টোকিয়ো, 24 মে: গণতান্ত্রিক পথে সফল ভাবে কোভিড মোকাবিলা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টোকিয়োয় কোয়াড সামিটের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে এ ভাবেই নমোর প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden praises Modi)৷ তাঁর কথায়, করোনা মোকাবিলায় সফল মোদি ৷ আর ব্যর্থ চিন ৷
শুরু হয়েছে কোয়াড গোষ্ঠীর সম্মেলন ৷ মঙ্গলবার আয়োজক দেশ জাপানের টোকিয়োতে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ ৷ তারই ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সেরে নিলেন মোদি ও বাইডেন ৷ সেই বৈঠকেই মোদির প্রশংসায় পঞ্চমুখ হন বাইডেন (PM Modi meeting with President Biden at Quad Summit 2022)৷
তিনি (Joe Biden praises PM Modi) বলেন, "ভারত-মার্কিন টিকা প্রোগ্রাম ফের পুনরুজ্জীবিত হওয়ায় আমি খুবই খুশি ৷ ভারত ও আমেরিকার বন্ধুত্বকে আরও ঘনিষ্ঠ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ ৷" বাইডেন আরও বলেন, মোদির সাফল্য গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, চিন ও রাশিয়ার মতো স্বৈরাচারী দেশগুলির থেকেও আরও সফল ভাবে বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারে গণতান্ত্রিক রাষ্ট্রগুলি ৷
আরও পড়ুন: Tokyo Quad Summit : খুব কম সময়ে দুনিয়ায় কোয়াড গোষ্ঠী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, জানালেন মোদি
-
Had a productive meeting with @POTUS @JoeBiden. Today’s discussions were wide-ranging and covered multiple aspects of India-USA ties including trade, investment, defence as well as people-to-people linkages. pic.twitter.com/kUcylf6xXp
— Narendra Modi (@narendramodi) May 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Had a productive meeting with @POTUS @JoeBiden. Today’s discussions were wide-ranging and covered multiple aspects of India-USA ties including trade, investment, defence as well as people-to-people linkages. pic.twitter.com/kUcylf6xXp
— Narendra Modi (@narendramodi) May 24, 2022Had a productive meeting with @POTUS @JoeBiden. Today’s discussions were wide-ranging and covered multiple aspects of India-USA ties including trade, investment, defence as well as people-to-people linkages. pic.twitter.com/kUcylf6xXp
— Narendra Modi (@narendramodi) May 24, 2022
বাইডেনের সঙ্গে বৈঠকের কথা টুইটে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "জো বাইডেনের সঙ্গে একটি গঠনমূলক বৈঠক হয়েছে ৷ আজকের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জনসংযোগ-সহ ভারত-মার্কিন সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে ৷"