নয়াদিল্লি, 30 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত'-এর শততম পর্ব আজ ৷ 2014 প্রথমবার ক্ষমতায় আসায় পর যে অনুষ্ঠান শুরু করেছিলেন তিনি, তা একটা বৃত্ত সম্পূর্ণ করল রবিবার ৷ একে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির সাফল্যের আরেকটি মুকুট বললেও অত্যুক্তি হয় না ৷ স্বভাবতই 'মন কি বাত'-এর বিশেষ পর্ব ঘিরে এদিন ছিল এলাহি আয়োজন ৷ দেশের গণ্ডি পেরিয়ে 'বিশ্বজনীন' তকমা পেল প্রধানমন্ত্রীর 'মন কি বাত' ৷
দেশের মানুষের হেঁশেলে পৌঁছে যেতে 3 অক্টোবর, 2014 প্রধানমন্ত্রী সূচনা করেছিলেন 'মন কি বাত' অনুষ্ঠান ৷ যা ধীরে ধীরে সরকারের সঙ্গে দেশের মানুষের জনসংযোগের অন্যতম স্তম্ভ হিসেবে পর্যবসিত হয় ৷ তাই দেশের 22টি ভাষাভাষির মানুষ ছাড়াও রবিবার প্রধানমন্ত্রীর 'মনের কথা' শুনল বিশ্বের আরও 11টি ভিন্ন ভাষার মানুষ ৷ যার মধ্যে রয়েছে- ফরাসি, চিনা, ইন্দোনেশিয়ান, তিব্বতি, বর্মি, বালুচি, আরবি, পাশতু, পার্সি, দারি, সোয়াহিলি ভাষা ৷
লন্ডন, নিউইয়র্কের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে এদিন মোদির 'মন কি বাত' শোনা গেল রাষ্ট্রসংঘের সদর দফতরেও ৷ রাষ্ট্রসংঘের তরফে করা একটি টুইটে 'মন কি বাত'-এর শততম পর্বকে 'ঐতিহাসিক'ও আখ্যাও দেওয়া হয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের মাইলস্টোন পর্ব সপারিষদে উপভোগ করছেন যুক্তরাষ্ট্রে দেশের কনস্যুলেট জেনারেল ৷
আরও পড়ুন: মন কি বাতের 100তম এপিসোডে নাগরিকদের সরাসরি যোগদানের আহ্বান মোদির
দেশের সমস্ত রাজভবনেও এদিন দূরদর্শেনর মাধ্যমে পৌঁছে গিয়েছে মোদির 'মন কি বাত' ৷ আকাশবাণীর 500টি কেন্দ্র থেকে এদিন দেশব্যাপী সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান ৷ 'মন কি বাত' ভারতবাসীর মনে কতোটা প্রভাব ফেলেছে ? এ ব্যাপারে সম্প্রতি এক সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, দেশের 100 কোটিরও বেশি মানুষ এই অনুষ্ঠান একবার না একবার শুনেছেন ৷ এই অনুষ্ঠান মানুষের সঙ্গে সরাসরি কথা বলে ৷ মানুষের সাফল্যের উদযাপন অন্যদেরকে ইতিবাচক পথে চালিত করতে সাহায্য করে ৷