ETV Bharat / international

Leicester Attack: লেস্টারে আক্রান্ত ভারতীয়দের ধর্মস্থল, কড়া প্রতিক্রিয়া দূতাবাসের - ভারতীয় দূতাবাস

ফের বিদেশের মাটিতে হিংসার শিকার ভারতীয়রা ৷ ইংল্য়ান্ডের (England) লেস্টারে (Leicester) হিন্দু প্রতীকের অবমাননার অভিযোগ উঠল ৷ ঘটনায় (Leicester Attack) এখনও পর্যন্ত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Indian High Commission in London condemns Leicester attack strongly
Leicester Attack: লেস্টারে আক্রান্ত ভারতীয়দের ধর্মস্থল, কড়া প্রতিক্রিয়া দূতাবাসের
author img

By

Published : Sep 19, 2022, 8:07 PM IST

নয়াদিল্লি ও লন্ডন, 19 সেপ্টেম্বর: ইংল্যান্ডের (England) লেস্টারে (Leicester) হিন্দু প্রতীকের অবমাননার অভিযোগ উঠল ৷ সোমবার লন্ডনে (London) অবস্থিত ভারতীয় দূতাবাসের (Indian High Commission) তরফ থেকে এই ঘটনার (Leicester Attack) তীব্র প্রতিবাদ জানানো হয় ৷ ঘটনায় দূতাবাসের পক্ষ থেকে একটি কূটনৈতিক বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, এই ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ৷

ওই বিবৃতির বক্তব্য হল, "লেস্টারে বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ হিন্দু প্রতীকের অবমাননা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সম্পত্তিটিতে ভাঙচুর চালানো হয়েছে ৷ আমরা সেই ঘটনারও প্রতিবাদ জানাচ্ছি ৷ আমরা বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলব ৷ যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে ৷ এটাই আমাদের দাবি এবং সেটা আমরা কঠোরভাবেই প্রশাসনকে জানাব ৷ দোষীদের বিরুদ্ধে যাতে দ্রুত পদক্ষেপ করা হয়, সেই আবেদনও রাখব ৷ যাঁরা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, প্রশাসনকে বলব, তাঁদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা হোক ৷"

আরও পড়ুন: কানাডার মন্দিরে খালিস্তানপন্থীদের হামলা ! লেখা হল ভারতবিরোধী স্লোগান

এই ঘটনা নিয়ে বিতর্কের মধ্য়েই ধরপাকড়ও শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করেছে তারা ৷ এই বিষয়ে লেস্টার পুলিশের তরফ থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তারা জানিয়েছে, এই ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ওয়াকিবহাল ৷ তারা একটি ভিডিয়ো দেখেছে ৷ ভিডিয়োয় লেস্টারের মেল্টন রোডে অবস্থিত একটি ভবন দেখা গিয়েছে ৷ সেটি আদতে একটি ধর্মীয় স্থান ৷ সেখানে একটি পতাকা টাঙানো ছিল ৷ তাতে হিন্দুদের পবিত্র প্রতীক আঁকা ছিল ৷ এক ব্যক্তি হঠাৎই সেই পতাকাটি ধরে টানাটানি শুরু করে দেন এবং সেটিকে নীচে নামিয়ে আনেন ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দোষী ব্যক্তিদের কাউকেই রেয়াত করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা ৷

অন্যদিকে, রবিবার এই ঘটনায় আরও একটি বিবৃতি প্রকাশ করে লেস্টার পুলিশ ৷ তারা জানায়, ইতিমধ্যেই এই ঘটনায় 17 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ কী কারণে এমন কাণ্ড ঘটানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনা ঘিরে এলাকায় যাতে কোনও অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ একইসঙ্গে, স্থানীয় বাসিন্দাদেরও শান্ত থাকার আবেদন জানানো হয়েছে ৷

নয়াদিল্লি ও লন্ডন, 19 সেপ্টেম্বর: ইংল্যান্ডের (England) লেস্টারে (Leicester) হিন্দু প্রতীকের অবমাননার অভিযোগ উঠল ৷ সোমবার লন্ডনে (London) অবস্থিত ভারতীয় দূতাবাসের (Indian High Commission) তরফ থেকে এই ঘটনার (Leicester Attack) তীব্র প্রতিবাদ জানানো হয় ৷ ঘটনায় দূতাবাসের পক্ষ থেকে একটি কূটনৈতিক বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, এই ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ৷

ওই বিবৃতির বক্তব্য হল, "লেস্টারে বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে যে হিংসার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ হিন্দু প্রতীকের অবমাননা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সম্পত্তিটিতে ভাঙচুর চালানো হয়েছে ৷ আমরা সেই ঘটনারও প্রতিবাদ জানাচ্ছি ৷ আমরা বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কথা বলব ৷ যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে ৷ এটাই আমাদের দাবি এবং সেটা আমরা কঠোরভাবেই প্রশাসনকে জানাব ৷ দোষীদের বিরুদ্ধে যাতে দ্রুত পদক্ষেপ করা হয়, সেই আবেদনও রাখব ৷ যাঁরা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, প্রশাসনকে বলব, তাঁদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা হোক ৷"

আরও পড়ুন: কানাডার মন্দিরে খালিস্তানপন্থীদের হামলা ! লেখা হল ভারতবিরোধী স্লোগান

এই ঘটনা নিয়ে বিতর্কের মধ্য়েই ধরপাকড়ও শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করেছে তারা ৷ এই বিষয়ে লেস্টার পুলিশের তরফ থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তারা জানিয়েছে, এই ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ওয়াকিবহাল ৷ তারা একটি ভিডিয়ো দেখেছে ৷ ভিডিয়োয় লেস্টারের মেল্টন রোডে অবস্থিত একটি ভবন দেখা গিয়েছে ৷ সেটি আদতে একটি ধর্মীয় স্থান ৷ সেখানে একটি পতাকা টাঙানো ছিল ৷ তাতে হিন্দুদের পবিত্র প্রতীক আঁকা ছিল ৷ এক ব্যক্তি হঠাৎই সেই পতাকাটি ধরে টানাটানি শুরু করে দেন এবং সেটিকে নীচে নামিয়ে আনেন ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দোষী ব্যক্তিদের কাউকেই রেয়াত করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা ৷

অন্যদিকে, রবিবার এই ঘটনায় আরও একটি বিবৃতি প্রকাশ করে লেস্টার পুলিশ ৷ তারা জানায়, ইতিমধ্যেই এই ঘটনায় 17 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ কী কারণে এমন কাণ্ড ঘটানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনা ঘিরে এলাকায় যাতে কোনও অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ একইসঙ্গে, স্থানীয় বাসিন্দাদেরও শান্ত থাকার আবেদন জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.