লন্ডন, 30 অক্টোবর: ব্রিটেনে খুন হলেন এক ভারতীয় তরুণী ৷ অভিযোগের তির ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির বিরুদ্ধে ৷ মৃতের নাম মেহক শর্মা (23) ৷ শৈল শর্মা নামে ওই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্রের কোপে হত্যা করেছেন বলে অভিযোগ ৷ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ ৷ রবিবার সন্ধ্যায় দক্ষিণ লন্ডনের ক্রয়ডনের অ্যাশ ট্রি ওয়ের ঘটনা ৷ প্যারামেডিক্যালের আধিকারিকরা প্রাথমিক তদন্তের পর ওই তরুণীকে মৃত বলে জানান ৷
ইতিমধ্যেই মৃত ওই তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ তাঁর পরিবারের সদস্য়রা গিয়ে দেহটি সনাক্ত করেছেন ৷ আজ, মঙ্গলবার আবারও ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ ৷ স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, মেহক শর্মা নামে ওই ভারতীয় তরুণী কয়েকদিন আগেই ভারত থেকে লন্ডনে গিয়েছিলেন ৷ সেখানে তিনি ছিলেন শৈল শর্মা নামে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শৈল শর্মা ও মেহক শর্মার মধ্যে কোনও সম্পর্ক ছিল কি না তা এখনও জানা যায়নি ৷ তবে রবিবার শৈল শর্মাকে রবিবার ক্রয়ডনের অ্যাশ ট্রি ওয়ে থেকে গ্রেফতার করা হয়েছে ৷ আজ উইম্বলডন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করার কথা রয়েছে ৷ তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সঙ্গে কথা বলছে পুলিশ ৷ ওই তরুণীর ভারতের কোনও রাজ্যের বাসিন্দা ছিলেন তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ কত দিন ওই মহিলা অভিযুক্তের সঙ্গে আছেন তাও জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি ওই তরুণীকে হঠাৎ কেন ওই ব্যক্তি আক্রমণ করলেন সেই কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে ৷ ঘটনার আগে তাঁদের মধ্যে কোনও অশান্তি হয়েছিল কি না তা জানতে স্থানীয় বাসিন্দেদর সঙ্গে কথা বলছে পুলিশ ৷
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ, সিঙ্গাপুরে ভারতীয় নাগরিকের 16 বছরের জেল
সূত্র: সংবাদসংস্থা পিটিআই