ETV Bharat / international

Facebook Followers Outage: জুকেরবার্গের ফলোয়ার সংখ্যা নেমে এল 10 হাজারে, ফেসবুক বিভ্রাট নিয়ে কী বলছে মেটা? - জুকেরবার্গের ফলোয়ার সংখ্যা নেমে এল 10 হাজারে

খোদ মেটা (META) সিইও মার্ক জুকেরবার্গের সঙ্গেও এমন কাণ্ডটাই ঘটেছে ৷ রাতারাতি প্রায় 12 কোটি ফলোয়ার কমেছে তাঁর (Mark Zuckerberg Loses Over 119 Million Facebook Followers) ৷ যদিও বিষয়টি নিয়ে অবগত মেটা (META) ৷

Facebook Followers Outage
জুকেরবার্গের ফলোয়ার সংখ্যা নেমে এল 10 হাজারে
author img

By

Published : Oct 12, 2022, 5:46 PM IST

ক্যালিফোর্নিয়া, 12 অক্টোবর: বুধের সকাল থেকে হুলুস্থূল ফেসবুকে ৷ ঝড়ের গতিতে ফলোয়ার কমছে সেলেবদের (Facebook Followers Outage) ৷ যার অ্যাকাউন্টে লক্ষাধিক ফলোয়ার ছিল, তার ফলোয়ার্স গিয়ে দাঁড়িয়েছে কয়েক হাজারে ৷ একরাশ মাথাব্যথা নিয়ে কেউ কেউ তো পোস্টও করে ফেললেন, মার্ক জুকেরবার্গ আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন ? পরে খোঁজ নিয়ে জানা গেল খোদ মেটা (META) সিইও-র সঙ্গেও এমন কাণ্ডটাই ঘটেছে ৷ রাতারাতি প্রায় 12 কোটি ফলোয়ার কমেছে জুকেরবার্গের (Mark Zuckerberg Loses Over 119 Million Facebook Followers) ৷ কিন্তু কী কারণে এমনটা ঘটল ?

সম্প্রতি আত্মপ্রকাশ করেছে বহু প্রতীক্ষিত মেটা কোয়েস্ট প্রো মিক্সড রিয়েলিটি হেডসেট ৷ আর তারপর থেকেই এক উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক সাইটে ৷ বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত মেটা ৷ সংস্থার মুখপাত্র বলেছেন, "কিছু ফেসবুক ব্যবহারকারী তাদের প্রোফাইলে ফলোয়ার সংখ্যায় অসঙ্গতি লক্ষ্য করছেন ৷ আমরা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ৷ আমরা ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে ৷ আপনাদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ৷"

ঘটনার প্রকৃত কারণ সামনে না-এলেও বিশেষজ্ঞমহলের ধারণা বাগ-এর কারণেই এমনটা হয়েছে ৷ যদিও সে কথাও এখনও পর্যন্ত স্বীকার করেনি মেটা ৷ মেটা সাইবার হানার শিকার হয়েছে বলেও গুজব ওড়ালেন কেউ কেউ ৷ যদিও তা সত্যি নয় কোনওভাবেই ৷

আরও পড়ুন: সোমবার কয়েক ঘণ্টার বিপর্যয়ে মার্ক জুকারবার্গের ক্ষতি 600 কোটি ডলার

সম্প্রতি আবার ফেসবুকের পেরেন্ট সংস্থা নিরাপত্তা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, প্রায় দশ লক্ষ ব্যবহারকারীর লগ-ইন ক্রেডেনশিয়াল প্রায় 400টি স্ক্যাম অ্যাপ চুরি করে নিয়েছে ৷ ফলত ব্যবহারকারীদের ব্য়ক্তিগত সমস্ত তথ্য প্রকাশ্যে চলে আসতে পারে ৷ তাই ফলোয়ার বিভ্রাটের ঘটনায় উদ্বিগ্ন অনেকেই ৷ যতক্ষণ না স্বাভাবিক অবস্থায় ফিরছে সবকিছু, ততক্ষণ শান্তি নেই ৷

ক্যালিফোর্নিয়া, 12 অক্টোবর: বুধের সকাল থেকে হুলুস্থূল ফেসবুকে ৷ ঝড়ের গতিতে ফলোয়ার কমছে সেলেবদের (Facebook Followers Outage) ৷ যার অ্যাকাউন্টে লক্ষাধিক ফলোয়ার ছিল, তার ফলোয়ার্স গিয়ে দাঁড়িয়েছে কয়েক হাজারে ৷ একরাশ মাথাব্যথা নিয়ে কেউ কেউ তো পোস্টও করে ফেললেন, মার্ক জুকেরবার্গ আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন ? পরে খোঁজ নিয়ে জানা গেল খোদ মেটা (META) সিইও-র সঙ্গেও এমন কাণ্ডটাই ঘটেছে ৷ রাতারাতি প্রায় 12 কোটি ফলোয়ার কমেছে জুকেরবার্গের (Mark Zuckerberg Loses Over 119 Million Facebook Followers) ৷ কিন্তু কী কারণে এমনটা ঘটল ?

সম্প্রতি আত্মপ্রকাশ করেছে বহু প্রতীক্ষিত মেটা কোয়েস্ট প্রো মিক্সড রিয়েলিটি হেডসেট ৷ আর তারপর থেকেই এক উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক সাইটে ৷ বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত মেটা ৷ সংস্থার মুখপাত্র বলেছেন, "কিছু ফেসবুক ব্যবহারকারী তাদের প্রোফাইলে ফলোয়ার সংখ্যায় অসঙ্গতি লক্ষ্য করছেন ৷ আমরা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ৷ আমরা ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে ৷ আপনাদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ৷"

ঘটনার প্রকৃত কারণ সামনে না-এলেও বিশেষজ্ঞমহলের ধারণা বাগ-এর কারণেই এমনটা হয়েছে ৷ যদিও সে কথাও এখনও পর্যন্ত স্বীকার করেনি মেটা ৷ মেটা সাইবার হানার শিকার হয়েছে বলেও গুজব ওড়ালেন কেউ কেউ ৷ যদিও তা সত্যি নয় কোনওভাবেই ৷

আরও পড়ুন: সোমবার কয়েক ঘণ্টার বিপর্যয়ে মার্ক জুকারবার্গের ক্ষতি 600 কোটি ডলার

সম্প্রতি আবার ফেসবুকের পেরেন্ট সংস্থা নিরাপত্তা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, প্রায় দশ লক্ষ ব্যবহারকারীর লগ-ইন ক্রেডেনশিয়াল প্রায় 400টি স্ক্যাম অ্যাপ চুরি করে নিয়েছে ৷ ফলত ব্যবহারকারীদের ব্য়ক্তিগত সমস্ত তথ্য প্রকাশ্যে চলে আসতে পারে ৷ তাই ফলোয়ার বিভ্রাটের ঘটনায় উদ্বিগ্ন অনেকেই ৷ যতক্ষণ না স্বাভাবিক অবস্থায় ফিরছে সবকিছু, ততক্ষণ শান্তি নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.