ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজায় বোমা বর্ষণ জারি, স্থলাভিযানের ইঙ্গিত ইজরায়েলের! - গাজায় হামলা

শুক্রবার 14 তম দিনে পড়েছে ইজরায়েল ও হামাসের যুদ্ধ ৷ ইজরায়েলে সেনা ইঙ্গিত দিচ্ছে স্থলাভিযানের ৷ সেই মতোই শুরু হচ্ছে লেবানন সীমান্ত ঘেঁষা শহর গুলিকে খালি করার প্রক্রিয়া ।

ETV Bharat
বিধ্বস্থ গাজা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 7:37 PM IST

Updated : Oct 20, 2023, 7:48 PM IST

খান ইউনিস (গাজা স্ট্রিপ), 20 অক্টোবর: প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে ইজরায়েলের বিমানহানা অব্যাহত ৷ শুক্রবার, হামাসের সঙ্গে যুদ্ধের 14 তম দিনে ফের গাজায় হামলা চালিয়েছে ইজরায়েল ৷ সংবাদসংস্থা এপি-এর রিপোর্ট অনুযায়ী, যেসব জায়গায় গাজার প্যালেস্তিনীয়দের আশ্রয় নিতে বলা হয়েছিল, সেইসব জায়গাতেও এখন বোমা ফেলতে শুরু করেছে ইজরায়েল ৷ আরও জানা গিয়েছে, লেবানন সীমান্তের কাছ থেকে ইজরায়েলের বাসিন্দাদের অন্যত্র সরাতে শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৷ লেবানন সীমান্ত ঘেঁষা একটি শহর থেকে প্রায় 20 হাজার মানুষকে সরনোর সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল সরকার ৷ মনে করা হচ্ছে, এবার স্থলপথে গাজায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি সেনা, সেই কারণেই লেবানন সীমান্ত ঘেঁসে এলাকা থেকে ইজরায়েলিদের সরানো হচ্ছে ৷ উল্লেখ্য, গত কয়েকদিনে হামাস লেবানানের মাটি ব্যবহার করেও ইজরায়েলে রকেট হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে, এর পালটা জবাব দিয়েছে ইজরায়েলও ৷

ETV Bharat
গাজার আকাশে মিসাইল ও ধোঁয়া

জানা গিয়েছে, গাজার দক্ষিণাংশের শহর খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলের বায়ুসেনা ৷ এই হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর ৷ আহতদের মধ্যে শিশু ও মহিলারাও আছেন, তাঁদের স্থানীয় নাসীর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ গাজার দ্বিতীয় বৃহত্তম এই হাসপাতালটিতে প্রচুর সংখ্যক আহতের চিকিৎসা চলছে, প্রাণভয়ে আশ্রয় নিতেও অনেক বাসিন্দা এই হাসপাতালকে বেছে নিয়েছেন ৷ ফলে এই হাসপাতালটির ধারণ ক্ষমতা ইতিমধ্যেই নির্ধারিত মাত্রা ছাপিয়ে গিয়েছে ৷

ইজরায়েলের দাবি, হামাসের সঙ্গে যুক্ত গাজার প্রায় 100টি জায়গায় তারা হামলা চালিয়েছে ৷ হামলা চালানো হয়েছে হামাসের গোপন সুড়ঙ্গ ও অস্ত্র ভাণ্ডারে ৷ বৃহস্পতিবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গলান্ত দেশের সেনা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, গাজার ভিতরে প্রবেশের জন্য প্রস্তুত থাকতে ৷ তাঁর এই নির্দেশের পরেই জল্পনা ছড়িয়েছে, হামাসকে উৎখাত করতে এবার সম্ভবত স্থলপথে সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকবে ইজরায়েলি সেনা ৷ যদিও কবে এই স্থলাভিযান শুরু হতে পারে, সেই বিষয়ে মুখে ককুলুপ এঁটেছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ৷

