ETV Bharat / international

Morocco Earthquake: মরক্কোয় হাহাকার! ভূকম্পনে মৃতের সংখ্যা ছাড়াল 1000, জি20'র মঞ্চ থেকে সাহায্যের আশ্বাস মোদির - মরক্কো

শুক্রবার গভীর রাতে কেঁপে উঠল আফ্রিকা মহাদেশের মরক্কো ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে 296 জনের। বহু বাড়িতে ফাটল ধরেছে ৷ পর্তুগাল ও আলজেরিয়া থেকেও এই কম্পন টের পাওয়া গিয়েছে ৷

ETV Bharat
মরক্কোয় ভূমিকম্প
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 9:34 AM IST

Updated : Sep 9, 2023, 9:15 PM IST

রাবাত (মরক্কো), 9 সেপ্টেম্বর: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো ৷ সে দেশের গৃহমন্ত্রক সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা 1 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ আহতের সংখ্যা পেরিয়ে গিয়েছে সাতশো ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷ রাজধানী রাবাতের অ্যাটলাস পর্বতে মাররাকেচ গ্রামটি ইউনেসকো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত ৷ এই ঐতিহাসিক গ্রামের বিভিন্ন ভবনের দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

শুক্রবার রাতে শক্তিশালী ভূমকম্প হয় উত্তর-পশ্চিম আফ্রিকায় অবস্থিত মরক্কোয় ৷ রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল 6.8 ৷ এর কেন্দ্রস্থল মাররাকেচ গ্রামের প্রায় 70 কিলোমিটার দক্ষিণে অ্যাটলাস পর্বত ৷ উত্তর আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ টুবকাল এবং জনপ্রিয় স্কি রিসর্ট উকেমেডেনের কাছেই ভূমিকম্পের কেন্দ্রস্থলটি রয়েছে বলে জানা গিয়েছে ৷

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, শুক্রবার রাত 11.11 মিনিটে 6.8 তীব্রতার ভূমিকম্প হয় ৷ এর ফলে কয়েক সেকেন্ড ধরে কেঁপে ওঠে এলাকা ৷ এই ভূমিকম্পের 19 মিনিট পর ভূকম্পন-পরবর্তী কম্পন অনুভূত হয় ৷ মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল মাটির 18 কিলোমিটার বা 11 মাইল গভীরে অবস্থিত ৷ তবে মরক্কোর সরকারি সংস্থা অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্র ভূ-পৃষ্ঠের 8 কিলোমিটার বা 5 মাইল গভীরে ৷

এই দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ সেখানে দেখা যাচ্ছে, শহরের গুরুত্বপূর্ণ জায়গার বহু বাড়িতে ফাটল ধরেছে ৷ রাজধানী রাবাতের রাস্তা দিয়ে লোকজন আতঙ্কে ছোটাছুটি করছে ৷ এখানে সবচেয়ে বেশি সংখ্যায় পর্যটকেরা ভিড় করেন ৷

  • Extremely pained by the loss of lives due to an earthquake in Morocco. In this tragic hour, my thoughts are with the people of Morocco. Condolences to those who have lost their loved ones. May the injured recover at the earliest. India is ready to offer all possible assistance to…

    — Narendra Modi (@narendramodi) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ তিনি এক্সে (টুইটারে) লিখেছেন, "মরক্কোতে ভূমিকম্প হয়েছে ৷ সেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন ৷ এই ঘটনায় আমি ব্যথিত ৷ এই দুঃখের সময় মরক্কোবাসীর জন্য আমি প্রার্থনা করছি ৷ যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ এই দুঃসময়ে ভারত মরক্কোকে সব দিক দিয়ে সাহায্য করতে প্রস্তুত ৷"

মরক্কোর অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, অন্ততপক্ষে 296 জনের মৃত্যু হয়েছে ৷ বেশি ক্ষতি হয়েছে শহরের বাইরের অংশে এবং শহরতলিতে ৷ কোথাও কোথাও রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রাস্তা পরিষ্কারের কাজ চলছে ৷ তবে কয়েকটি জায়গায় গ্রামগুলি পাহাড়ের গায়ে রয়েছে ৷ তাই সেই প্রত্যন্ত এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ৷ এদিনের ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, পর্তুগালের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, এই কম্পন পর্তুগাল, আলজেরিয়াতেও অনুভূত হয়েছে ৷

