ETV Bharat / international

20 Years Imprisonment: ক্ষমতার লোভে জেহাদে নেতৃত্ব ! কানসাসের মহিলাকে 20 বছরের কারাদণ্ড - সন্ত্রাসবাদ

ক্ষমতার লোভে আমেরিকার কানসাস (Kansas) ছেড়ে সিরিয়ায় (Syria) বসবাস করতে শুরু করেছিলেন অ্যালিসন ফ্লুক-একরেন ৷ সেই সময়েই জেহাদি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি ৷ এর জন্য অ্য়ালিসনকে 20 বছরের কারাদণ্ড দিল আদালত (20 Years Imprisonment) ৷

Kansas woman gets 20 Years Imprisonment for leading Islamic State battle
20 Years Imprisonment: ক্ষমতার লোভে জেহাদে নেতৃত্ব ! কানসাসের মহিলাকে 20 বছরের কারদণ্ড
author img

By

Published : Nov 2, 2022, 12:33 PM IST

Updated : Nov 2, 2022, 1:28 PM IST

আলেকজান্দ্রিয়া, 2 নভেম্বর: সিরিয়ায় (Syria) থাকাকালীন জেহাদি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে আদতে কানসাসের (Kansas) বাসিন্দা এক মহিলাকে 20 বছরের কারাদণ্ড (20 Years Imprisonment) দেওয়া হল ৷ সূত্রের দাবি, সিরিয়ায় থাকাকালীন তিনি মহিলা জেহাদি দলের নেতৃত্ব দিতেন ৷ আদালতে ওই মহিলার বিরুদ্ধে তাঁর সন্তানরাই সাক্ষ্য দিয়েছেন ৷ তাঁদের দাবি, জেহাদের নামে পৈশাচিক অত্য়াচার চালাতেন তাঁদের মা ৷ এমনকী, নিজের সন্তানদেরও নিগ্রহ করতেন তিনি ৷ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল ৷

সাজাপ্রাপ্ত মহিলার নাম অ্যালিসন ফ্লুক-একরেন ৷ তাঁর বয়স 42 বছর ৷ আদালতে এই মহিলা স্বীকার করেছেন যে তিনি খতিবা নুসায়বা (Khatiba Nusaybah) আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ৷ এই আন্দোলন আদতে এমন এক 'যুদ্ধ' যেখানে কেবলমাত্র নারীদেরই ব্যবহার করা হয় ৷ অ্য়ালিসন যে মহিলা দলের নেতৃত্ব দিতেন, তার সদস্য সংখ্যা প্রায় 100 ৷ সেই দলে প্রাপ্তবয়স্ক মহিলারা যেমন ছিলেন, তেমনই ছিল 10 বছরের বহু বালিকাও ! জেহাদে সামিল হওয়ার নামে এই দলের সকলকে স্বয়ংক্রিয় অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হত ৷ এই দলের সদস্যদের আত্মঘাতী বোমা হিসাবেও ব্যবহার করা হত ৷

আরও পড়ুন: রাজধানীতে শনিবারের বোমা বিস্ফোরণে মৃত অন্তত 100, জানালেন সোমালিয়ার প্রেসিডেন্ট

অ্য়ালিসনের সবথেকে বড় মেয়েকেও এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, অ্যালিসনের বড় মেয়ে এবং বড় ছেলে এখন প্রাপ্তবয়স্ক ৷ মায়ের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরাই ৷ আদালত যাতে তাঁদের মাকে সর্বোচ্চ সাজা দেয়, সেই আবেদনও জানিয়েছিলেন ভাই-বোন ৷

অ্য়ালিসনের মেয়ে এবং ছেলে জানিয়েছেন, তাঁদের মা বহুবার তাঁদের উপর শারীরিক এবং যৌন নির্যাতন চালিয়েছেন ৷ এই প্রসঙ্গে আদালতকে একটি চিঠি লিখেছেন দুই ভাই-বোন ৷ সেই চিঠিতে অ্যালিসনের অত্যাচারের বিস্তারিত বিবরণ রয়েছে ৷ যা স্তম্ভিত করে দিয়েছে বিচারপতিকেও ৷ তাই তিনিও দোষীকে সর্বোচ্চ সাজা শুনিয়েছেন বলে দাবি সূত্রের ৷