ETV Bharat
গাজার এক ত্রাণ শিবিরের ছবি

এই যুদ্ধের ফলে ইতিমধ্যেই কয়েকলাখ গাজাবাসী বাস্তুচ্যত হয়েছেন ৷ উত্তর গাজার বাসিন্দাদের আগেই সেখান থেকে দক্ষিণের দিকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল ইজরায়েলি সেনা ৷ সেই নির্দেশের পর গাজার উত্তরাংশ ছেড়ে হাজার হাজার পাল্যাস্তীনিয় দক্ষিণে চলে গিয়েছেন ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার দক্ষিণাংশকে নিরাপদ অঞ্চল বলেছিলেন ৷ কিন্তু ইজরায়েলি সেনার মুখপাত্র নীর দিনার শুক্রবার জানিয়েছেন, "গাজায় নিরাপদ স্থান বলে কিছু নেই ৷"

আরও পড়ুন : গাজায় চার্চে বিমান হানা, অভিযুক্ত ইজরায়েল

রাষ্ট্রসংঘের আধিকারিকরা জানিয়েছেন, পুরো গাজাজুড়েই হামলা চালানো হচ্ছে ৷ যাঁরা গাজার উত্তরাংশ ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁদের অনেকেই সেখানে ফিরে আসছেন ৷ এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রবিনা শামদাসানি জানিয়েছেন, ইজরায়েলি হানায় গাজার দক্ষিণাংশও আর থাকার মতো নিরাপদ নয়, ফলে অনেকেই উত্তরে ফিরছেন ৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পর্যাপ্ত জ্বালানি ও বিদ্যুতের অভাবে অন্ধকারে মোবাইলের আলো জেলে এখানকার হাসপাতালগুলিতে অপারেশন করতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা ৷ এমনকি ওষুধের অভাবে ভিনিগার ব্যবহার করা হচে্ছে ক্ষত সারাতে ৷ ত্রাণ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিয়ে 200টিরও বেশি ট্রাক প্রায় 3 হাজার টন সামগ্রী নিয়ে মিশরের রাফা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে ৷ কিন্তু গাজাতে সেগুলি প্রবেশের এখনও অনুমতি দেয়নি ইজরায়েল ৷ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ শুক্রবার গাজা ও রাফা সীমান্তে যান এবং এই সাহায্যগুলি গাজায় পাঠানোর আর্জি জানান ৷ বিষয়টিকে তিনি জন্ম ও মৃত্যুর মধ্যে ব্যবধান বলে উল্লেখ করেন তিনি ৷ (এপি)

খান ইউনিস (গাজা স্ট্রিপ), 20 অক্টোবর: প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে ইজরায়েলের বিমানহানা অব্যাহত ৷ শুক্রবার, হামাসের সঙ্গে যুদ্ধের 14 তম দিনে ফের গাজায় হামলা চালিয়েছে ইজরায়েল ৷ সংবাদসংস্থা এপি-এর রিপোর্ট অনুযায়ী, যেসব জায়গায় গাজার প্যালেস্তিনীয়দের আশ্রয় নিতে বলা হয়েছিল, সেইসব জায়গাতেও এখন বোমা ফেলতে শুরু করেছে ইজরায়েল ৷ আরও জানা গিয়েছে, লেবানন সীমান্তের কাছ থেকে ইজরায়েলের বাসিন্দাদের অন্যত্র সরাতে শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৷ লেবানন সীমান্ত ঘেঁষা একটি শহর থেকে প্রায় 20 হাজার মানুষকে সরনোর সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল সরকার ৷ মনে করা হচ্ছে, এবার স্থলপথে গাজায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি সেনা, সেই কারণেই লেবানন সীমান্ত ঘেঁসে এলাকা থেকে ইজরায়েলিদের সরানো হচ্ছে ৷ উল্লেখ্য, গত কয়েকদিনে হামাস লেবানানের মাটি ব্যবহার করেও ইজরায়েলে রকেট হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে, এর পালটা জবাব দিয়েছে ইজরায়েলও ৷

