ETV Bharat / international

Indian student shot dead : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া - Indian student shot dead

উত্তরপ্রদেশ গাজিয়াবাদের বাসিন্দা কার্তিক বাসুদেব কানাডার সেনেকা কলেজের ছাত্র ৷ সেন্ট জেমসের শেরবর্ন টিটিসি স্টেশনে ঢোকার মুখে তাঁর উপর একাধিক গুলি চালায় অজ্ঞাতপরিচয় আততায়ী (Indian student shot dead in Canada) ৷

Kartik Vasudev
গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া
author img

By

Published : Apr 9, 2022, 12:43 PM IST

টরন্টো, 9 এপ্রিল : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া ৷ টরন্টো পুলিশ সূত্রে জানা গিয়েছে, 21 বছর বয়সি ওই পড়ুয়ার নাম কার্তিক বাসুদেব ৷ সেন্ট জেমসের গ্লেন রোডে শেরবর্ন টিটিসি স্টেশনে ঢোকার মুখে তাঁর উপর একাধিক গুলি চালায় অজ্ঞাতপরিচয় আততায়ী (Indian student shot dead in Canada) ৷

ঘটনাস্থলেই তাঁর চিকিৎসা শুরু করেন এক স্বাস্থ্যকর্মী ৷ এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ টরন্টো পুলিশের হোমিসাইড বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিকভাবে তদন্তকারীরা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন ৷ পুলিশ জানিয়েছে, সিসিটিভি দেখে গুলি চালানোর সময় একজন কৃষ্ণবর্ণ চেহারার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে ৷ 5ফুট 6-7ইঞ্চি উচ্চতার ওই ব্যক্তিকে একটি হ্যান্ডগান নিয়ে গ্লেন রোড থেকে হাওয়ার্ড স্ট্রিটের দিকে হাঁটতে দেখা গিয়েছে ।

আরও পড়ুন : কিভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, দূতাবাসের তরফে খোঁজ না নেওয়ার অভিযোগ

ভারতের কনস্যুলেট জেনারেল টুইটারে এক বিবৃতিতে লিখেছেন, ‘‘টরন্টোতে গুলিবিদ্ধ হয়ে কার্তিক বাসুদেবের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডে আমরা মর্মাহত । তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ মৃতদেহ দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷’’ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বাসুদেব কানাডার সেনেকা কলেজের ছাত্র ৷ পাতাল রেল ধরতে স্টেশনে যাচ্ছিলেন মার্কেটিং ম্যানেজমেন্ট প্রোগ্রামের ওই ছাত্র ৷ সেখানেই তাঁকে গুলি করে হত্য়া করা হয় ৷

টরন্টো, 9 এপ্রিল : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া ৷ টরন্টো পুলিশ সূত্রে জানা গিয়েছে, 21 বছর বয়সি ওই পড়ুয়ার নাম কার্তিক বাসুদেব ৷ সেন্ট জেমসের গ্লেন রোডে শেরবর্ন টিটিসি স্টেশনে ঢোকার মুখে তাঁর উপর একাধিক গুলি চালায় অজ্ঞাতপরিচয় আততায়ী (Indian student shot dead in Canada) ৷

ঘটনাস্থলেই তাঁর চিকিৎসা শুরু করেন এক স্বাস্থ্যকর্মী ৷ এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ টরন্টো পুলিশের হোমিসাইড বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে । প্রাথমিকভাবে তদন্তকারীরা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন ৷ পুলিশ জানিয়েছে, সিসিটিভি দেখে গুলি চালানোর সময় একজন কৃষ্ণবর্ণ চেহারার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে ৷ 5ফুট 6-7ইঞ্চি উচ্চতার ওই ব্যক্তিকে একটি হ্যান্ডগান নিয়ে গ্লেন রোড থেকে হাওয়ার্ড স্ট্রিটের দিকে হাঁটতে দেখা গিয়েছে ।

আরও পড়ুন : কিভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, দূতাবাসের তরফে খোঁজ না নেওয়ার অভিযোগ

ভারতের কনস্যুলেট জেনারেল টুইটারে এক বিবৃতিতে লিখেছেন, ‘‘টরন্টোতে গুলিবিদ্ধ হয়ে কার্তিক বাসুদেবের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডে আমরা মর্মাহত । তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ মৃতদেহ দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে ৷’’ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বাসুদেব কানাডার সেনেকা কলেজের ছাত্র ৷ পাতাল রেল ধরতে স্টেশনে যাচ্ছিলেন মার্কেটিং ম্যানেজমেন্ট প্রোগ্রামের ওই ছাত্র ৷ সেখানেই তাঁকে গুলি করে হত্য়া করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.