অ্য়ালিসনের বড় মেয়ে লায়লা আদালতকে জানিয়েছেন, তাঁদের মা ক্ষমতালোভী ৷ সেই কারণেই আমেরিকা ছেড়ে সিরিয়ায় এসে বসবাস শুরু করেন ৷ সঙ্গে পরিবারের বাকি সদস্যদেরও তাঁর সঙ্গে দেশ ছাড়তে বাধ্য করেন ৷ সিরিয়ায় আসার পর স্থানীয় জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় হয় ৷ আর সেখান থেকে জেহাদে সামিল হন অ্য়ালিসন ৷

আলেকজান্দ্রিয়া, 2 নভেম্বর: সিরিয়ায় (Syria) থাকাকালীন জেহাদি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে আদতে কানসাসের (Kansas) বাসিন্দা এক মহিলাকে 20 বছরের কারাদণ্ড (20 Years Imprisonment) দেওয়া হল ৷ সূত্রের দাবি, সিরিয়ায় থাকাকালীন তিনি মহিলা জেহাদি দলের নেতৃত্ব দিতেন ৷ আদালতে ওই মহিলার বিরুদ্ধে তাঁর সন্তানরাই সাক্ষ্য দিয়েছেন ৷ তাঁদের দাবি, জেহাদের নামে পৈশাচিক অত্য়াচার চালাতেন তাঁদের মা ৷ এমনকী, নিজের সন্তানদেরও নিগ্রহ করতেন তিনি ৷ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল ৷

সাজাপ্রাপ্ত মহিলার নাম অ্যালিসন ফ্লুক-একরেন ৷ তাঁর বয়স 42 বছর ৷ আদালতে এই মহিলা স্বীকার করেছেন যে তিনি খতিবা নুসায়বা (Khatiba Nusaybah) আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ৷ এই আন্দোলন আদতে এমন এক 'যুদ্ধ' যেখানে কেবলমাত্র নারীদেরই ব্যবহার করা হয় ৷ অ্য়ালিসন যে মহিলা দলের নেতৃত্ব দিতেন, তার সদস্য সংখ্যা প্রায় 100 ৷ সেই দলে প্রাপ্তবয়স্ক মহিলারা যেমন ছিলেন, তেমনই ছিল 10 বছরের বহু বালিকাও ! জেহাদে সামিল হওয়ার নামে এই দলের সকলকে স্বয়ংক্রিয় অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হত ৷ এই দলের সদস্যদের আত্মঘাতী বোমা হিসাবেও ব্যবহার করা হত ৷

আরও পড়ুন: রাজধানীতে শনিবারের বোমা বিস্ফোরণে মৃত অন্তত 100, জানালেন সোমালিয়ার প্রেসিডেন্ট

অ্য়ালিসনের সবথেকে বড় মেয়েকেও এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, অ্যালিসনের বড় মেয়ে এবং বড় ছেলে এখন প্রাপ্তবয়স্ক ৷ মায়ের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরাই ৷ আদালত যাতে তাঁদের মাকে সর্বোচ্চ সাজা দেয়, সেই আবেদনও জানিয়েছিলেন ভাই-বোন ৷

অ্য়ালিসনের মেয়ে এবং ছেলে জানিয়েছেন, তাঁদের মা বহুবার তাঁদের উপর শারীরিক এবং যৌন নির্যাতন চালিয়েছেন ৷ এই প্রসঙ্গে আদালতকে একটি চিঠি লিখেছেন দুই ভাই-বোন ৷ সেই চিঠিতে অ্যালিসনের অত্যাচারের বিস্তারিত বিবরণ রয়েছে ৷ যা স্তম্ভিত করে দিয়েছে বিচারপতিকেও ৷ তাই তিনিও দোষীকে সর্বোচ্চ সাজা শুনিয়েছেন বলে দাবি সূত্রের ৷

অ্য়ালিসনের বড় মেয়ে লায়লা আদালতকে জানিয়েছেন, তাঁদের মা ক্ষমতালোভী ৷ সেই কারণেই আমেরিকা ছেড়ে সিরিয়ায় এসে বসবাস শুরু করেন ৷ সঙ্গে পরিবারের বাকি সদস্যদেরও তাঁর সঙ্গে দেশ ছাড়তে বাধ্য করেন ৷ সিরিয়ায় আসার পর স্থানীয় জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় হয় ৷ আর সেখান থেকে জেহাদে সামিল হন অ্য়ালিসন ৷

Last Updated : Nov 2, 2022, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.