ETV Bharat / international

Conflict in Sudan: আধাসামরিক বাহিনী-আরব জঙ্গিদের তাণ্ডব, সুদানে মৃত কমপক্ষে 800; পরিসংখ্যান রাষ্ট্রসংঘের - মানুষের মৃত্যু হয়েছে সুদানে

এই বছরের এপ্রিল মাস থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে ৷ সম্প্রতি দেশের দারফুরে হামলা চালায় আধাসামরিক বাহিনী এবং আরবের জঙ্গিগোষ্ঠী ৷ রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট বলছে, এই হামলায় মৃত্যু হয়েছে 800 জনেরও বেশি মানুষের ৷

ETV Bharat
বিধ্বস্ত সুদান
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 7:41 AM IST

Updated : Nov 12, 2023, 8:21 AM IST

দারফুর (সুদান), 12 নভেম্বর: শ'য়ে শ'য়ে মানুষের মৃত্যু হল সুদানে ৷ রাষ্ট্রসংঘ সূত্রে জানা গিয়েছে, আধাসামরিক বাহিনী এবং তাদের মিত্র আরব জঙ্গিরা সুদানের দারফুরে তাণ্ডব চালিয়েছে ৷ দিনের পর দিন ধরে চলতে থাকা এই হামলায় 800 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এ বছরের এপ্রিল থেকেই জ্বলছে আফ্রিকা মহাদেশের এই দেশ ৷ দেশের সামরিক বাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফের মধ্যে সংঘর্ষ এখনও চলছে ৷ এর মধ্যে সাম্প্রতিক হামলাটি হয় এই মাসের প্রথম দিকে পশ্চিম দারফুরের আরদামাতায় ৷ তাতেই এত মানুষের প্রাণ গিয়েছে বলে দাবি রাষ্ট্রসংঘের ৷

এপ্রিলের মাঝামাঝি সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল-ফাতেহ বুরহান এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের কম্যান্ডার জেনারেল মোহামেদ হামদান ডাগালো যুদ্ধ ঘোষণা করেন ৷ এই ঘটনার ঠিক 18 মাস আগে দেশে সামরিক অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারকে অপসারণ করেন এই দুই নেতা ৷ 2019 সালের এপ্রিলে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ওমর আল-বশির ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন ৷ তারপর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা চেষ্টা চলছিল ৷ কিন্তু সামরিক অভ্যুত্থানে সেই চেষ্টা শেষ হয়ে যায় ৷

যুদ্ধরত দলগুলি গত মাসের শেষে সৌদি আরবে আলোচনায় বসে ৷ তারপরেও বিগত সপ্তাহগুলিতে আরএসএফ দারফুরের বিস্তীর্ণ অঞ্চল, একের পর এক শহর দখল করেছে ৷ প্রথম দফার আলোচনায় মধ্যস্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব ৷ তবে যুদ্ধবিরতির চেষ্টা ব্যর্থ হয় ৷ পশ্চিম দারফুরে সুদানের চিকিৎসকদের সংগঠনের প্রধান সালাহ ট্যুর জানান, 4 নভেম্বর সেনার সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধের পর আরএসএফ শহরের একটি সামরিক ঘাঁটি দখল করে ৷ এরপরেই আরদামাটায় সারাদিন ধরে সংঘর্ষ চলে ৷ শেষে সামরিক বাহিনী ঘাঁটি থেকে চলে যায় ৷ প্রায় দু'ডজন আহত সেনা প্রতিবেশী দেশ চাডে পালিয়ে যায় ৷

দারফুর বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, আরএসএফ বাহিনী আরদামাতায় সাধারণ মানুষের বিরুদ্ধে সব দিকে গুরুতর নিয়মের লঙ্ঘন করছে ৷ 6 নভেম্বর একটি হামলার আরএসএফ একজন উপজাতি নেতা এবং তাঁর পরিবারের 50 জনেরও বেশি লোককে হত্যা করে ৷ ইউএনএইচসিআর জানিয়েছে, 800 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ 8 হাজারেরও বেশি মানুষ প্রতিবেশী চাডে পালিয়ে গিয়েছে ৷ তবে এত বেশি মানুষ চাডে গিয়েছে যে, শরণার্থীদের নাম ঠিকঠাক নথিভুক্ত করা সম্ভব হয়নি ৷ তাই এই সংখ্যা কম হতে পারে বলেই মনে করছে রাষ্ট্রসংঘ ৷

আরও পড়ুন:

