ETV Bharat / international

Indian Stabbed to Death in London: তিন দিনে তিন, লন্ডনে ফের কুপিয়ে হত্যা ভারতীয়কে - ভারতীয়কে হত্যা

কেরলের বাসিন্দা অরবিন্দ শশীকুমারকে লন্ডনে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হল লন্ডনে ৷ ব্রিটেনে এই নিয়ে গত তিন দিনে ছুরি হামলা চালিয়ে তিন জনকে হত্যা করা হল ৷

Indian Stabbed to Death in London
Indian Stabbed to Death in London
author img

By

Published : Jun 18, 2023, 10:04 AM IST

লন্ডন, 18 জুন: লন্ডনে ফের এক ভারতীয়কে হত্যা ৷ কেরলের বাসিন্দা 38 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে শুক্রবার দক্ষিণ লন্ডনে কুপিয়ে খুন করা হয়েছে । মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সাউদাম্পটন ওয়েতে একটি আবাসিক সম্পত্তির বাইরে অরবিন্দ শশীকুমার নামে ওই ব্যক্তির বুকে ছুরি দিয়ে কোপানো হয় । এই নিয়ে ব্রিটেনে গত তিন দিনে ছুরি নিয়ে হামলা চালিয়ে খুন করা হল তিনজন ভারতীয়কে ৷ এর আগে এক ব্রিটিশ-ভারতীয় কিশোরী এবং হায়দরাবাদের একটি ছাত্রীকে কুপিয়ে খুন করা হয়েছে ৷

শশীকুমারকে খুনের ঘটনায় তদন্তকারী গোয়েন্দারা তাঁর রুমমেট সলমন সেলিমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন । মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে, সেলিমের (25) সঙ্গে ঝগড়া হওয়ায় তার জেরেই শশীকুমারের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয় ৷ অভিযুক্তকে গ্রেফতার করার পর ক্রয়ডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং 20 জুন তাঁকে ওল্ড বেইলিতে হাজির করার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে যে, 16 জুন 01:27-এ সাউদাম্পটন ওয়েতে একটি আবাসিক ঠিকানার বাইরে একজনকে ছুরিকাঘাতে জখম অবস্থায় পাওয়া যায় ৷ অফিসাররা লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস-সহ সেখানে গিয়ে উপস্থিত হন । জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শশীকুমারকে বাঁচানো যায়নি ৷

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা স্ত্রী'র

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, বুকে ছুরিকাঘাতের ফলেই শশীকুমারের মৃত্যু হয়েছে । পুলিশ বলেছে যে, শশীকুমারের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে ৷ স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের গোয়েন্দারা ঘটনার তদন্ত করছেন ৷ ব্রিটেনজুড়ে ছুরি হামলার ঘটনার নবতম সংযোজন এই হত্যাকাণ্ড ৷ গত 13 জুন পৃথক ঘটনায় হায়দরাবাদের ব্রিটিশ-ভারতীয় কিশোরী গ্রেস ও'ম্যালি কুমার এবং 27 বছর বয়সি কোন্থাম তেজস্বিনী রেড্ডিকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল । মঙ্গলবার ও' ম্যালি কুমার এবং তাঁর সহপাঠী বার্নাবি ওয়েবার লন্ডন থেকে বাড়ি ফেরার পথে ইলকেস্টন রোডে ভোর 4টেয় তাঁদের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয় ৷

একজন দ্বৈত গিনি-বিসাউ/পর্তুগিজ নাগরিকের বিরুদ্ধে তিনটি হত্যা এবং তিনটি হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে ৷ ওয়েম্বলিতে একই দিনে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যাওয়া তেজস্বিনীর উপর নিল্ড ক্রিসেন্টে মারাত্মকভাবে ছুরি নিয়ে হামলা চালানো হয়েছিল । তাঁর 28 বছর বয়সি ফ্ল্যাটমেট অখিলার উপরও হামলা চালানো হয় ৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে । তিনি এখন বিপন্মুক্ত ।

লন্ডন, 18 জুন: লন্ডনে ফের এক ভারতীয়কে হত্যা ৷ কেরলের বাসিন্দা 38 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে শুক্রবার দক্ষিণ লন্ডনে কুপিয়ে খুন করা হয়েছে । মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সাউদাম্পটন ওয়েতে একটি আবাসিক সম্পত্তির বাইরে অরবিন্দ শশীকুমার নামে ওই ব্যক্তির বুকে ছুরি দিয়ে কোপানো হয় । এই নিয়ে ব্রিটেনে গত তিন দিনে ছুরি নিয়ে হামলা চালিয়ে খুন করা হল তিনজন ভারতীয়কে ৷ এর আগে এক ব্রিটিশ-ভারতীয় কিশোরী এবং হায়দরাবাদের একটি ছাত্রীকে কুপিয়ে খুন করা হয়েছে ৷

শশীকুমারকে খুনের ঘটনায় তদন্তকারী গোয়েন্দারা তাঁর রুমমেট সলমন সেলিমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন । মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে, সেলিমের (25) সঙ্গে ঝগড়া হওয়ায় তার জেরেই শশীকুমারের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয় ৷ অভিযুক্তকে গ্রেফতার করার পর ক্রয়ডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং 20 জুন তাঁকে ওল্ড বেইলিতে হাজির করার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে যে, 16 জুন 01:27-এ সাউদাম্পটন ওয়েতে একটি আবাসিক ঠিকানার বাইরে একজনকে ছুরিকাঘাতে জখম অবস্থায় পাওয়া যায় ৷ অফিসাররা লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস-সহ সেখানে গিয়ে উপস্থিত হন । জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শশীকুমারকে বাঁচানো যায়নি ৷

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা স্ত্রী'র

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, বুকে ছুরিকাঘাতের ফলেই শশীকুমারের মৃত্যু হয়েছে । পুলিশ বলেছে যে, শশীকুমারের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে ৷ স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের গোয়েন্দারা ঘটনার তদন্ত করছেন ৷ ব্রিটেনজুড়ে ছুরি হামলার ঘটনার নবতম সংযোজন এই হত্যাকাণ্ড ৷ গত 13 জুন পৃথক ঘটনায় হায়দরাবাদের ব্রিটিশ-ভারতীয় কিশোরী গ্রেস ও'ম্যালি কুমার এবং 27 বছর বয়সি কোন্থাম তেজস্বিনী রেড্ডিকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল । মঙ্গলবার ও' ম্যালি কুমার এবং তাঁর সহপাঠী বার্নাবি ওয়েবার লন্ডন থেকে বাড়ি ফেরার পথে ইলকেস্টন রোডে ভোর 4টেয় তাঁদের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয় ৷

একজন দ্বৈত গিনি-বিসাউ/পর্তুগিজ নাগরিকের বিরুদ্ধে তিনটি হত্যা এবং তিনটি হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে ৷ ওয়েম্বলিতে একই দিনে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যাওয়া তেজস্বিনীর উপর নিল্ড ক্রিসেন্টে মারাত্মকভাবে ছুরি নিয়ে হামলা চালানো হয়েছিল । তাঁর 28 বছর বয়সি ফ্ল্যাটমেট অখিলার উপরও হামলা চালানো হয় ৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে । তিনি এখন বিপন্মুক্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.