জামনগর, 9 জানুয়ারি: মস্কো থেকে গোয়াগামী আন্তর্জাতিক বিমানে বোমাতঙ্কের জের ৷ গুজরাতের জামনগরে জরুরি অবতরণ করানো হল একটি আন্তর্জাতিক বিমান (International Flight From Moscow to goa Emergency landed at Jamnagar Airport due to bomb suspect) ৷ বিমানটিতে বোমা থাকার আশংকার কথা জানিয়ে গোয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে একটি মেল আসে ৷ গোয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল জামনগর পুলিশকে সে কথা জানানো মাত্রই অপারেশন শুরু করে জামনগর পুলিশ ৷ সিআইএসএফ আধিকারিক, বম্ব স্কোয়াড এবং দমকল বিভাগকে সঙ্গে নিয়ে তারা পৌঁছে যায় বিমানবন্দরে ৷
আরও পড়ুন: বিমানে অভব্যতার দু’টি ঘটনায় এয়ার ইন্ডিয়াকে শোকজ ডিজিসিএ-র
পুলিস সূত্রে জানা গিয়েছে, মস্কো থেকে গোয়াগামী বিমানটিতে 244 জন যাত্রী ছিলেন ৷ যাত্রীদের নামিয়ে জামনগর বিমানবন্দরে চিরুনি তল্লাশি চলে বিমানটিতে ৷ জামনগর বিমানবন্দর ডিরেক্টরের তরফে বলা হয়েছে, "বোমাতঙ্কের খবর পেয়ে মস্কো-গোয়া চার্টার্ড বিমানটি 244 জন যাত্রীকে নিয়ে 9টা 44 মিনিটে (রাত) অবতরণ করে ৷ সকল যাত্রীকেই বিমান থেকে নিরাপদে বের করে আনা হয়েছে ৷"