ETV Bharat / international

Israel-Hamas War: গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা, সাময়িক যুদ্ধবিরতির ডাককে প্রত্যাখান নেতানিয়াহুর - আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন

Fresh Israeli Airstrikes on Gaza: গাজায় ফের বিমান হামলা ইজরায়েলের ৷ তাতে মৃত্যু হয়েছে বহু মানুষের ৷ অন্যদিকে, আমেরিকার সাময়িক যুদ্ধবিরতির ডাককে প্রত্যাখান করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ৷

Israel Hamas War
গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:49 AM IST

Updated : Nov 6, 2023, 11:07 AM IST

জেরুজালেম, 6 নভেম্বর: গাজার দুটি শরণার্থী শিবিরে রবিবার বিমান হামলা চালাল ইজরায়েল ৷ এই হামলায় মৃত্যু হয়েছে বহু মানুষের ৷ এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা ৷ মানবিকতার প্রশ্নে যুদ্ধবিরতির ডাক দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সেই আহ্বানের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির ডাককে প্রত্যাখ্যান করেছেন ৷ তাঁর কথায়, "যতক্ষণ না জঙ্গিদের হাতে বন্দি 240 ইজরায়েলি মুক্তি পাচ্ছেন ততক্ষণ যুদ্ধে সাময়িক বিরতি দেওয়া হবে না ৷" পাশাপাশি, নেতানিয়াহু বিমান ঘাঁটির দায়িত্বে থাকা ইজরায়েলি বাহিনীর সঙ্গেও দেখা করে তাদের অভিযান চালিয়ে যেতে বলেন ৷

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের জন্য রামাল্লায় যান মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন । প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে ইজরায়েলে আলোচনার পর ব্লিঙ্কেন শনিবার জর্ডানে এই অঞ্চলের কয়েকটি দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে দেখা করেন ৷ নেতানিয়াহু ওই বৈঠকে জানিয়েছিলেন, হামাসের হাতে বন্দি ইজরায়েলের সমস্ত মানুষকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনও সাময়িক যুদ্ধবিরতি হতে পারে না ।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনে নিহতের সংখ্যা প্রায় 10 হাজার। অধিকৃত পশ্চিম তীরে হিংসা ও ইজরায়েলি হামলায় 140 জনেরও বেশি প্যালেস্তাইনিদের প্রাণ গিয়েছে । ইজরায়েলে 1 হাজার 400 জনেরও বেশি মানুষ এই যুদ্ধে নিহত হয়েছেন ৷ তাদের বেশিরভাগই 7 অক্টোবর হামাসের হামলায় প্রাণ হারান ৷ সেই হামলা থেকেই এই যুদ্ধ শুরু হয়েছিল ৷ সেসময় 242 জনকে বন্দি করে ইজরায়েল থেকে গাজায়ে এনেছিল জঙ্গি গোষ্ঠী হামাস ৷ হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, ইজরায়েল এবং কাতারের মধ্যে একটি চুক্তির অধীনে বুধবার থেকে প্রায় 1 হাজার 100 জন রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করেছে ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইজরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হার্টজগ বলেছেন, "গাজার চেয়ে বেশি সন্ত্রাস কবলিত স্থান দুনিয়ার আর কোথাও নেই। সেখানে হাজার হাজার যোদ্ধা রকেট, অন্য অস্ত্রশস্ত্র নিয়ে মাটির তলায় লুকিয়ে রয়েছে । আমাদের এটিকে উপড়ে ফেলতে হবে ৷ কারণ তা না করলে হামাস বারবার আঘাত হানবে ৷"

তিনি আরও বলেন, "ইজরায়েল গাজায় শাসনকারী হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে সন্ত্রাসবাদী এবং সাধারণ জনগণের মধ্যে পার্থক্য বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করছে । এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা ৷ তাই এখানে সামরিক অভিযান চালানো অত্যন্ত কঠিন ৷ তাও আমরা সাধারণ মানুষকে সেই যুদ্ধ এলাকা থেকে দূরে সরানোর চেষ্টা করছি ।"

আরও পড়ুন: মানবিক কারণে ইজরায়েল-হামাস যুদ্ধে সাময়িক বিরতির ডাক বাইডেনের

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, "ইজরায়েল-হামাস যুদ্ধে কেউ সম্পূর্ণ নিরাপরাধ নয়। দু'পক্ষই রক্ত ঝরিয়েছে ৷" ওবামা স্বীকার করে নিয়েছেন তাঁর ক্ষমতায় থাকাকালীন দিনগুলিতে প্রশ্ন উঠেছিল যে ইজরায়েল-হামাসের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আরও কিছু তিনি করতে পারতেন কি না ।