আরও পড়ুন: আতঙ্কের সোমবার ! ফের জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে 3

রাবাত (মরক্কো), 9 সেপ্টেম্বর: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো ৷ সে দেশের গৃহমন্ত্রক সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা 1 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ আহতের সংখ্যা পেরিয়ে গিয়েছে সাতশো ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷ রাজধানী রাবাতের অ্যাটলাস পর্বতে মাররাকেচ গ্রামটি ইউনেসকো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত ৷ এই ঐতিহাসিক গ্রামের বিভিন্ন ভবনের দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

শুক্রবার রাতে শক্তিশালী ভূমকম্প হয় উত্তর-পশ্চিম আফ্রিকায় অবস্থিত মরক্কোয় ৷ রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল 6.8 ৷ এর কেন্দ্রস্থল মাররাকেচ গ্রামের প্রায় 70 কিলোমিটার দক্ষিণে অ্যাটলাস পর্বত ৷ উত্তর আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ টুবকাল এবং জনপ্রিয় স্কি রিসর্ট উকেমেডেনের কাছেই ভূমিকম্পের কেন্দ্রস্থলটি রয়েছে বলে জানা গিয়েছে ৷

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, শুক্রবার রাত 11.11 মিনিটে 6.8 তীব্রতার ভূমিকম্প হয় ৷ এর ফলে কয়েক সেকেন্ড ধরে কেঁপে ওঠে এলাকা ৷ এই ভূমিকম্পের 19 মিনিট পর ভূকম্পন-পরবর্তী কম্পন অনুভূত হয় ৷ মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল মাটির 18 কিলোমিটার বা 11 মাইল গভীরে অবস্থিত ৷ তবে মরক্কোর সরকারি সংস্থা অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্র ভূ-পৃষ্ঠের 8 কিলোমিটার বা 5 মাইল গভীরে ৷

এই দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ সেখানে দেখা যাচ্ছে, শহরের গুরুত্বপূর্ণ জায়গার বহু বাড়িতে ফাটল ধরেছে ৷ রাজধানী রাবাতের রাস্তা দিয়ে লোকজন আতঙ্কে ছোটাছুটি করছে ৷ এখানে সবচেয়ে বেশি সংখ্যায় পর্যটকেরা ভিড় করেন ৷

  • Extremely pained by the loss of lives due to an earthquake in Morocco. In this tragic hour, my thoughts are with the people of Morocco. Condolences to those who have lost their loved ones. May the injured recover at the earliest. India is ready to offer all possible assistance to…

    — Narendra Modi (@narendramodi) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ তিনি এক্সে (টুইটারে) লিখেছেন, "মরক্কোতে ভূমিকম্প হয়েছে ৷ সেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন ৷ এই ঘটনায় আমি ব্যথিত ৷ এই দুঃখের সময় মরক্কোবাসীর জন্য আমি প্রার্থনা করছি ৷ যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ এই দুঃসময়ে ভারত মরক্কোকে সব দিক দিয়ে সাহায্য করতে প্রস্তুত ৷"

মরক্কোর অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, অন্ততপক্ষে 296 জনের মৃত্যু হয়েছে ৷ বেশি ক্ষতি হয়েছে শহরের বাইরের অংশে এবং শহরতলিতে ৷ কোথাও কোথাও রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রাস্তা পরিষ্কারের কাজ চলছে ৷ তবে কয়েকটি জায়গায় গ্রামগুলি পাহাড়ের গায়ে রয়েছে ৷ তাই সেই প্রত্যন্ত এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ৷ এদিনের ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, পর্তুগালের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, এই কম্পন পর্তুগাল, আলজেরিয়াতেও অনুভূত হয়েছে ৷

আরও পড়ুন: আতঙ্কের সোমবার ! ফের জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে 3

Last Updated : Sep 9, 2023, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.