ETV Bharat / international

'ডাবল আর্থ ওয়াকে' গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নজর পঞ্জাবে জন্ম আইরিশ ব্যক্তির - Vinod Bajaj

Guinness World Record for Double Earth Walk: 73 বছরের আইরিশ ব্যক্তি ৷ জন্মগতভাবে তিনি ভারতীয় বংশোদ্ভুত ৷ যিনি পৃথিবীর পরিধি দ্বিগুণের সমান পায়ে হেটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 9:01 PM IST

লন্ডন, 19 নভেম্বর: গত পঞ্চাশ বছর ধরে আয়ারল্যান্ডের বসবাস করছেন বিনোদ বাজাজ ৷ পঞ্জাবে জন্ম এই প্রবাসী ভারতীয়র বয়স বর্তমানে 73 বছর ৷ ইনি 80 হাজার কিলোমিটারের বেশি পায়ে হেঁটেছেন ৷ অর্থাৎ, পৃথিবীর পরিধিকে দু’বার পায়ে হেঁটে অতিক্রম করার মতো অসাধ্য সাধন করে ফেলেছেন এই ব্যক্তি ৷ আর সেই দাবিতে এবার গিনেস বুক অফ রেকর্ডে নিজের নাম তোলার জন্য আবেদন করেছেন ভারতীয় বংশোদ্ভুত এই বৃদ্ধ ৷

জানা গিয়েছে, বিনোদ বাজাজের আবেদনপত্রে ‘‘সর্বশ্রেষ্ঠ ক্রমবর্ধমান দূরত্ব একা পায়ে হেঁটেছেন’’, এমনটা জানিয়েছেন ৷ গত সপ্তাহে তিনি এই আবেদন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য নথিভুক্ত করেছেন ৷ উল্লেখ্য, এর আগেও তিনি এই রেকর্ডের মালিক ছিলেন ৷ এবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন বিনোদ বাজাজ ৷ তিনি তাঁর দ্বিতীয় 'আর্থ ওয়াক' 1 হাজার 114 দিনে পূরণ করেছেন ৷ প্রথম 'আর্থ ওয়াক' থেকে 382 দিন কম সময়ে ৷ আগেরবার 2020 সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার 'আর্থ ওয়াক' করে গিনেস বুকে নাম তুলেছিলেন তিনি ৷

আয়ারল্যান্ড থেকে সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, ‘‘আমার স্ত্রী জুন, রোজ আমার এই দীর্ঘ হাঁটার অভ্যেসে খুশি নয় ৷ ও মনে করে আমি অতিরিক্ত বাড়াবাড়ি করি এবং যা আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারে ৷’’ বিনোদ বাজাজ বর্তমানে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের বাসিন্দা ৷ তিনি বলেন, ‘‘জুন আমাকে দ্বিতীয় 'আর্থ ওয়াক' না করার জন্য নিষেধ করেছিল ৷ কিন্তু, ওর সাধানতা সত্ত্বেও আমি দ্বিতীয় 'আর্থ ওয়াক' সবেমাত্র শেষ করে ফেললাম ৷’’

বিনোদ জানিয়েছেন, তিনি এখনও তাঁর হাঁটার এই অভ্যেস বজায় রাখবেন ৷ তবে, আগের থেকে অনেকটাই হাঁটার পরিমাণ কমিয়ে দেবেন ৷ কিন্তু, হাঁটা ছাড়বেন না ৷ এর কারণ হিসেবে বিনোদ জানান, তাঁর এই হাঁটার অভ্যেস এখন তিনি উপভোগ করেন ৷ এটা তাঁকে আনন্দ দেয় ৷ 2016 সালের অগস্ট মাস থেকে তিনি এই 'আর্থ ওয়াক' শুরু করেছিলেন ৷ তবে, শুরুটা 'আর্থ ওয়াক' করার উদ্দেশ্য ছিল না ৷ নিজের শরীরের মেদ কমিয়ে একজন সুস্থ এবং স্বাস্থ্যবান ব্যক্তি হওয়ার লক্ষ্যে এই হাঁটা শুরু করেছিলেন ৷ কিন্তু, যত তাঁর ওজন কমতে থাকে, তত হাঁটার আগ্রহ বেড়ে যায় ৷ প্রথম তিনমাসে প্রতিদিন 700 কিলো ক্যালোরি ঝড়িয়ে 8 কেজি ওজন কমিয়েছিলেন বিনোদ বাজাজ ৷

আরও পড়ুন:

  1. হাই হিল পরে দৌড়ে ক্রিশ্চিয়ানের নাম গিনেস বুকে ! টেক্কা বোল্টকে
  2. 16 ঘণ্টা ট্রেন চালিয়ে গিনেস বুকে নাম তুললেন দিল্লি মেট্রোর কর্মী

লন্ডন, 19 নভেম্বর: গত পঞ্চাশ বছর ধরে আয়ারল্যান্ডের বসবাস করছেন বিনোদ বাজাজ ৷ পঞ্জাবে জন্ম এই প্রবাসী ভারতীয়র বয়স বর্তমানে 73 বছর ৷ ইনি 80 হাজার কিলোমিটারের বেশি পায়ে হেঁটেছেন ৷ অর্থাৎ, পৃথিবীর পরিধিকে দু’বার পায়ে হেঁটে অতিক্রম করার মতো অসাধ্য সাধন করে ফেলেছেন এই ব্যক্তি ৷ আর সেই দাবিতে এবার গিনেস বুক অফ রেকর্ডে নিজের নাম তোলার জন্য আবেদন করেছেন ভারতীয় বংশোদ্ভুত এই বৃদ্ধ ৷

জানা গিয়েছে, বিনোদ বাজাজের আবেদনপত্রে ‘‘সর্বশ্রেষ্ঠ ক্রমবর্ধমান দূরত্ব একা পায়ে হেঁটেছেন’’, এমনটা জানিয়েছেন ৷ গত সপ্তাহে তিনি এই আবেদন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য নথিভুক্ত করেছেন ৷ উল্লেখ্য, এর আগেও তিনি এই রেকর্ডের মালিক ছিলেন ৷ এবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন বিনোদ বাজাজ ৷ তিনি তাঁর দ্বিতীয় 'আর্থ ওয়াক' 1 হাজার 114 দিনে পূরণ করেছেন ৷ প্রথম 'আর্থ ওয়াক' থেকে 382 দিন কম সময়ে ৷ আগেরবার 2020 সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার 'আর্থ ওয়াক' করে গিনেস বুকে নাম তুলেছিলেন তিনি ৷

আয়ারল্যান্ড থেকে সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, ‘‘আমার স্ত্রী জুন, রোজ আমার এই দীর্ঘ হাঁটার অভ্যেসে খুশি নয় ৷ ও মনে করে আমি অতিরিক্ত বাড়াবাড়ি করি এবং যা আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারে ৷’’ বিনোদ বাজাজ বর্তমানে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের বাসিন্দা ৷ তিনি বলেন, ‘‘জুন আমাকে দ্বিতীয় 'আর্থ ওয়াক' না করার জন্য নিষেধ করেছিল ৷ কিন্তু, ওর সাধানতা সত্ত্বেও আমি দ্বিতীয় 'আর্থ ওয়াক' সবেমাত্র শেষ করে ফেললাম ৷’’

বিনোদ জানিয়েছেন, তিনি এখনও তাঁর হাঁটার এই অভ্যেস বজায় রাখবেন ৷ তবে, আগের থেকে অনেকটাই হাঁটার পরিমাণ কমিয়ে দেবেন ৷ কিন্তু, হাঁটা ছাড়বেন না ৷ এর কারণ হিসেবে বিনোদ জানান, তাঁর এই হাঁটার অভ্যেস এখন তিনি উপভোগ করেন ৷ এটা তাঁকে আনন্দ দেয় ৷ 2016 সালের অগস্ট মাস থেকে তিনি এই 'আর্থ ওয়াক' শুরু করেছিলেন ৷ তবে, শুরুটা 'আর্থ ওয়াক' করার উদ্দেশ্য ছিল না ৷ নিজের শরীরের মেদ কমিয়ে একজন সুস্থ এবং স্বাস্থ্যবান ব্যক্তি হওয়ার লক্ষ্যে এই হাঁটা শুরু করেছিলেন ৷ কিন্তু, যত তাঁর ওজন কমতে থাকে, তত হাঁটার আগ্রহ বেড়ে যায় ৷ প্রথম তিনমাসে প্রতিদিন 700 কিলো ক্যালোরি ঝড়িয়ে 8 কেজি ওজন কমিয়েছিলেন বিনোদ বাজাজ ৷

আরও পড়ুন:

  1. হাই হিল পরে দৌড়ে ক্রিশ্চিয়ানের নাম গিনেস বুকে ! টেক্কা বোল্টকে
  2. 16 ঘণ্টা ট্রেন চালিয়ে গিনেস বুকে নাম তুললেন দিল্লি মেট্রোর কর্মী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.