জেরুজালেম, 6 নভেম্বর: গাজার দুটি শরণার্থী শিবিরে রবিবার বিমান হামলা চালাল ইজরায়েল ৷ এই হামলায় মৃত্যু হয়েছে বহু মানুষের ৷ এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা ৷ মানবিকতার প্রশ্নে যুদ্ধবিরতির ডাক দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সেই আহ্বানের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির ডাককে প্রত্যাখ্যান করেছেন ৷ তাঁর কথায়, "যতক্ষণ না জঙ্গিদের হাতে বন্দি 240 ইজরায়েলি মুক্তি পাচ্ছেন ততক্ষণ যুদ্ধে সাময়িক বিরতি দেওয়া হবে না ৷" পাশাপাশি, নেতানিয়াহু বিমান ঘাঁটির দায়িত্বে থাকা ইজরায়েলি বাহিনীর সঙ্গেও দেখা করে তাদের অভিযান চালিয়ে যেতে বলেন ৷

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের জন্য রামাল্লায় যান মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন । প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে ইজরায়েলে আলোচনার পর ব্লিঙ্কেন শনিবার জর্ডানে এই অঞ্চলের কয়েকটি দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে দেখা করেন ৷ নেতানিয়াহু ওই বৈঠকে জানিয়েছিলেন, হামাসের হাতে বন্দি ইজরায়েলের সমস্ত মানুষকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনও সাময়িক যুদ্ধবিরতি হতে পারে না ।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনে নিহতের সংখ্যা প্রায় 10 হাজার। অধিকৃত পশ্চিম তীরে হিংসা ও ইজরায়েলি হামলায় 140 জনেরও বেশি প্যালেস্তাইনিদের প্রাণ গিয়েছে । ইজরায়েলে 1 হাজার 400 জনেরও বেশি মানুষ এই যুদ্ধে নিহত হয়েছেন ৷ তাদের বেশিরভাগই 7 অক্টোবর হামাসের হামলায় প্রাণ হারান ৷ সেই হামলা থেকেই এই যুদ্ধ শুরু হয়েছিল ৷ সেসময় 242 জনকে বন্দি করে ইজরায়েল থেকে গাজায়ে এনেছিল জঙ্গি গোষ্ঠী হামাস ৷ হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, ইজরায়েল এবং কাতারের মধ্যে একটি চুক্তির অধীনে বুধবার থেকে প্রায় 1 হাজার 100 জন রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করেছে ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইজরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হার্টজগ বলেছেন, "গাজার চেয়ে বেশি সন্ত্রাস কবলিত স্থান দুনিয়ার আর কোথাও নেই। সেখানে হাজার হাজার যোদ্ধা রকেট, অন্য অস্ত্রশস্ত্র নিয়ে মাটির তলায় লুকিয়ে রয়েছে । আমাদের এটিকে উপড়ে ফেলতে হবে ৷ কারণ তা না করলে হামাস বারবার আঘাত হানবে ৷"

তিনি আরও বলেন, "ইজরায়েল গাজায় শাসনকারী হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে সন্ত্রাসবাদী এবং সাধারণ জনগণের মধ্যে পার্থক্য বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করছে । এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা ৷ তাই এখানে সামরিক অভিযান চালানো অত্যন্ত কঠিন ৷ তাও আমরা সাধারণ মানুষকে সেই যুদ্ধ এলাকা থেকে দূরে সরানোর চেষ্টা করছি ।"

আরও পড়ুন: মানবিক কারণে ইজরায়েল-হামাস যুদ্ধে সাময়িক বিরতির ডাক বাইডেনের

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, "ইজরায়েল-হামাস যুদ্ধে কেউ সম্পূর্ণ নিরাপরাধ নয়। দু'পক্ষই রক্ত ঝরিয়েছে ৷" ওবামা স্বীকার করে নিয়েছেন তাঁর ক্ষমতায় থাকাকালীন দিনগুলিতে প্রশ্ন উঠেছিল যে ইজরায়েল-হামাসের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আরও কিছু তিনি করতে পারতেন কি না ।

Last Updated : Nov 6, 2023, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.