ETV Bharat
গাজার আকাশে মিসাইল ও ধোঁয়া

জানা গিয়েছে, গাজার দক্ষিণাংশের শহর খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলের বায়ুসেনা ৷ এই হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর ৷ আহতদের মধ্যে শিশু ও মহিলারাও আছেন, তাঁদের স্থানীয় নাসীর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ গাজার দ্বিতীয় বৃহত্তম এই হাসপাতালটিতে প্রচুর সংখ্যক আহতের চিকিৎসা চলছে, প্রাণভয়ে আশ্রয় নিতেও অনেক বাসিন্দা এই হাসপাতালকে বেছে নিয়েছেন ৷ ফলে এই হাসপাতালটির ধারণ ক্ষমতা ইতিমধ্যেই নির্ধারিত মাত্রা ছাপিয়ে গিয়েছে ৷

ইজরায়েলের দাবি, হামাসের সঙ্গে যুক্ত গাজার প্রায় 100টি জায়গায় তারা হামলা চালিয়েছে ৷ হামলা চালানো হয়েছে হামাসের গোপন সুড়ঙ্গ ও অস্ত্র ভাণ্ডারে ৷ বৃহস্পতিবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গলান্ত দেশের সেনা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, গাজার ভিতরে প্রবেশের জন্য প্রস্তুত থাকতে ৷ তাঁর এই নির্দেশের পরেই জল্পনা ছড়িয়েছে, হামাসকে উৎখাত করতে এবার সম্ভবত স্থলপথে সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকবে ইজরায়েলি সেনা ৷ যদিও কবে এই স্থলাভিযান শুরু হতে পারে, সেই বিষয়ে মুখে ককুলুপ এঁটেছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার ৷

ETV Bharat
গাজার এক ত্রাণ শিবিরের ছবি

এই যুদ্ধের ফলে ইতিমধ্যেই কয়েকলাখ গাজাবাসী বাস্তুচ্যত হয়েছেন ৷ উত্তর গাজার বাসিন্দাদের আগেই সেখান থেকে দক্ষিণের দিকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল ইজরায়েলি সেনা ৷ সেই নির্দেশের পর গাজার উত্তরাংশ ছেড়ে হাজার হাজার পাল্যাস্তীনিয় দক্ষিণে চলে গিয়েছেন ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার দক্ষিণাংশকে নিরাপদ অঞ্চল বলেছিলেন ৷ কিন্তু ইজরায়েলি সেনার মুখপাত্র নীর দিনার শুক্রবার জানিয়েছেন, "গাজায় নিরাপদ স্থান বলে কিছু নেই ৷"

আরও পড়ুন : গাজায় চার্চে বিমান হানা, অভিযুক্ত ইজরায়েল

রাষ্ট্রসংঘের আধিকারিকরা জানিয়েছেন, পুরো গাজাজুড়েই হামলা চালানো হচ্ছে ৷ যাঁরা গাজার উত্তরাংশ ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁদের অনেকেই সেখানে ফিরে আসছেন ৷ এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রবিনা শামদাসানি জানিয়েছেন, ইজরায়েলি হানায় গাজার দক্ষিণাংশও আর থাকার মতো নিরাপদ নয়, ফলে অনেকেই উত্তরে ফিরছেন ৷ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পর্যাপ্ত জ্বালানি ও বিদ্যুতের অভাবে অন্ধকারে মোবাইলের আলো জেলে এখানকার হাসপাতালগুলিতে অপারেশন করতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা ৷ এমনকি ওষুধের অভাবে ভিনিগার ব্যবহার করা হচে্ছে ক্ষত সারাতে ৷ ত্রাণ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিয়ে 200টিরও বেশি ট্রাক প্রায় 3 হাজার টন সামগ্রী নিয়ে মিশরের রাফা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে ৷ কিন্তু গাজাতে সেগুলি প্রবেশের এখনও অনুমতি দেয়নি ইজরায়েল ৷ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ শুক্রবার গাজা ও রাফা সীমান্তে যান এবং এই সাহায্যগুলি গাজায় পাঠানোর আর্জি জানান ৷ বিষয়টিকে তিনি জন্ম ও মৃত্যুর মধ্যে ব্যবধান বলে উল্লেখ করেন তিনি ৷ (এপি)

Last Updated : Oct 20, 2023, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.