ETV Bharat / international

Sri Lanka Crisis: বুধে পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া, ইস্তফা দুই মন্ত্রীর

বিপুল জনরোষের কাছে হার মানলেন প্রেসিডেন্ট রাজাপক্ষে গোতাবায়া, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে ৷ অর্থনৈতিক সংকট দিনে দিনে বেড়েই চলেছে ৷ গতকাল সকালে পুলিশকে টপকে রাষ্ট্রপতির বাড়িতে ঢোকে সাধারণ মানুষ ৷ জ্বালিয়ে দেয় প্রধানমন্ত্রীর বাড়ি (Sri Lanka Crisis) ৷

President Rajapaksa
প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষুব্ধ জনতা
author img

By

Published : Jul 10, 2022, 10:54 AM IST

কলম্বো, 10 জুলাই: প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন ৷ তাঁর প্রাসাদ এখন সাধারণ মানুষের দখলে ৷ এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাসভবনে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ এরইমধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হারিনি ফার্নান্দো (Harin Fernando) এবং মনুশা নানাইয়াক্কারা (Manusha Nanayakkara), জানিয়েছে শ্রীলঙ্কার ডেলি মিরর ৷ শনিবার সকালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (President Gotabaya Rajapaksa) সরকারি আবাসনে চড়াও হয় বিক্ষোভকারীরা ৷ পালাতে বাধ্য হন তিনি ৷ সূত্রে জানা গিয়েছে, তিনি কলম্বোর নৌসেনার ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন ৷ পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ না হওয়া পর্যন্ত তিনি ফিরবেন না-বলে জানা গিয়েছে (Lankan President Rajapaksa set to resign from his post on July 13) ৷

13 জুলাই বুধবার প্রেসিডেন্ট পদে ইস্তফা দেবেন রাজাপক্ষে ৷ এমনটাই দাবি করেছেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনা । গতকালই প্রধানমন্ত্রী বিক্রমসিংহে পদত্যাগ করে নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ৷ প্রতিবাদীরা শুরু থেকেই রাজাপক্ষে এবং বিক্রমসিংহে দু'জনেরই পদত্যাগ দাবি করে আসছিলেন ৷ শেষ পর্যন্ত পুলিশকে তুড়ি মেরে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা ৷ পরে প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রি-রও দখল নেয় তারা ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কায় গণবিক্ষোভে এবার পুড়ল প্রধানমন্ত্রীর বাসভবন

শ্রীলঙ্কা চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে ৷ ভারত এবং অন্যান্য দেশগুলিও নানাভাবে সাহায্য় করছে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিকে ৷ আইএমএফ বা বিশ্ব ব্যাঙ্ক একটি অর্থনৈতিক প্যাকেজ নিয়ে চিন্তাভাবনা করছে ৷ দেশে নেই জ্বালানি, নেই রোজের প্রয়োজনীয় খাবারদাবার ৷ এর ফলেই দিনে-দিনে প্রতিবাদ বেড়ে এই অবস্থায় পৌঁছেছে ৷

কলম্বো, 10 জুলাই: প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন ৷ তাঁর প্রাসাদ এখন সাধারণ মানুষের দখলে ৷ এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাসভবনে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ এরইমধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হারিনি ফার্নান্দো (Harin Fernando) এবং মনুশা নানাইয়াক্কারা (Manusha Nanayakkara), জানিয়েছে শ্রীলঙ্কার ডেলি মিরর ৷ শনিবার সকালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (President Gotabaya Rajapaksa) সরকারি আবাসনে চড়াও হয় বিক্ষোভকারীরা ৷ পালাতে বাধ্য হন তিনি ৷ সূত্রে জানা গিয়েছে, তিনি কলম্বোর নৌসেনার ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন ৷ পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ না হওয়া পর্যন্ত তিনি ফিরবেন না-বলে জানা গিয়েছে (Lankan President Rajapaksa set to resign from his post on July 13) ৷

13 জুলাই বুধবার প্রেসিডেন্ট পদে ইস্তফা দেবেন রাজাপক্ষে ৷ এমনটাই দাবি করেছেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনা । গতকালই প্রধানমন্ত্রী বিক্রমসিংহে পদত্যাগ করে নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ৷ প্রতিবাদীরা শুরু থেকেই রাজাপক্ষে এবং বিক্রমসিংহে দু'জনেরই পদত্যাগ দাবি করে আসছিলেন ৷ শেষ পর্যন্ত পুলিশকে তুড়ি মেরে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা ৷ পরে প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রি-রও দখল নেয় তারা ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কায় গণবিক্ষোভে এবার পুড়ল প্রধানমন্ত্রীর বাসভবন

শ্রীলঙ্কা চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে ৷ ভারত এবং অন্যান্য দেশগুলিও নানাভাবে সাহায্য় করছে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিকে ৷ আইএমএফ বা বিশ্ব ব্যাঙ্ক একটি অর্থনৈতিক প্যাকেজ নিয়ে চিন্তাভাবনা করছে ৷ দেশে নেই জ্বালানি, নেই রোজের প্রয়োজনীয় খাবারদাবার ৷ এর ফলেই দিনে-দিনে প্রতিবাদ বেড়ে এই অবস্থায় পৌঁছেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.