ETV Bharat / international

ইরাক-সিরিয়ার পর বালোচিস্তান, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হামলা ইরানের - Iran

Iran Attacked on Pakistan: পাকিস্তানের বালোচিস্তানে মিসাইল ও ড্রোন হামলা চালাল ইরান ৷ জঙ্গি গোষ্ঠী জৈশ-আল-আদলের ঘাঁটি ধ্বংস করাই এর উদ্দেশ্য বলে দাবি করেছে ইরান ৷

ETV Bharat
ইরানের মিসাইল হামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 2:15 PM IST

লাহোর, 17 জানুয়ারি: আইন লঙ্ঘন করে পাকিস্তানের আকাশপথে অনুপ্রবেশ করে হামলা চালানো ইরান ৷ এতে দু'টি শিশুর মৃত্যু হয়েছে ৷ আর 3 জন জখম হয়েছে ৷ মঙ্গলবার এই হামলার এর তীব্র নিন্দা করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক ৷ প্রতিবেশী ইরানকে হুঁশিয়ারি দিয়েছে, এর ফল কিন্তু গুরুতর হতে পারে ৷

তবে তেহরানের দাবি, পাকিস্তানে আশ্রয় নিয়েছে জঙ্গি গোষ্ঠী জৈশ-আল-আদল ৷ তাদের ঘাঁটি ধ্বংস করতেই এই ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান ৷ এমনটাই জানিয়েছে ইরান সরকারের মিডিয়া ৷ হামলাটি ঠিক কোন জায়গায় হয়েছে, তা নিয়ে কিছু বলতে চায়নি পাকিস্তান সরকার ৷ মনে করা হচ্ছে, বালোচিস্তানেই এই আক্রমণ শানিয়েছে ইরান ৷ এর ঠিক আগে সোমবারই ইরাকের কুরদিশ অঞ্চলে এবং সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে মিসাইল ছুড়ে হামলা চালায় ইরান ৷

জৈশ আল-আদল সুন্নি গোষ্ঠীর জঙ্গি সংগঠন ৷ 2012 সালে প্রতিষ্ঠিত এই জঙ্গি গোষ্ঠীটি পাকিস্তানে সক্রিয় বলেই জানা গিয়েছে ৷ ইরান-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে জঙ্গিদের মোকাবিলা করেছে ইরান ৷ এই জঙ্গিগোষ্ঠী আন্তর্জাতিক সীমান্ত থেকে ইরানের পুলিশকে অপহরণ করেছে বলে অভিযোগ ৷ এদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কোনও রকম প্ররোচনা ছাড়াই আকাশপথের সীমা লঙ্ঘন করেছে ইরান ৷ পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে প্রতিবেশী দেশটি ৷ তাই ইরানের বিদেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেও সমন পাঠিয়েছে পাকিস্তান ৷

এই মাসেরই প্রথম দিকে ইরানের কারমানে রেভোলিউশনারি গার্ডের জেনারেল কাসিম সোলেমানির স্মরণসভায় আত্মঘাতী হামলা হয় ৷ ঘটনাটির দায় স্বীকার করে ইসলামিক স্টেট ৷ এই দুর্ঘটনায় প্রায় 100 জনের মৃত্যু হয় ৷ এরপর দেশের প্রধান নেতা আয়োতোল্লা আলি খামিনেই প্রতিজ্ঞা করেছিলেন, এর বদলা নেবে ইরান ৷ সোমবারই সিরিয়ায় মিসাইল ছুড়ে ইসলামিক স্টেট বা আইএসের ঘাঁটি ধ্বংস করে ইরান ৷

আরও পড়ুন:

  1. ইরাকে মোসাদের কার্যালয়ে হামলা, সিরিয়ায় আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান
  2. সুপ্রিম রায়ে নির্বাচনী প্রতীক 'ব্যাট' না পেয়ে নির্দল হয়েই ভোটে লড়বে ইমরানের দল
  3. বাড়ছে যুদ্ধের পরিসর, ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের উপর পালটা হামলা আমেরিকা-ব্রিটেনের

লাহোর, 17 জানুয়ারি: আইন লঙ্ঘন করে পাকিস্তানের আকাশপথে অনুপ্রবেশ করে হামলা চালানো ইরান ৷ এতে দু'টি শিশুর মৃত্যু হয়েছে ৷ আর 3 জন জখম হয়েছে ৷ মঙ্গলবার এই হামলার এর তীব্র নিন্দা করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক ৷ প্রতিবেশী ইরানকে হুঁশিয়ারি দিয়েছে, এর ফল কিন্তু গুরুতর হতে পারে ৷

তবে তেহরানের দাবি, পাকিস্তানে আশ্রয় নিয়েছে জঙ্গি গোষ্ঠী জৈশ-আল-আদল ৷ তাদের ঘাঁটি ধ্বংস করতেই এই ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান ৷ এমনটাই জানিয়েছে ইরান সরকারের মিডিয়া ৷ হামলাটি ঠিক কোন জায়গায় হয়েছে, তা নিয়ে কিছু বলতে চায়নি পাকিস্তান সরকার ৷ মনে করা হচ্ছে, বালোচিস্তানেই এই আক্রমণ শানিয়েছে ইরান ৷ এর ঠিক আগে সোমবারই ইরাকের কুরদিশ অঞ্চলে এবং সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে মিসাইল ছুড়ে হামলা চালায় ইরান ৷

জৈশ আল-আদল সুন্নি গোষ্ঠীর জঙ্গি সংগঠন ৷ 2012 সালে প্রতিষ্ঠিত এই জঙ্গি গোষ্ঠীটি পাকিস্তানে সক্রিয় বলেই জানা গিয়েছে ৷ ইরান-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে জঙ্গিদের মোকাবিলা করেছে ইরান ৷ এই জঙ্গিগোষ্ঠী আন্তর্জাতিক সীমান্ত থেকে ইরানের পুলিশকে অপহরণ করেছে বলে অভিযোগ ৷ এদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কোনও রকম প্ররোচনা ছাড়াই আকাশপথের সীমা লঙ্ঘন করেছে ইরান ৷ পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে প্রতিবেশী দেশটি ৷ তাই ইরানের বিদেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেও সমন পাঠিয়েছে পাকিস্তান ৷

এই মাসেরই প্রথম দিকে ইরানের কারমানে রেভোলিউশনারি গার্ডের জেনারেল কাসিম সোলেমানির স্মরণসভায় আত্মঘাতী হামলা হয় ৷ ঘটনাটির দায় স্বীকার করে ইসলামিক স্টেট ৷ এই দুর্ঘটনায় প্রায় 100 জনের মৃত্যু হয় ৷ এরপর দেশের প্রধান নেতা আয়োতোল্লা আলি খামিনেই প্রতিজ্ঞা করেছিলেন, এর বদলা নেবে ইরান ৷ সোমবারই সিরিয়ায় মিসাইল ছুড়ে ইসলামিক স্টেট বা আইএসের ঘাঁটি ধ্বংস করে ইরান ৷

আরও পড়ুন:

  1. ইরাকে মোসাদের কার্যালয়ে হামলা, সিরিয়ায় আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান
  2. সুপ্রিম রায়ে নির্বাচনী প্রতীক 'ব্যাট' না পেয়ে নির্দল হয়েই ভোটে লড়বে ইমরানের দল
  3. বাড়ছে যুদ্ধের পরিসর, ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের উপর পালটা হামলা আমেরিকা-ব্রিটেনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.