ETV Bharat / international

Plane Crash in US: বিদ্যুতের খুঁটিতে আটকে গেল বিমান, মার্কিন মুলুকে আজব কাণ্ড - বিদ্যুতের খুঁটিতে আটকে গেল বিমান

রবিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টিতে বিদ্যুুতের খুঁটিতে আটকে গেল বিমান (Plane Crash in US) ৷ এর জেরে এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ।

Plane Crash in US
Plane Crash in US
author img

By

Published : Nov 28, 2022, 10:01 AM IST

মেরিল্যান্ড, 28 নভেম্বর: রবিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটল একটি চাঞ্চল্যকর ঘটনা ৷ মন্টগোমারি কাউন্টির (Montgomery County ) একটি বিদ্যুতের খুঁটিতে এসে ধাক্কা মারল একটি ছোট বিমান (plane crashed into the power lines) ৷ এরপর সেটি সেখানেই আটকে যায় ৷ যার ফলে আশেপাশের এলাকায় দেখা দেয় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ৷

এই বিমান দুর্ঘটনার ফলে মন্টগোমারি কাউন্টির 90 হাজারের বেশি বাসিন্দাদের বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ এমনকী ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে ৷ তবে এই ঘটনায় কেউ আহত হয়নি ।

আরও পড়ুন: জনগণের করের টাকায় বাগানে বসল বহুমূল্যের মূর্তি, বিতর্কে ঋষি সুনা

জানা গিয়েছে, একটি ছোট বিমান রথবেরি ডক্টর অ্যান্ড গোশেন আরডি এলাকায় বিদ্যুৎ লাইনে এসে পড়ে ৷ এরপরেই মন্টগোমারি কাউন্টি ডিপার্টমেন্ট অফ পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয়, অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন ৷ এখনও সেখানে বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ বৃষ্টির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ তবে ঘটনার তদন্ত চলছে ।

মেরিল্যান্ড, 28 নভেম্বর: রবিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ঘটল একটি চাঞ্চল্যকর ঘটনা ৷ মন্টগোমারি কাউন্টির (Montgomery County ) একটি বিদ্যুতের খুঁটিতে এসে ধাক্কা মারল একটি ছোট বিমান (plane crashed into the power lines) ৷ এরপর সেটি সেখানেই আটকে যায় ৷ যার ফলে আশেপাশের এলাকায় দেখা দেয় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ৷

এই বিমান দুর্ঘটনার ফলে মন্টগোমারি কাউন্টির 90 হাজারের বেশি বাসিন্দাদের বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ এমনকী ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে ৷ তবে এই ঘটনায় কেউ আহত হয়নি ।

আরও পড়ুন: জনগণের করের টাকায় বাগানে বসল বহুমূল্যের মূর্তি, বিতর্কে ঋষি সুনা

জানা গিয়েছে, একটি ছোট বিমান রথবেরি ডক্টর অ্যান্ড গোশেন আরডি এলাকায় বিদ্যুৎ লাইনে এসে পড়ে ৷ এরপরেই মন্টগোমারি কাউন্টি ডিপার্টমেন্ট অফ পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হয়, অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন ৷ এখনও সেখানে বিদ্যুতের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ বৃষ্টির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ তবে ঘটনার তদন্ত চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.