লাহোর, 17 জানুয়ারি: আইন লঙ্ঘন করে পাকিস্তানের আকাশপথে অনুপ্রবেশ করে হামলা চালানো ইরান ৷ এতে দু'টি শিশুর মৃত্যু হয়েছে ৷ আর 3 জন জখম হয়েছে ৷ মঙ্গলবার এই হামলার এর তীব্র নিন্দা করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক ৷ প্রতিবেশী ইরানকে হুঁশিয়ারি দিয়েছে, এর ফল কিন্তু গুরুতর হতে পারে ৷
তবে তেহরানের দাবি, পাকিস্তানে আশ্রয় নিয়েছে জঙ্গি গোষ্ঠী জৈশ-আল-আদল ৷ তাদের ঘাঁটি ধ্বংস করতেই এই ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান ৷ এমনটাই জানিয়েছে ইরান সরকারের মিডিয়া ৷ হামলাটি ঠিক কোন জায়গায় হয়েছে, তা নিয়ে কিছু বলতে চায়নি পাকিস্তান সরকার ৷ মনে করা হচ্ছে, বালোচিস্তানেই এই আক্রমণ শানিয়েছে ইরান ৷ এর ঠিক আগে সোমবারই ইরাকের কুরদিশ অঞ্চলে এবং সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে মিসাইল ছুড়ে হামলা চালায় ইরান ৷
জৈশ আল-আদল সুন্নি গোষ্ঠীর জঙ্গি সংগঠন ৷ 2012 সালে প্রতিষ্ঠিত এই জঙ্গি গোষ্ঠীটি পাকিস্তানে সক্রিয় বলেই জানা গিয়েছে ৷ ইরান-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে জঙ্গিদের মোকাবিলা করেছে ইরান ৷ এই জঙ্গিগোষ্ঠী আন্তর্জাতিক সীমান্ত থেকে ইরানের পুলিশকে অপহরণ করেছে বলে অভিযোগ ৷ এদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কোনও রকম প্ররোচনা ছাড়াই আকাশপথের সীমা লঙ্ঘন করেছে ইরান ৷ পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে প্রতিবেশী দেশটি ৷ তাই ইরানের বিদেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেও সমন পাঠিয়েছে পাকিস্তান ৷
এই মাসেরই প্রথম দিকে ইরানের কারমানে রেভোলিউশনারি গার্ডের জেনারেল কাসিম সোলেমানির স্মরণসভায় আত্মঘাতী হামলা হয় ৷ ঘটনাটির দায় স্বীকার করে ইসলামিক স্টেট ৷ এই দুর্ঘটনায় প্রায় 100 জনের মৃত্যু হয় ৷ এরপর দেশের প্রধান নেতা আয়োতোল্লা আলি খামিনেই প্রতিজ্ঞা করেছিলেন, এর বদলা নেবে ইরান ৷ সোমবারই সিরিয়ায় মিসাইল ছুড়ে ইসলামিক স্টেট বা আইএসের ঘাঁটি ধ্বংস করে ইরান ৷
আরও পড়ুন: