন ৷ এখন তাঁর বয়স 73 ৷

আরও পড়ুন: সঙ্কটজনক রানি দ্বিতীয় এলিজাবেথ, উদ্বিগ্ব চিকিৎসকেরা

বৃহস্পতিবারই চিকিৎসকরা রানি শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে তাঁকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন ৷ তারপরই মিলল এই দুঃসংবাদ ৷ তাঁর 4 সন্তান- রাজপুত্র চার্লস (72), প্রিন্সেস অ্যান (72), প্রিন্স অ্যান্ড্রিউ (62), প্রিন্স এডওয়ার্ড (58) খবর পাওয়া মাত্র বালমোরালের স্কটিশ হাইল্যান্ডে পৌঁছন ৷ আসেন চার্লসের দুই পুত্র উইলিয়াম এবং প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাওয়া হ্যারিও ৷ দু'দিন আগেই রানি লিজ ট্রাসকে দেশের 15তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন ৷

1926 সালের 21 এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন এলিজাবেথ আলেক্সজান্ডার মেরি উইন্ডসর (Elizabeth Alexandra Mary Windsor) ৷ তাঁর বাবা ডিউক অফ ইয়র্ক অ্যালবার্টের (Albert, Duke of York) প্রথম কন্যা সন্তান তিনি ৷ তাঁর মা লেডি এলিজাবেথ বাওয়েস-লায়ন (Lady Elizabeth Bowes-Lyon) ৷ রানি দ্বিতীয় এলিজাবেথের বোন মার্গারেট রোস 1930 সালে জন্মগ্রহণ করেন ৷ তাঁরা দাদু রাজা পঞ্চম জর্জের খুব প্রিয় ছিলেন ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ৷ 1952 সালে রানি দ্বিতীয় এলিজাবেথ মাত্র 25 বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে বসেন ৷ সেই সময় চিনে মাও জেদং (China's Mao Zedong), সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্তালিন (Joseph Stalin) এবং আমেরিকায় প্রেসিডেন্ট ডি ওয়াইসেনহাওয়ারের (US president Dwight D. Eisenhower) শাসন চলছে ৷

2021-এ অর্থাৎ গত বছরের এপ্রিলে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ 'ডিউক অফ এডিনবার্গ' (Prince Philip, Duke of Edinburgh) মারা যান ৷ তাঁরা 73 বছর একসঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন ৷

Last Updated : Sep 9, 2022, 7:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.