1 ইজরায়েলে হামাসের হামলা, জঙ্গিগোষ্ঠীর অস্ত্রসম্ভারের ভিডিয়ো প্রকাশ আইডিএফের

2 ভারতীয়দের ফেরাতে জেড্ডায় স্ট্যান্ডবাই 2 যুদ্ধবিমান, সুদানের বন্দরে আইএনএস সুমেধা

3 গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান, অন্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র

দারফুর (সুদান), 12 নভেম্বর: শ'য়ে শ'য়ে মানুষের মৃত্যু হল সুদানে ৷ রাষ্ট্রসংঘ সূত্রে জানা গিয়েছে, আধাসামরিক বাহিনী এবং তাদের মিত্র আরব জঙ্গিরা সুদানের দারফুরে তাণ্ডব চালিয়েছে ৷ দিনের পর দিন ধরে চলতে থাকা এই হামলায় 800 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এ বছরের এপ্রিল থেকেই জ্বলছে আফ্রিকা মহাদেশের এই দেশ ৷ দেশের সামরিক বাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফের মধ্যে সংঘর্ষ এখনও চলছে ৷ এর মধ্যে সাম্প্রতিক হামলাটি হয় এই মাসের প্রথম দিকে পশ্চিম দারফুরের আরদামাতায় ৷ তাতেই এত মানুষের প্রাণ গিয়েছে বলে দাবি রাষ্ট্রসংঘের ৷

এপ্রিলের মাঝামাঝি সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল-ফাতেহ বুরহান এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের কম্যান্ডার জেনারেল মোহামেদ হামদান ডাগালো যুদ্ধ ঘোষণা করেন ৷ এই ঘটনার ঠিক 18 মাস আগে দেশে সামরিক অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারকে অপসারণ করেন এই দুই নেতা ৷ 2019 সালের এপ্রিলে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ওমর আল-বশির ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন ৷ তারপর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা চেষ্টা চলছিল ৷ কিন্তু সামরিক অভ্যুত্থানে সেই চেষ্টা শেষ হয়ে যায় ৷

যুদ্ধরত দলগুলি গত মাসের শেষে সৌদি আরবে আলোচনায় বসে ৷ তারপরেও বিগত সপ্তাহগুলিতে আরএসএফ দারফুরের বিস্তীর্ণ অঞ্চল, একের পর এক শহর দখল করেছে ৷ প্রথম দফার আলোচনায় মধ্যস্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব ৷ তবে যুদ্ধবিরতির চেষ্টা ব্যর্থ হয় ৷ পশ্চিম দারফুরে সুদানের চিকিৎসকদের সংগঠনের প্রধান সালাহ ট্যুর জানান, 4 নভেম্বর সেনার সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধের পর আরএসএফ শহরের একটি সামরিক ঘাঁটি দখল করে ৷ এরপরেই আরদামাটায় সারাদিন ধরে সংঘর্ষ চলে ৷ শেষে সামরিক বাহিনী ঘাঁটি থেকে চলে যায় ৷ প্রায় দু'ডজন আহত সেনা প্রতিবেশী দেশ চাডে পালিয়ে যায় ৷

দারফুর বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, আরএসএফ বাহিনী আরদামাতায় সাধারণ মানুষের বিরুদ্ধে সব দিকে গুরুতর নিয়মের লঙ্ঘন করছে ৷ 6 নভেম্বর একটি হামলার আরএসএফ একজন উপজাতি নেতা এবং তাঁর পরিবারের 50 জনেরও বেশি লোককে হত্যা করে ৷ ইউএনএইচসিআর জানিয়েছে, 800 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ 8 হাজারেরও বেশি মানুষ প্রতিবেশী চাডে পালিয়ে গিয়েছে ৷ তবে এত বেশি মানুষ চাডে গিয়েছে যে, শরণার্থীদের নাম ঠিকঠাক নথিভুক্ত করা সম্ভব হয়নি ৷ তাই এই সংখ্যা কম হতে পারে বলেই মনে করছে রাষ্ট্রসংঘ ৷

আরও পড়ুন:

1 ইজরায়েলে হামাসের হামলা, জঙ্গিগোষ্ঠীর অস্ত্রসম্ভারের ভিডিয়ো প্রকাশ আইডিএফের

2 ভারতীয়দের ফেরাতে জেড্ডায় স্ট্যান্ডবাই 2 যুদ্ধবিমান, সুদানের বন্দরে আইএনএস সুমেধা

3 গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান, অন্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র

Last Updated : Nov 12, 2023, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.